ঢাকা ০৩:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

বিএনপির সমাবেশে কেউ বিশৃঙ্খলার চেষ্টা করলে ছাড় নয়: ডিবিপ্রধান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৪৭:৩৮ অপরাহ্ন, রবিবার, ৪ ডিসেম্বর ২০২২
  • / ৪৩৮ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক : 

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিবিপ্রধান) হারুন অর রশিদ বলেন, বিএনপির সমাবেশকে কেন্দ্র করে তাদের আলাদা প্রস্তুতি রয়েছে। আর এ সমাবেশকে টার্গেট করে কেউ নাশকতার চেষ্টা করলে ছাড় দেয়া হবে না।

রোববার (৪ ডিসেম্বর) সময় সংবাদকে এসব কথা বলেন তিনি।

রাজধানীর নয়াপল্টনে নাকি সোহরাওয়ার্দী উদ্যানে–বিএনপির সমাবেশ কোথায় অনুষ্ঠিত হবে, তা এখনও চূড়ান্ত হয়নি। পুলিশ সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি দিলেও বিএনপি অনড় নয়াপল্টনে করার। এ অবস্থায় ১০ ডিসেম্বর ঘিরে ব্যাপক আগ্রহ রয়েছে জনমনে।

সমাবেশ নিয়ে ডিবিপ্রধান আরও বলেন, ‘ওইদিন বিএনপির একটি সমাবেশ রয়েছে, সেখানে অনেক পুলিশ সদস্য কাজ করবেন। সেখানে কোনো অসাধু চক্র মানে থার্ড পার্টি কোনো ধরনের সমস্যা যেন না ঘটাতে পারে, সেদিকেও আমরা খেয়াল রাখছি।’

রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে কেউ বিশৃঙ্খলার চেষ্টা করছে কি না, সে বিষয়ে আগাম গোয়েন্দা তথ্য সংগ্রহ করা হচ্ছে বলেও জানান তিনি।

সমাবেশের আগেই সমাবেশস্থলে এসে বিএনপির নেতাকর্মীদের জড়ো হওয়ার কোনো সুযোগ নেই বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

আগামী ১০ ডিসেম্বর ঘিরে তৃতীয় কোনো শক্তি সুযোগের অপেক্ষায় কি না, সেই উত্তর খুঁজতে মাঠে আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী। অপরাধীদের সম্ভাব্য নাশকতার বিষয়ে সংগ্রহ করা হচ্ছে আগাম গোয়েন্দা তথ্য। রাজধানীসহ সারা দেশে চলছে ১৫ দিনের বিশেষ অভিযান। ব্লক রেইড চলছে বিভিন্ন আবাসিক হোটেল, মেসে। জঙ্গি, মাদক কারবারি, অবৈধ অস্ত্রধারীরা কোথাও ঘাপটি মেরে বসে আছে কি না, খোঁজ করছে আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী। চলতি মাসের কয়েকটি বিশেষ দিনকে টার্গেট করে পুলিশ সদর দফতরের নির্দেশে এ অভিযান পরিচালিত হচ্ছে বলা হলেও বিএনপির ১০ ডিসেম্বরের সমাবেশও রয়েছে সে তালিকায়।

নিউজটি শেয়ার করুন

বিএনপির সমাবেশে কেউ বিশৃঙ্খলার চেষ্টা করলে ছাড় নয়: ডিবিপ্রধান

আপডেট সময় : ০৪:৪৭:৩৮ অপরাহ্ন, রবিবার, ৪ ডিসেম্বর ২০২২

নিজস্ব প্রতিবেদক : 

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিবিপ্রধান) হারুন অর রশিদ বলেন, বিএনপির সমাবেশকে কেন্দ্র করে তাদের আলাদা প্রস্তুতি রয়েছে। আর এ সমাবেশকে টার্গেট করে কেউ নাশকতার চেষ্টা করলে ছাড় দেয়া হবে না।

রোববার (৪ ডিসেম্বর) সময় সংবাদকে এসব কথা বলেন তিনি।

রাজধানীর নয়াপল্টনে নাকি সোহরাওয়ার্দী উদ্যানে–বিএনপির সমাবেশ কোথায় অনুষ্ঠিত হবে, তা এখনও চূড়ান্ত হয়নি। পুলিশ সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি দিলেও বিএনপি অনড় নয়াপল্টনে করার। এ অবস্থায় ১০ ডিসেম্বর ঘিরে ব্যাপক আগ্রহ রয়েছে জনমনে।

সমাবেশ নিয়ে ডিবিপ্রধান আরও বলেন, ‘ওইদিন বিএনপির একটি সমাবেশ রয়েছে, সেখানে অনেক পুলিশ সদস্য কাজ করবেন। সেখানে কোনো অসাধু চক্র মানে থার্ড পার্টি কোনো ধরনের সমস্যা যেন না ঘটাতে পারে, সেদিকেও আমরা খেয়াল রাখছি।’

রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে কেউ বিশৃঙ্খলার চেষ্টা করছে কি না, সে বিষয়ে আগাম গোয়েন্দা তথ্য সংগ্রহ করা হচ্ছে বলেও জানান তিনি।

সমাবেশের আগেই সমাবেশস্থলে এসে বিএনপির নেতাকর্মীদের জড়ো হওয়ার কোনো সুযোগ নেই বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

আগামী ১০ ডিসেম্বর ঘিরে তৃতীয় কোনো শক্তি সুযোগের অপেক্ষায় কি না, সেই উত্তর খুঁজতে মাঠে আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী। অপরাধীদের সম্ভাব্য নাশকতার বিষয়ে সংগ্রহ করা হচ্ছে আগাম গোয়েন্দা তথ্য। রাজধানীসহ সারা দেশে চলছে ১৫ দিনের বিশেষ অভিযান। ব্লক রেইড চলছে বিভিন্ন আবাসিক হোটেল, মেসে। জঙ্গি, মাদক কারবারি, অবৈধ অস্ত্রধারীরা কোথাও ঘাপটি মেরে বসে আছে কি না, খোঁজ করছে আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী। চলতি মাসের কয়েকটি বিশেষ দিনকে টার্গেট করে পুলিশ সদর দফতরের নির্দেশে এ অভিযান পরিচালিত হচ্ছে বলা হলেও বিএনপির ১০ ডিসেম্বরের সমাবেশও রয়েছে সে তালিকায়।