ঢাকা ১১:৫১ অপরাহ্ন, রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

পৈত্রিক জমি পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৫৭:০৯ অপরাহ্ন, শনিবার, ৭ জানুয়ারী ২০২৩
  • / ৪৩৯ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক :

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী ইউনিয়নের পুবের বিলে পৈতৃক জমি পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার (৭ জানুয়ারি) সকালে প্রধানমন্ত্রী এ জমি পরিদর্শন করেন। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এম এম ইমরুল কায়েস এ তথ্য জানান।

জলাভূমির অন্তর্গত এ অঞ্চলের জমিগুলি বছরের ৮-৯ মাসই পানির নিচে থাকে। ভাসমান বেডে সবজি ও অন্যান্য ফসল চাষ করে এই জমিগুলি চাষ উপযোগী করে তোলার ব্যাপারে বঙ্গবন্ধুকন্যা নির্দেশনা দেন।

এসময় প্রধানমন্ত্রী সারাদেশের সব অনাবাদি পতিত জমিতে চাষাবাদের জন্য দেশবাসীকে আহ্বান জানান। তিনি আবারও সবার প্রতি আহ্বান জানান, কোথাও এক ইঞ্চি জমিও যেন খালি না থাকে।

এদিন বিকালে টুঙ্গীপাড়া উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে দলটির কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ, উপদেষ্টা পরিষদ ও জাতীয় কমিটির এক যৌথসভা অনুষ্ঠিত হয়। বৈঠকে জাতীয় কমিটি, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ এবং উপদেষ্টা পরিষদের নেতাদের টুঙ্গীপাড়া সফরের অনুরোধ জানান তিনি।

সভার মুলতবি বক্তব্যে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেন, আপনাদের সবার দাওয়াত থাকলো, যখনই চান টুঙ্গীপাড়ায় আসতে পারেন। আমাদের আতিথিয়েতা নিতে পারেন।

এবারের দুইদিনের সফরে টুঙ্গীপারায় ব্যস্ততার কথা তুলে ধরেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। সেইসঙ্গে আগামীতে গোপালগঞ্জে আসলে আগে কোটালিপাড়ায় যাবেন বলে নেতাকর্মীদের জানান তিনি। এ সময় যৌথসভায় আসা কোটালিপাড়ার নেতারা করতালি দিয়ে তাকে সাধুবাদ জানান।

যৌথসভার মুলতবি বক্তব্য শেষে উপস্থিত নেতাদের শীতের পিঠাপুলি খেতে আমন্ত্রণ জানান আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। টুঙ্গীপাড়া উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের দ্বিতীয় তলায় এই আপ্যায়নের ব্যবস্থা করা হয়।

নিউজটি শেয়ার করুন

পৈত্রিক জমি পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

আপডেট সময় : ০৬:৫৭:০৯ অপরাহ্ন, শনিবার, ৭ জানুয়ারী ২০২৩

নিজস্ব প্রতিবেদক :

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী ইউনিয়নের পুবের বিলে পৈতৃক জমি পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার (৭ জানুয়ারি) সকালে প্রধানমন্ত্রী এ জমি পরিদর্শন করেন। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এম এম ইমরুল কায়েস এ তথ্য জানান।

জলাভূমির অন্তর্গত এ অঞ্চলের জমিগুলি বছরের ৮-৯ মাসই পানির নিচে থাকে। ভাসমান বেডে সবজি ও অন্যান্য ফসল চাষ করে এই জমিগুলি চাষ উপযোগী করে তোলার ব্যাপারে বঙ্গবন্ধুকন্যা নির্দেশনা দেন।

এসময় প্রধানমন্ত্রী সারাদেশের সব অনাবাদি পতিত জমিতে চাষাবাদের জন্য দেশবাসীকে আহ্বান জানান। তিনি আবারও সবার প্রতি আহ্বান জানান, কোথাও এক ইঞ্চি জমিও যেন খালি না থাকে।

এদিন বিকালে টুঙ্গীপাড়া উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে দলটির কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ, উপদেষ্টা পরিষদ ও জাতীয় কমিটির এক যৌথসভা অনুষ্ঠিত হয়। বৈঠকে জাতীয় কমিটি, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ এবং উপদেষ্টা পরিষদের নেতাদের টুঙ্গীপাড়া সফরের অনুরোধ জানান তিনি।

সভার মুলতবি বক্তব্যে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেন, আপনাদের সবার দাওয়াত থাকলো, যখনই চান টুঙ্গীপাড়ায় আসতে পারেন। আমাদের আতিথিয়েতা নিতে পারেন।

এবারের দুইদিনের সফরে টুঙ্গীপারায় ব্যস্ততার কথা তুলে ধরেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। সেইসঙ্গে আগামীতে গোপালগঞ্জে আসলে আগে কোটালিপাড়ায় যাবেন বলে নেতাকর্মীদের জানান তিনি। এ সময় যৌথসভায় আসা কোটালিপাড়ার নেতারা করতালি দিয়ে তাকে সাধুবাদ জানান।

যৌথসভার মুলতবি বক্তব্য শেষে উপস্থিত নেতাদের শীতের পিঠাপুলি খেতে আমন্ত্রণ জানান আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। টুঙ্গীপাড়া উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের দ্বিতীয় তলায় এই আপ্যায়নের ব্যবস্থা করা হয়।