ঢাকা ০২:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

বাংলাদেশের অর্থনীতি ঠুনকো নয়, যে ঝাড়া দিলেই পড়ে যাবে : মুক্তিযুদ্ধমন্ত্রী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৫০:১৬ অপরাহ্ন, বুধবার, ৩০ নভেম্বর ২০২২
  • / ৪৪০ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাজীপুর প্রতিনিধি : 

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক বলেন, আমাদের দেশের অর্থনীতি এখন স্বয়ংসম্পূর্ণ, তা শক্ত ভিতের উপর দাড়িয়ে আছে। দেশের অর্থনীতি এতোটা ঠুনকো নয় যে, কচু পাতার পানির মতো ঝাড়া দিলেই তা পড়ে যাবে। তাই যারা বলছেন বাংলাদেশ শ্রীলঙ্কা হয়ে যাবে তাদের কথা সত্য নয়। কারণ বাংলাদেশ কখনই শ্রীলঙ্কা হবে না, হওয়ার প্রশ্নই উঠে না।

বুধবার (৩০ নভেম্বর) দুপুরে গাজীপুরের শ্রীপুরে আর এ স্পিনিং মিলস নামের একটি শিল্পকারখানার এক অনুষ্ঠানে অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন।

মন্ত্রী বলেন, আমাদের অন্যতম যোগানদাতা যারা বিদেশে পন্য রফতানি করেন ও যারা বিদেশ থেকে রেমিট্যান্স পাঠায়। কেউ কেউ বলেন আমাদের রিজার্ভ নেই। অথচ বিএনপি সরকারের আমলের চেয়ে এখন ৬ গুন রিজার্ভ আমাদের রয়েছে। বিএনপির আমলে ছিল ৬ বিলিয়ন ডলার আর এখন আছে ৩৬ বিলিয়ন ডলার। তবে আমাদের আগে যা ছিল তার চেয়ে এখন কমেছে। সরকার কাজ করেছে বলেই তো রিজার্ভ কমেছে। আমরা তো আর উন্নয়ন কাজ বন্ধ রাখতে পারি না। আর রিজার্ভের কাজটা হলো সংকটে তা ব্যয় করা। তবে আমাদের রিজার্ভ এমন পর্যায়ে যায়নি যে এখন আমাদের শঙ্কায় থাকতে হবে।
মন্ত্রী আরো বলেন, ‘আমাদের শিল্পায়ন ও উৎপাদন বাড়াতে হবে। তবে অবশ্যই আমাদের পরিবেশের প্রতি খেয়াল রেখেই উন্নয়ন করতে হবে। কারণ আমরা পরিবেশের বড় ক্ষতি করে ছোট লাভ চাই না।’

অনুষ্ঠানে আরো বক্তব্য দেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ ইকবাল হোসেন সবুজ, শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান শামসুল আলম প্রধান, প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী রাজিব হায়দারসহ আরও অনেকে।

নিউজটি শেয়ার করুন

বাংলাদেশের অর্থনীতি ঠুনকো নয়, যে ঝাড়া দিলেই পড়ে যাবে : মুক্তিযুদ্ধমন্ত্রী

আপডেট সময় : ০৭:৫০:১৬ অপরাহ্ন, বুধবার, ৩০ নভেম্বর ২০২২

গাজীপুর প্রতিনিধি : 

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক বলেন, আমাদের দেশের অর্থনীতি এখন স্বয়ংসম্পূর্ণ, তা শক্ত ভিতের উপর দাড়িয়ে আছে। দেশের অর্থনীতি এতোটা ঠুনকো নয় যে, কচু পাতার পানির মতো ঝাড়া দিলেই তা পড়ে যাবে। তাই যারা বলছেন বাংলাদেশ শ্রীলঙ্কা হয়ে যাবে তাদের কথা সত্য নয়। কারণ বাংলাদেশ কখনই শ্রীলঙ্কা হবে না, হওয়ার প্রশ্নই উঠে না।

বুধবার (৩০ নভেম্বর) দুপুরে গাজীপুরের শ্রীপুরে আর এ স্পিনিং মিলস নামের একটি শিল্পকারখানার এক অনুষ্ঠানে অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন।

মন্ত্রী বলেন, আমাদের অন্যতম যোগানদাতা যারা বিদেশে পন্য রফতানি করেন ও যারা বিদেশ থেকে রেমিট্যান্স পাঠায়। কেউ কেউ বলেন আমাদের রিজার্ভ নেই। অথচ বিএনপি সরকারের আমলের চেয়ে এখন ৬ গুন রিজার্ভ আমাদের রয়েছে। বিএনপির আমলে ছিল ৬ বিলিয়ন ডলার আর এখন আছে ৩৬ বিলিয়ন ডলার। তবে আমাদের আগে যা ছিল তার চেয়ে এখন কমেছে। সরকার কাজ করেছে বলেই তো রিজার্ভ কমেছে। আমরা তো আর উন্নয়ন কাজ বন্ধ রাখতে পারি না। আর রিজার্ভের কাজটা হলো সংকটে তা ব্যয় করা। তবে আমাদের রিজার্ভ এমন পর্যায়ে যায়নি যে এখন আমাদের শঙ্কায় থাকতে হবে।
মন্ত্রী আরো বলেন, ‘আমাদের শিল্পায়ন ও উৎপাদন বাড়াতে হবে। তবে অবশ্যই আমাদের পরিবেশের প্রতি খেয়াল রেখেই উন্নয়ন করতে হবে। কারণ আমরা পরিবেশের বড় ক্ষতি করে ছোট লাভ চাই না।’

অনুষ্ঠানে আরো বক্তব্য দেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ ইকবাল হোসেন সবুজ, শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান শামসুল আলম প্রধান, প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী রাজিব হায়দারসহ আরও অনেকে।