ঢাকা ০১:৫০ পূর্বাহ্ন, সোমবার, ১৩ মে ২০২৪, ২৯ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

নওগাঁয় মাদক মামলায় যুবকের যাবজ্জীবন কারাদন্ড

নওগাঁ প্রতিনিধি
  • আপডেট সময় : ১০:০৮:৩১ অপরাহ্ন, রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
  • / ৪৫৭ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
নওগাঁয় মাদক মামলায় মুকুল (২৯) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। একই সাথে ওই যুবকের ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে। রবিবার (২৮ এপ্রিল) দুপুরে নওগাঁর অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক এসএম মনিরুজ্জামান এ রায় দেন। দন্ডপ্রাপ্ত মুকুল চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার মুন্সিপাড়া গ্রামের বেলাল উদ্দিনের ছেলে।
মামলার এজাহার ও আদালত সূত্রে জানা যায়, ২০১৮ সালের ১০ জুলাই গোপন সংবাদের ভিত্তিতে নওগাঁর পোরশা উপজেলার জালুয়াপাড়া এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। ওই মুহুর্তে একটি ভটভটি থামিয়ে তল্লাশি করলে ৩৫ বোতল ফেন্সিডিলসহ মুকুলকে আটক করা হয়। পরে এ ঘটনায় পোরশা থানায় বাদী হয়ে মাদক মামলা করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নওগাঁ কার্যালয়ের পরিদর্শক সবুজ চন্দ্র দেবনাথ। এ মামলার তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা। পরে দীর্ঘ শুনানি শেষে ছয়জন সাক্ষীর সাক্ষ্য নেয় আদালত। আদালতে অভিযোগ প্রমাণিত হওয়ায় রবিবার আসামী মুকুলকে যাবজ্জীবন কারাদন্ড দেওয়া হয়।
মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন অতিরিক্ত সরকারি কৌঁসুলি (এপিপি) মোজাহার আলী। তিনি বলেন, এ রায়ের মাধ্যমে মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতির বাস্তবায়ন হয়েছে। এতে আগামীতে মাদক ব্যবসায় জড়ানোর আগে অন্তত হাজারো বার ভাববে মাদক কারবারিরা।
এদিকে, আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মনসুর আলী বলেন, এ মামলায় আমার মোয়াক্কেল ন্যায় বিচার পায়নি। এজন্য আমরা রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবো।

নিউজটি শেয়ার করুন

নওগাঁয় মাদক মামলায় যুবকের যাবজ্জীবন কারাদন্ড

আপডেট সময় : ১০:০৮:৩১ অপরাহ্ন, রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
নওগাঁয় মাদক মামলায় মুকুল (২৯) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। একই সাথে ওই যুবকের ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে। রবিবার (২৮ এপ্রিল) দুপুরে নওগাঁর অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক এসএম মনিরুজ্জামান এ রায় দেন। দন্ডপ্রাপ্ত মুকুল চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার মুন্সিপাড়া গ্রামের বেলাল উদ্দিনের ছেলে।
মামলার এজাহার ও আদালত সূত্রে জানা যায়, ২০১৮ সালের ১০ জুলাই গোপন সংবাদের ভিত্তিতে নওগাঁর পোরশা উপজেলার জালুয়াপাড়া এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। ওই মুহুর্তে একটি ভটভটি থামিয়ে তল্লাশি করলে ৩৫ বোতল ফেন্সিডিলসহ মুকুলকে আটক করা হয়। পরে এ ঘটনায় পোরশা থানায় বাদী হয়ে মাদক মামলা করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নওগাঁ কার্যালয়ের পরিদর্শক সবুজ চন্দ্র দেবনাথ। এ মামলার তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা। পরে দীর্ঘ শুনানি শেষে ছয়জন সাক্ষীর সাক্ষ্য নেয় আদালত। আদালতে অভিযোগ প্রমাণিত হওয়ায় রবিবার আসামী মুকুলকে যাবজ্জীবন কারাদন্ড দেওয়া হয়।
মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন অতিরিক্ত সরকারি কৌঁসুলি (এপিপি) মোজাহার আলী। তিনি বলেন, এ রায়ের মাধ্যমে মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতির বাস্তবায়ন হয়েছে। এতে আগামীতে মাদক ব্যবসায় জড়ানোর আগে অন্তত হাজারো বার ভাববে মাদক কারবারিরা।
এদিকে, আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মনসুর আলী বলেন, এ মামলায় আমার মোয়াক্কেল ন্যায় বিচার পায়নি। এজন্য আমরা রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবো।