ঢাকা ১২:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

দিনাজপুরের বিরলে ইউনিয়ন পরিষদ নির্বাচনে জম্পেস প্রচার-প্রচারণা

মোঃ খাদেমুল ইসলাম, দিনাজপুর প্রতিনিধি
  • আপডেট সময় : ০৭:৫৫:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
  • / ৪৩০ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাঝারি ধরনের তাপদাহ উপেক্ষা করেও দিনাজপুরের ৫নং বিরল ইউনিয়ন, ২নং ফরক্কাবাদ ইউনিয়ন ও ১নং আজিমপুরে বিরামহীন ভাবে চলছে স্থানীয় সরকারের ইউনিয়ন পরিষদের নির্বাচনের প্রচার প্রচারণা। ক্লান্তিহীন এই প্রচারণায় সমর্থক কর্মীরা যেন প্রতিনিয়ত কাজ করছে অতন্দ্র প্রহরীর মত। সকাল থেকে শুরু করে রাত অবধি প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন চেয়ারম্যান প্রার্থী, সদস্য প্রার্থী ও সংরক্ষিত আসনের মহিলা সদস্য প্রার্থীরা।

৫নং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ মারুফ হোসেন আজ ইউনিয়নের মহেশপুর ও পুরিয়া গ্রামের প্রতিটি পাড়া মহল্লায় গণসংযোগ করেছেন। এ সময় তিনি ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে নিজের প্রতীক ঘোড়া মার্কায় এলাকাবাসীর কাছে ভোট প্রার্থনা করেন।

এক সময় তিনি বলেন, আমার মরহুম পিতা সাবেক ইউনিয়ন ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মহসিন আলী তার আদর্শ দিয়ে আপনাদের হৃদয়ে স্থান করে নিয়েছেন আজীবনের জন্য। আমিও সে চেষ্টাই করছি। শুধু কথা নয় কাজের মধ্যে দিয়ে আমি আমার পিতার আদর্শকে মানুষের মাঝে তুলে ধরতে চাই। আমার প্রতিপক্ষ নানাবিধ কুৎসা রটানোর চেষ্টা করলেও ইউনিয়ন বাসীর প্রতি আমার বিশ্বাসের যে বিশ্বস্ততা রয়েছে তা কখনো বৃথা যাবে না। কোন প্রকার মিথ্যাচারে ভোটারদের বিভ্রান্ত করা যাবে না। এ সময় এলাকার মুরুব্বীদের কাছ থেকে তিনি দোয়া প্রার্থনা করেন যেন ২৮ এপ্রিল নির্বাচনে আবারো দ্বিতীয়বারের মতো চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়ে আপনাদের সেবা করতে পারি।

এদিকে মোটরসাইকেল প্রতীক নিয়ে আতিকুর রহমান ব্যাপক গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন। গতকাল শংকরপুর সাবইল এলাকায় গণসংযোগ করেছেন। আজ ১৯ এপ্রিল শুক্রবার বিকেলে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা সহকারে গোটা ইউনিয়ন পরিদর্শন করেন। এ সময় বিভিন্ন বাজারে ভোটারদের সাথে মতবিনিময় করেন। সেই সাথে আগামী ২৮ তারিখে নির্বাচনে মোটরসাইকেল মার্কা প্রতীকে ভোট দিয়ে তাকে জয়যুক্ত করার জন্য আকুল আবেদন করেন।

এদিকে আনারস প্রতীক নিয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ সাদেক হোসেন গণসংযোগ চালিয়েছেন মকলেসপুর, জয়হার, ঢেলাপির বালা পুকুর সহ বিভিন্ন এলাকায়। এ সময় তিনি বেশ কয়েকটি পথসভায় অংশ নেন। এবং ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে নিজের প্রতি আনারস মার্কায় ভোট প্রার্থনা করেন।

বিরল উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ আবু সাঈম বলেন, আগামী ২৮ এপ্রিল বিরল উপজেলার তিনটি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে। ভোট সুষ্ঠু ভাবে গ্রহণের জন্য এরই মধ্যে আমরা সকল প্রস্তুতি গ্রহণ করেছি। থাকছে কঠোর নিরাপত্তা বলয়। প্রশাসনের পক্ষ তাৎক্ষণিকভাবে ব্যবস্থা গ্রহণের জন্য থাকছে নির্বাহী ম্যাজিস্ট্রেট। এছাড়া আইনশৃঙ্খলা বাহিনী তাৎক্ষণিক পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত থাকবে। ৫ নং বিরল ইউনিয়ন পরিষদে মোট ভোটার ১৯ হাজার ৬৩৭ জন, এর মধ্যে পুরুষ ভোটার ৯ হাজার ৯৪৮ জন এবং নারী ভোটার ৯ হাজার ৬৮৯ জন । ভোটগ্রহণ ষ্ঠিত হবে আগামী ২৮ এপ্রিল।

