ঢাকা ০৮:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

ফরিদপুরে করোনাকালীন থেকে চা ব্যবসা মন্দা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:২০:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জুন ২০২৩
  • / ৪৬৩ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
// বিশেষ প্রতিনিধি //
ফরিদপুর শহরের টেপাখোলা মোড়ে প্রায় ৩০ বছর ধরে চা দোকান দিয়ে সংসার চালায় আজাদ হোসেন।  দীর্ঘদিনের চা দোকানী হিসাবে এলাকার সবার নিকট পরিচিত নাম আজাদ হোসেন। এখন আর চা ব‍্যবসা ভালো চলছে না।
আজাদ হোসেন জানান, করোনাকাল থেকেই ব‍্যবসা মন্দা যাচ্ছে প্রায় দুই বছর দোকানদারী করতে পারি নাই। বেশিরভাগ সময় দোকান বন্ধ রাখা লাগছে প্রশাসনের নির্দেশে। বতর্মানে গরুর দুধের দাম বেশি এবং সব সময় দুধ পাওয়া যায় না। মূল্য বৃদ্ধি পেয়েছে চা ও চিনিসহ সকল মালামালের।
আজাদ আরো জানান, এখন কেউ কাউকে এক কাপ চা ও একটি  সিগারেট খাওয়ার জন‍্য অনুরোধ করে না। আগে কোন বন্ধু-বান্ধব এর সাথে দেখা হলেই বলতো, “দোস্ত চা খাও বা সিগারেট খাও।” এখন নিজেদের সংসার চলে না আপ‍্যায়ন করবে কিভাবে?
তিনি আরো জানান, যে কোন সময় দোকান বন্ধ করে দিতে পারি। তার কারণ এক কথায় ব‍্যবসা মন্দা এবং  আগের মতো লোক জন চা সিগারেট ক্ষেতে আসে না এবং  কাউকে বিশেষ প্রয়োজন ছাড়া খাওয়ায় না।

নিউজটি শেয়ার করুন

ফরিদপুরে করোনাকালীন থেকে চা ব্যবসা মন্দা

আপডেট সময় : ০২:২০:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জুন ২০২৩
// বিশেষ প্রতিনিধি //
ফরিদপুর শহরের টেপাখোলা মোড়ে প্রায় ৩০ বছর ধরে চা দোকান দিয়ে সংসার চালায় আজাদ হোসেন।  দীর্ঘদিনের চা দোকানী হিসাবে এলাকার সবার নিকট পরিচিত নাম আজাদ হোসেন। এখন আর চা ব‍্যবসা ভালো চলছে না।
আজাদ হোসেন জানান, করোনাকাল থেকেই ব‍্যবসা মন্দা যাচ্ছে প্রায় দুই বছর দোকানদারী করতে পারি নাই। বেশিরভাগ সময় দোকান বন্ধ রাখা লাগছে প্রশাসনের নির্দেশে। বতর্মানে গরুর দুধের দাম বেশি এবং সব সময় দুধ পাওয়া যায় না। মূল্য বৃদ্ধি পেয়েছে চা ও চিনিসহ সকল মালামালের।
আজাদ আরো জানান, এখন কেউ কাউকে এক কাপ চা ও একটি  সিগারেট খাওয়ার জন‍্য অনুরোধ করে না। আগে কোন বন্ধু-বান্ধব এর সাথে দেখা হলেই বলতো, “দোস্ত চা খাও বা সিগারেট খাও।” এখন নিজেদের সংসার চলে না আপ‍্যায়ন করবে কিভাবে?
তিনি আরো জানান, যে কোন সময় দোকান বন্ধ করে দিতে পারি। তার কারণ এক কথায় ব‍্যবসা মন্দা এবং  আগের মতো লোক জন চা সিগারেট ক্ষেতে আসে না এবং  কাউকে বিশেষ প্রয়োজন ছাড়া খাওয়ায় না।