ঢাকা ০২:৫৪ অপরাহ্ন, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

নির্মিত হবে ‘ট্রিপল আর টু’

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৫৬:১৯ অপরাহ্ন, রবিবার, ১৩ নভেম্বর ২০২২
  • / ৪৫০ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিনোদন ডেস্ক : 
এস এস রাজামৌলি পরিচালিত আলোচিত সিনেমা ‘ট্রিপল আর’। কোমারাম ভীম ও আলুরি সীতারামা রাজু দনামে দুই বীর যোদ্ধাকে নিয়ে গড়ে উঠেছে এ সিনেমার গল্প। আর এই দ্ইু চরিত্রে অভিনয় করেছেন- জুনিয়র এনটিআর, রাম চরণ। পাশাপাশি বিশেষ চরিত্রে ছিলেন আলিয়া ভাট ও অজয় দেবগণও। গত মার্চে মুক্তি পাওয়ার পর বক্স অফিসে ঝড় তুলেছিল।

চলতি বছরের মার্চের ২৫ তারিখ সিনেমাটি মুক্তি পাওয়ার পর বক্স অফিসে ঝড় তুলেছিল। এবার নির্মিত হচ্ছে সিনেমাটির সিক্যুয়েল।

গত ২২ অক্টোবর জাপানে মুক্তি পেয়েছে ‘ট্রিপল আর’। সিনেমাটির মুক্তি উপলক্ষে জাপানে গিয়েছেন এস এস রাজামৌলি, জুনিয়র এনটিআর, রাম চরণসহ এ সিনেমার টিম। সেখানে একটি অনুষ্ঠানে যোগ দেন রাজামৌলি। এসময় সিক্যুয়েল নির্মাণের খবর দেন তিনি।

এস এস রাজামৌলি বলেন, আমার সব চিত্রনাট্য বাবা (বিজয়েন্দ্র প্রসাদ) লেখেন। আপাতত ‘ট্রিপল আর’ সিনেমার সিক্যুয়েলের চিত্রনাট্যের কাজ করছেন তিনি। গল্প নিয়ে প্রাথমিক স্তরে আলোচনা হয়েছে। ‘ট্রিপল আর টু’ সিনেমা তৈরির পরিকল্পনা রয়েছে।

তবে সিনেমাটির অভিনেতা বা শুটিংয়ের বিষয়ে কিছু জানাননি এই নির্মাতা।

৩০০ কোটি রুপি বাজেটের ‘ট্রিপল আর’ বক্স অফিসে আয় করেছে ১২ শত কোটি রুপি। এই সিনেমার অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন— আলিয়া ভাট, অজয় দেবগন, রে স্টেভেনসন, অলিভিয়া মরিস, অ্যালিসন ডুডির মতো হলিউড তারকারা। তেলেগু ও তামিলের পাশাপাশি মালায়ালাম, হিন্দি, কন্নড়সহ বেশ কয়েকটি ভাষায় মুক্তি পায় সিনেমাটি।

নিউজটি শেয়ার করুন

নির্মিত হবে ‘ট্রিপল আর টু’

আপডেট সময় : ০৭:৫৬:১৯ অপরাহ্ন, রবিবার, ১৩ নভেম্বর ২০২২

বিনোদন ডেস্ক : 
এস এস রাজামৌলি পরিচালিত আলোচিত সিনেমা ‘ট্রিপল আর’। কোমারাম ভীম ও আলুরি সীতারামা রাজু দনামে দুই বীর যোদ্ধাকে নিয়ে গড়ে উঠেছে এ সিনেমার গল্প। আর এই দ্ইু চরিত্রে অভিনয় করেছেন- জুনিয়র এনটিআর, রাম চরণ। পাশাপাশি বিশেষ চরিত্রে ছিলেন আলিয়া ভাট ও অজয় দেবগণও। গত মার্চে মুক্তি পাওয়ার পর বক্স অফিসে ঝড় তুলেছিল।

চলতি বছরের মার্চের ২৫ তারিখ সিনেমাটি মুক্তি পাওয়ার পর বক্স অফিসে ঝড় তুলেছিল। এবার নির্মিত হচ্ছে সিনেমাটির সিক্যুয়েল।

গত ২২ অক্টোবর জাপানে মুক্তি পেয়েছে ‘ট্রিপল আর’। সিনেমাটির মুক্তি উপলক্ষে জাপানে গিয়েছেন এস এস রাজামৌলি, জুনিয়র এনটিআর, রাম চরণসহ এ সিনেমার টিম। সেখানে একটি অনুষ্ঠানে যোগ দেন রাজামৌলি। এসময় সিক্যুয়েল নির্মাণের খবর দেন তিনি।

এস এস রাজামৌলি বলেন, আমার সব চিত্রনাট্য বাবা (বিজয়েন্দ্র প্রসাদ) লেখেন। আপাতত ‘ট্রিপল আর’ সিনেমার সিক্যুয়েলের চিত্রনাট্যের কাজ করছেন তিনি। গল্প নিয়ে প্রাথমিক স্তরে আলোচনা হয়েছে। ‘ট্রিপল আর টু’ সিনেমা তৈরির পরিকল্পনা রয়েছে।

তবে সিনেমাটির অভিনেতা বা শুটিংয়ের বিষয়ে কিছু জানাননি এই নির্মাতা।

৩০০ কোটি রুপি বাজেটের ‘ট্রিপল আর’ বক্স অফিসে আয় করেছে ১২ শত কোটি রুপি। এই সিনেমার অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন— আলিয়া ভাট, অজয় দেবগন, রে স্টেভেনসন, অলিভিয়া মরিস, অ্যালিসন ডুডির মতো হলিউড তারকারা। তেলেগু ও তামিলের পাশাপাশি মালায়ালাম, হিন্দি, কন্নড়সহ বেশ কয়েকটি ভাষায় মুক্তি পায় সিনেমাটি।