ঢাকা ১০:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

বিএনপিকে নির্বাচনে অংশ নেয়ার আহবান তথ্যমন্ত্রীর

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:১৮:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জুন ২০২৩
  • / ৪৬৬ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক: বিএনপিকে আগামী জাতীয় নির্বাচনে অংশ নিতে হবে বলে মন্তব্য করছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ। নির্বাচন বানচাল নয় বরং অংশ নিতে প্রস্তুতি গ্রহণের আহবান জানিয়েছেন তিনি। আজ (মঙ্গলবার) দুপুরে সচিবালয়ে সমসাময়িক নানা বিষয় নিয়ে সংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন মন্ত্রী।

এসময় তথ্যমন্ত্রী আরো জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানো প্রতিহত করতে জুলাই মাস থেকে বিটিআরসি আরো কার্যকর ভূমিকা নিবে। একই সঙ্গে তথ্যমন্ত্রণালয়ের ভূমিকা আরো জোরালো করার কথাও জানান মন্ত্রী।

তথ্যমন্ত্রী বলেন, বিএনপি মানুষকে বিদ্যুৎ না দিয়ে শুধু খাম্বা লাগিয়েছিলেন। তারা বিদ্যুৎকেন্দ্রও জ্বালিয়ে দিয়েছিল। কিন্তু এবার এমন কিছু করলে জনগণ উচিত শিক্ষা দেবে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও প্রস্তুত।

তিনি বলেন, সাড়ে ১৪ বছর আগেও গ্রামের মানুষ বিদ্যুৎ দিয়ে বড়জোর ফ্যান আর লাইট জ্বালাতো। কিন্তু এখন গ্রামে গ্রামে এসি, রেফ্রিজারেটর, মসজিদে এসি, ধর্মীয় উপাসনালয়ে এসি চলছে। শুধু তাই নয়, ইজিবাইক, প্রেশার কুকার, রাইস কুকার সব বিদ্যুৎ সুবিধার মাধ্যমে ব্যবহৃত হচ্ছে।

হাছান মাহমুদ বলেন, বর্তমানে দেশের শতভাগ মানুষ বিদ্যুৎ সুবিধার আওতায়। এটা আওয়ামী লীগ সরকারের বিরাট সাফল্য। এখন মাঝে মধ্যে বিদ্যুৎ চলে গেলেও বিদ্যুৎমন্ত্রী বলেছেন ১৫ দিনের মধ্যে অবস্থার পরিবর্তন হবে।

আওয়ামী লীগের এই নেতা বলেন, বিএনপির অপরাজনীতির কারণে যুক্তরাষ্ট্র ভিসা নীতি দিয়েছে। এই ভিসা নীতি ঘোষণার পর বিএনপির মধ্যে অন্তরজ্বালা শুরু হয়ে গেছে। কারণ, তাদের তত্ত্বাবধায়ক সরকারের দাবি যুক্তরাষ্ট্র নাকচ করে দিয়েছে।

তথ্যমন্ত্রী বলেন, বিএনপি-জামায়াত কখনও বিচ্ছিন্ন হয়নি। তারা মাঝেমধ্যে মৌনতা অবলম্বন করে। নির্বাচনকে সামনে রেখে তারা গণ্ডগোল করার চেষ্টা করবে। কিন্তু আমরা সতর্ক আছি।

উল্লেখ্য, সারাদেশে লোডশেডিংয়ের প্রতিবাদে আগামী ৮ জুন দেশের সব বিদ্যুৎকেন্দ্র ঘেরাও করবে বলে ঘোষণা দিয়েছে বিএনপি।

নিউজটি শেয়ার করুন

বিএনপিকে নির্বাচনে অংশ নেয়ার আহবান তথ্যমন্ত্রীর

আপডেট সময় : ০৯:১৮:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জুন ২০২৩

নিজস্ব প্রতিবেদক: বিএনপিকে আগামী জাতীয় নির্বাচনে অংশ নিতে হবে বলে মন্তব্য করছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ। নির্বাচন বানচাল নয় বরং অংশ নিতে প্রস্তুতি গ্রহণের আহবান জানিয়েছেন তিনি। আজ (মঙ্গলবার) দুপুরে সচিবালয়ে সমসাময়িক নানা বিষয় নিয়ে সংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন মন্ত্রী।

এসময় তথ্যমন্ত্রী আরো জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানো প্রতিহত করতে জুলাই মাস থেকে বিটিআরসি আরো কার্যকর ভূমিকা নিবে। একই সঙ্গে তথ্যমন্ত্রণালয়ের ভূমিকা আরো জোরালো করার কথাও জানান মন্ত্রী।

তথ্যমন্ত্রী বলেন, বিএনপি মানুষকে বিদ্যুৎ না দিয়ে শুধু খাম্বা লাগিয়েছিলেন। তারা বিদ্যুৎকেন্দ্রও জ্বালিয়ে দিয়েছিল। কিন্তু এবার এমন কিছু করলে জনগণ উচিত শিক্ষা দেবে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও প্রস্তুত।

তিনি বলেন, সাড়ে ১৪ বছর আগেও গ্রামের মানুষ বিদ্যুৎ দিয়ে বড়জোর ফ্যান আর লাইট জ্বালাতো। কিন্তু এখন গ্রামে গ্রামে এসি, রেফ্রিজারেটর, মসজিদে এসি, ধর্মীয় উপাসনালয়ে এসি চলছে। শুধু তাই নয়, ইজিবাইক, প্রেশার কুকার, রাইস কুকার সব বিদ্যুৎ সুবিধার মাধ্যমে ব্যবহৃত হচ্ছে।

হাছান মাহমুদ বলেন, বর্তমানে দেশের শতভাগ মানুষ বিদ্যুৎ সুবিধার আওতায়। এটা আওয়ামী লীগ সরকারের বিরাট সাফল্য। এখন মাঝে মধ্যে বিদ্যুৎ চলে গেলেও বিদ্যুৎমন্ত্রী বলেছেন ১৫ দিনের মধ্যে অবস্থার পরিবর্তন হবে।

আওয়ামী লীগের এই নেতা বলেন, বিএনপির অপরাজনীতির কারণে যুক্তরাষ্ট্র ভিসা নীতি দিয়েছে। এই ভিসা নীতি ঘোষণার পর বিএনপির মধ্যে অন্তরজ্বালা শুরু হয়ে গেছে। কারণ, তাদের তত্ত্বাবধায়ক সরকারের দাবি যুক্তরাষ্ট্র নাকচ করে দিয়েছে।

তথ্যমন্ত্রী বলেন, বিএনপি-জামায়াত কখনও বিচ্ছিন্ন হয়নি। তারা মাঝেমধ্যে মৌনতা অবলম্বন করে। নির্বাচনকে সামনে রেখে তারা গণ্ডগোল করার চেষ্টা করবে। কিন্তু আমরা সতর্ক আছি।

উল্লেখ্য, সারাদেশে লোডশেডিংয়ের প্রতিবাদে আগামী ৮ জুন দেশের সব বিদ্যুৎকেন্দ্র ঘেরাও করবে বলে ঘোষণা দিয়েছে বিএনপি।