ঢাকা ১০:১৪ পূর্বাহ্ন, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

ফখরুল সাহেব, হুঁশ হারাবেন না, অবস্থা শিশুবক্তার মতো হবে: হানিফ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৫২:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর ২০২২
  • / ৪৪০ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফখরুল সাহেব, হুঁশ হারাবেন না, অবস্থা শিশুবক্তার মতো হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ।
কুমিল্লা প্রতিনিধি : 

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) বিকেলে কুমিল্লার বাগমারা উচ্চ বিদ্যালয়ে আয়োজিত কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সম্মেলনে প্রধান বক্তা হিসেবে তিনি এসব কথা বলেন।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উদ্দেশে তিনি বলেন, শিশুবক্তা রফিকুল ইসলাম মাদানি বলেছিল, আমি এ দেশে কিছু মানি না। তাকে যখন জেলে দেওয়া হলো, সে বলে, মাফ চাই। মির্জা ফখরুল সাহেব, হুঁশ হারাবেন না। নয়তো আপনার অবস্থাও শিশুবক্তা রফিকুল ইসলাম মাদানির মতো হবে।

তিনি বলেন, বিএনপি-জামায়াতের দুঃশাসনে দেশ খাদে পড়ে গিয়েছিল। আজ বাংলাদেশ উন্নয়নের রোল মডেল। আজ বাংলাদেশ অনেকদূর এগিয়েছে। ৭১ এর রাজাকার বিএনপি-জামায়াত। যাদের জন্ম হয়েছিল ক্যান্টনমেন্টে অবৈধভাবে।

তিনি আরো বলেন, তাদের নেতা তারেক রহমান। যে পালিয়ে রাজনীতি করে। সে নাকি তাদের বীর। আজ এই মঞ্চে স্পষ্ট করে বলে দিতে চাই এটা আওয়ামী লীগ সরকার। বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী সংগঠন আওয়ামী লীগ। তাদের ধাক্কা দিয়ে সহজে ফেলা যাবে না।

হানিফ বলেন, যদি বিএনপি সহিংসতা করে, তাদের আইনশৃঙ্খলা বাহিনী দমন করবে। প্রয়োজনে আওয়ামী লীগ মাঠে নামবে। বিশৃঙ্খলাকারীদের বিরুদ্ধে আওয়ামী লীগ কত কঠোর হতে পারে, তা কল্পনাও করা যাবে না।

কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি ও অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে এবং কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুল হকের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম।

বিশেষ বক্তা হিসেবে ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপনসহ কুমিল্লার স্থানীয় সংসদ সদস্য ও নেতাকর্মীরা।

সম্মেলনে আ হ ম মুস্তফা কামালকে পুনরায় সভাপতি ও মুজিবুল হক মুজিবকে সাধারণ সম্পাদক করা হয়।

নিউজটি শেয়ার করুন

ফখরুল সাহেব, হুঁশ হারাবেন না, অবস্থা শিশুবক্তার মতো হবে: হানিফ

আপডেট সময় : ০৮:৫২:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর ২০২২

ফখরুল সাহেব, হুঁশ হারাবেন না, অবস্থা শিশুবক্তার মতো হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ।
কুমিল্লা প্রতিনিধি : 

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) বিকেলে কুমিল্লার বাগমারা উচ্চ বিদ্যালয়ে আয়োজিত কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সম্মেলনে প্রধান বক্তা হিসেবে তিনি এসব কথা বলেন।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উদ্দেশে তিনি বলেন, শিশুবক্তা রফিকুল ইসলাম মাদানি বলেছিল, আমি এ দেশে কিছু মানি না। তাকে যখন জেলে দেওয়া হলো, সে বলে, মাফ চাই। মির্জা ফখরুল সাহেব, হুঁশ হারাবেন না। নয়তো আপনার অবস্থাও শিশুবক্তা রফিকুল ইসলাম মাদানির মতো হবে।

তিনি বলেন, বিএনপি-জামায়াতের দুঃশাসনে দেশ খাদে পড়ে গিয়েছিল। আজ বাংলাদেশ উন্নয়নের রোল মডেল। আজ বাংলাদেশ অনেকদূর এগিয়েছে। ৭১ এর রাজাকার বিএনপি-জামায়াত। যাদের জন্ম হয়েছিল ক্যান্টনমেন্টে অবৈধভাবে।

তিনি আরো বলেন, তাদের নেতা তারেক রহমান। যে পালিয়ে রাজনীতি করে। সে নাকি তাদের বীর। আজ এই মঞ্চে স্পষ্ট করে বলে দিতে চাই এটা আওয়ামী লীগ সরকার। বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী সংগঠন আওয়ামী লীগ। তাদের ধাক্কা দিয়ে সহজে ফেলা যাবে না।

হানিফ বলেন, যদি বিএনপি সহিংসতা করে, তাদের আইনশৃঙ্খলা বাহিনী দমন করবে। প্রয়োজনে আওয়ামী লীগ মাঠে নামবে। বিশৃঙ্খলাকারীদের বিরুদ্ধে আওয়ামী লীগ কত কঠোর হতে পারে, তা কল্পনাও করা যাবে না।

কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি ও অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে এবং কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুল হকের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম।

বিশেষ বক্তা হিসেবে ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপনসহ কুমিল্লার স্থানীয় সংসদ সদস্য ও নেতাকর্মীরা।

সম্মেলনে আ হ ম মুস্তফা কামালকে পুনরায় সভাপতি ও মুজিবুল হক মুজিবকে সাধারণ সম্পাদক করা হয়।