ঢাকা ০৯:৪২ পূর্বাহ্ন, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

ফরিদপুরে দাঙ্গা-মারামারি না করার শর্তে গ্রামবাসীর অস্ত্র জমা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৩১:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী ২০২৩
  • / ৪৪৮ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
বিশেষ  প্রতিবেদক:
ফরিদপুরের নগরকান্দা উপজেলায় নিজেদের মধ্যে দাঙ্গা-মারামারি না করার শর্তে উপজেলা প্রশাসনের কাছে দেশীয় অস্ত্র জমা দিয়েছে বনগ্রাম ও গোয়ালদী গ্রামবাসী।
বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) বিকাল চারটার দিকে উপজেলার পুরাপাড়া ইউনিয়নের বনগ্রাম মাদরাসা মাঠে আনুষ্ঠানিক ভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মঈনুল হকের হাতে এ সকল দেশীয় অস্ত্র জমা দেন তারা। দেশীয় এ সকল অস্ত্রের মধ্যে ছিলো, ১৮ টি ঢাল, ৯টি কাঁতরা, ২টি ঝুপি এবং ১ টি ভেলা।
স্থানীয় ও প্রশাসন সুত্রে জানা যায়, এসব অস্ত্র দিয়ে দীর্ঘ কয়েক যুগ ধরে দাঙ্গা-মারামারি করে আসছিলেন উপজেলার পুরাপাড়া ইউনিয়নের বনগ্রাম ও গোয়ালদি গ্রামবাসীরা।
আর এতে অসংখ্য মানুষ আহত হওয়ার পাশাপাশি প্রাণহানির ঘটনা ও ঘটেছে। এছাড়াও বিপুল সংখ্যক ঘরবাড়ি ভাংচুর, মামলা হামলায় আর্থিক ক্ষতির মুখে প্রতিনিয়ত পড়েছেন উভয় পক্ষই।
এতে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) সোনিয়া হোসেন জিসান, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক বেলায়েত হোসেন মিয়া, সহ-সভাপতি বেলায়েত হোসেন মাস্টার, উপজেলা ভাইস চেয়ারম্যান চুন্নু শেখ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইকবাল কবির, ইউপি চেয়ারম্যান আতাউর রহমান বাবু ফকির প্রমুখ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মঈনুল হক জানান,এই দুই গ্রামের মাতবরদের দ্বন্দ্বে ইতিপূর্বে বেশ কয়েকবার সংঘর্ষে বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনাও ঘটেছে। সম্প্রতি বিবাদমান দুই পক্ষের লোকদের এক করার উদ্যোগ নেওয়া হয়। আর এতে সম্মতিও জানায় উভয় গ্রামের মানুষ।
এলাকার শান্তি ফেরানোর প্রতিজ্ঞা ও দাঙ্গা নিরসনে ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে স্থানীয় প্রশাসন।
অনুষ্ঠান শেষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে স্থানীয় গরিব অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়।
বা/খ: এসআর।

নিউজটি শেয়ার করুন

ফরিদপুরে দাঙ্গা-মারামারি না করার শর্তে গ্রামবাসীর অস্ত্র জমা

আপডেট সময় : ১১:৩১:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী ২০২৩
বিশেষ  প্রতিবেদক:
ফরিদপুরের নগরকান্দা উপজেলায় নিজেদের মধ্যে দাঙ্গা-মারামারি না করার শর্তে উপজেলা প্রশাসনের কাছে দেশীয় অস্ত্র জমা দিয়েছে বনগ্রাম ও গোয়ালদী গ্রামবাসী।
বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) বিকাল চারটার দিকে উপজেলার পুরাপাড়া ইউনিয়নের বনগ্রাম মাদরাসা মাঠে আনুষ্ঠানিক ভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মঈনুল হকের হাতে এ সকল দেশীয় অস্ত্র জমা দেন তারা। দেশীয় এ সকল অস্ত্রের মধ্যে ছিলো, ১৮ টি ঢাল, ৯টি কাঁতরা, ২টি ঝুপি এবং ১ টি ভেলা।
স্থানীয় ও প্রশাসন সুত্রে জানা যায়, এসব অস্ত্র দিয়ে দীর্ঘ কয়েক যুগ ধরে দাঙ্গা-মারামারি করে আসছিলেন উপজেলার পুরাপাড়া ইউনিয়নের বনগ্রাম ও গোয়ালদি গ্রামবাসীরা।
আর এতে অসংখ্য মানুষ আহত হওয়ার পাশাপাশি প্রাণহানির ঘটনা ও ঘটেছে। এছাড়াও বিপুল সংখ্যক ঘরবাড়ি ভাংচুর, মামলা হামলায় আর্থিক ক্ষতির মুখে প্রতিনিয়ত পড়েছেন উভয় পক্ষই।
এতে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) সোনিয়া হোসেন জিসান, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক বেলায়েত হোসেন মিয়া, সহ-সভাপতি বেলায়েত হোসেন মাস্টার, উপজেলা ভাইস চেয়ারম্যান চুন্নু শেখ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইকবাল কবির, ইউপি চেয়ারম্যান আতাউর রহমান বাবু ফকির প্রমুখ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মঈনুল হক জানান,এই দুই গ্রামের মাতবরদের দ্বন্দ্বে ইতিপূর্বে বেশ কয়েকবার সংঘর্ষে বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনাও ঘটেছে। সম্প্রতি বিবাদমান দুই পক্ষের লোকদের এক করার উদ্যোগ নেওয়া হয়। আর এতে সম্মতিও জানায় উভয় গ্রামের মানুষ।
এলাকার শান্তি ফেরানোর প্রতিজ্ঞা ও দাঙ্গা নিরসনে ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে স্থানীয় প্রশাসন।
অনুষ্ঠান শেষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে স্থানীয় গরিব অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়।
বা/খ: এসআর।