ঢাকা ০২:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

পাকুন্দিয়ায় চুরি যাওয়া মোটরসাইকেলসহ দুই চোর আটক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:০০:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ মে ২০২৩
  • / ৪৫৯ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আছাদুজ্জামান খন্দকার, কিশোরগঞ্জ প্রতিনিধি :

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় এক এনজিও কর্মকর্তার চুরি যাওয়া একটি মোটর সাইকেলসহ দুই চোরকে আটক করেছে স্থানীয় জনতা। পরে উত্তম-মাধ্যম দিয়ে তাদের পুলিশের হাতে সোপর্দ করে। ঘটনাটি ঘটেছে বুধবার রাতে উপজেলার কোদালিয়া বাজারের চৌরাস্তা এলাকায়। তাদের আজ বৃহস্পতিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।
আটক হওয়া ব্যক্তিরা হলেন, কিশোরগঞ্জ সদর থানার চৌদ্দশত ইউনিয়নের জালোয়া পাড়া গ্রামের আলাউদ্দিনের ছেলে জীবন মিয়া (৩০) ও ফিরোজ মিয়ার ছেলে আজিজুল (২৪)।

এলাকাবাসি সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ৯ টার দিকে সেবা এনজিও নামের একটি বেসরকারি সংস্থার পুলেরঘাট বাজার শাখার ব্যবস্থাপক মো. জুনাইদ হোসেন তার মোটর সাইকেলটি অফিসের সামনে রেখে ভেতরে প্রবেশ করেন। এই ফাঁকে মোটর সাইকেলটি চুরি হয়ে যায়। বুধবার রাত ১০ টার দিকে চুরি যাওয়া মোটর সাইকেলটি নিয়ে কিশোরগঞ্জ-পাকুন্দিয়া পাকা সড়ক দিয়ে যাওয়ার সময় স্থানীয় জনতা তাদের আটক করে উত্তম মাধ্যম দেয়। পরে মোটর সাইকেলসহ আটক চোরদের পাকুন্দিয়া থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।

মোটর সাইকেল মালিক জুনাইদ হোসেন বলেন, আমি মোটর সাইকেলটি অফিসের সামনে রেখে ভেতরে প্রবেশ করি। কাজ শেষে ঘন্টাখানেক পর অফিস থেকে বের হয়ে দেখি মোটর সাইকেলটি নেই। বিভিন্ন জায়গায় খোঁজাখুুঁজি করেও পাইনি। পরে বুধবার রাত সাড়ে ৯ টার দিকে লোক মুখে জানতে পারি, কোদালিয়া চৌরাস্তা বাজারে একটি মোটর সাইকেলসহ দুই চোরকে আটক করেছে জনতা। সেখানে গিয়ে মোটর সাইকেলটিকে দেখে আমি চিনতে পারি। পরে পুলিশে খবর দিলে পুলিশ এসে তাদের গ্রেপ্তার করে। এ বিষয়ে আমি বাদী হয়ে পাকুন্দিয়া থানায় তাদের বিরুদ্ধে মামলা করেছি।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাহিদ হাসান সুমন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তাদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

 

বা/খ: জই

নিউজটি শেয়ার করুন

পাকুন্দিয়ায় চুরি যাওয়া মোটরসাইকেলসহ দুই চোর আটক

আপডেট সময় : ০৭:০০:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ মে ২০২৩

আছাদুজ্জামান খন্দকার, কিশোরগঞ্জ প্রতিনিধি :

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় এক এনজিও কর্মকর্তার চুরি যাওয়া একটি মোটর সাইকেলসহ দুই চোরকে আটক করেছে স্থানীয় জনতা। পরে উত্তম-মাধ্যম দিয়ে তাদের পুলিশের হাতে সোপর্দ করে। ঘটনাটি ঘটেছে বুধবার রাতে উপজেলার কোদালিয়া বাজারের চৌরাস্তা এলাকায়। তাদের আজ বৃহস্পতিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।
আটক হওয়া ব্যক্তিরা হলেন, কিশোরগঞ্জ সদর থানার চৌদ্দশত ইউনিয়নের জালোয়া পাড়া গ্রামের আলাউদ্দিনের ছেলে জীবন মিয়া (৩০) ও ফিরোজ মিয়ার ছেলে আজিজুল (২৪)।

এলাকাবাসি সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ৯ টার দিকে সেবা এনজিও নামের একটি বেসরকারি সংস্থার পুলেরঘাট বাজার শাখার ব্যবস্থাপক মো. জুনাইদ হোসেন তার মোটর সাইকেলটি অফিসের সামনে রেখে ভেতরে প্রবেশ করেন। এই ফাঁকে মোটর সাইকেলটি চুরি হয়ে যায়। বুধবার রাত ১০ টার দিকে চুরি যাওয়া মোটর সাইকেলটি নিয়ে কিশোরগঞ্জ-পাকুন্দিয়া পাকা সড়ক দিয়ে যাওয়ার সময় স্থানীয় জনতা তাদের আটক করে উত্তম মাধ্যম দেয়। পরে মোটর সাইকেলসহ আটক চোরদের পাকুন্দিয়া থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।

মোটর সাইকেল মালিক জুনাইদ হোসেন বলেন, আমি মোটর সাইকেলটি অফিসের সামনে রেখে ভেতরে প্রবেশ করি। কাজ শেষে ঘন্টাখানেক পর অফিস থেকে বের হয়ে দেখি মোটর সাইকেলটি নেই। বিভিন্ন জায়গায় খোঁজাখুুঁজি করেও পাইনি। পরে বুধবার রাত সাড়ে ৯ টার দিকে লোক মুখে জানতে পারি, কোদালিয়া চৌরাস্তা বাজারে একটি মোটর সাইকেলসহ দুই চোরকে আটক করেছে জনতা। সেখানে গিয়ে মোটর সাইকেলটিকে দেখে আমি চিনতে পারি। পরে পুলিশে খবর দিলে পুলিশ এসে তাদের গ্রেপ্তার করে। এ বিষয়ে আমি বাদী হয়ে পাকুন্দিয়া থানায় তাদের বিরুদ্ধে মামলা করেছি।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাহিদ হাসান সুমন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তাদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

 

বা/খ: জই