 

বাখ//আর

নিউজটি শেয়ার করুন

দিনাজপুরের বিরলে ইউনিয়ন পরিষদ নির্বাচনে জম্পেস প্রচার-প্রচারণা

আপডেট সময় : ০৭:৫৫:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

মাঝারি ধরনের তাপদাহ উপেক্ষা করেও দিনাজপুরের ৫নং বিরল ইউনিয়ন, ২নং ফরক্কাবাদ ইউনিয়ন ও ১নং আজিমপুরে বিরামহীন ভাবে চলছে স্থানীয় সরকারের ইউনিয়ন পরিষদের নির্বাচনের প্রচার প্রচারণা। ক্লান্তিহীন এই প্রচারণায় সমর্থক কর্মীরা যেন প্রতিনিয়ত কাজ করছে অতন্দ্র প্রহরীর মত। সকাল থেকে শুরু করে রাত অবধি প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন চেয়ারম্যান প্রার্থী, সদস্য প্রার্থী ও সংরক্ষিত আসনের মহিলা সদস্য প্রার্থীরা।

৫নং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ মারুফ হোসেন আজ ইউনিয়নের মহেশপুর ও পুরিয়া গ্রামের প্রতিটি পাড়া মহল্লায় গণসংযোগ করেছেন। এ সময় তিনি ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে নিজের প্রতীক ঘোড়া মার্কায় এলাকাবাসীর কাছে ভোট প্রার্থনা করেন।

এক সময় তিনি বলেন, আমার মরহুম পিতা সাবেক ইউনিয়ন ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মহসিন আলী তার আদর্শ দিয়ে আপনাদের হৃদয়ে স্থান করে নিয়েছেন আজীবনের জন্য। আমিও সে চেষ্টাই করছি। শুধু কথা নয় কাজের মধ্যে দিয়ে আমি আমার পিতার আদর্শকে মানুষের মাঝে তুলে ধরতে চাই। আমার প্রতিপক্ষ নানাবিধ কুৎসা রটানোর চেষ্টা করলেও ইউনিয়ন বাসীর প্রতি আমার বিশ্বাসের যে বিশ্বস্ততা রয়েছে তা কখনো বৃথা যাবে না। কোন প্রকার মিথ্যাচারে ভোটারদের বিভ্রান্ত করা যাবে না। এ সময় এলাকার মুরুব্বীদের কাছ থেকে তিনি দোয়া প্রার্থনা করেন যেন ২৮ এপ্রিল নির্বাচনে আবারো দ্বিতীয়বারের মতো চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়ে আপনাদের সেবা করতে পারি।

এদিকে মোটরসাইকেল প্রতীক নিয়ে আতিকুর রহমান ব্যাপক গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন। গতকাল শংকরপুর সাবইল এলাকায় গণসংযোগ করেছেন। আজ ১৯ এপ্রিল শুক্রবার বিকেলে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা সহকারে গোটা ইউনিয়ন পরিদর্শন করেন। এ সময় বিভিন্ন বাজারে ভোটারদের সাথে মতবিনিময় করেন। সেই সাথে আগামী ২৮ তারিখে নির্বাচনে মোটরসাইকেল মার্কা প্রতীকে ভোট দিয়ে তাকে জয়যুক্ত করার জন্য আকুল আবেদন করেন।

এদিকে আনারস প্রতীক নিয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ সাদেক হোসেন গণসংযোগ চালিয়েছেন মকলেসপুর, জয়হার, ঢেলাপির বালা পুকুর সহ বিভিন্ন এলাকায়। এ সময় তিনি বেশ কয়েকটি পথসভায় অংশ নেন। এবং ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে নিজের প্রতি আনারস মার্কায় ভোট প্রার্থনা করেন।

বিরল উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ আবু সাঈম বলেন, আগামী ২৮ এপ্রিল বিরল উপজেলার তিনটি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে। ভোট সুষ্ঠু ভাবে গ্রহণের জন্য এরই মধ্যে আমরা সকল প্রস্তুতি গ্রহণ করেছি। থাকছে কঠোর নিরাপত্তা বলয়। প্রশাসনের পক্ষ তাৎক্ষণিকভাবে ব্যবস্থা গ্রহণের জন্য থাকছে নির্বাহী ম্যাজিস্ট্রেট। এছাড়া আইনশৃঙ্খলা বাহিনী তাৎক্ষণিক পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত থাকবে। ৫ নং বিরল ইউনিয়ন পরিষদে মোট ভোটার ১৯ হাজার ৬৩৭ জন, এর মধ্যে পুরুষ ভোটার ৯ হাজার ৯৪৮ জন এবং নারী ভোটার ৯ হাজার ৬৮৯ জন । ভোটগ্রহণ ষ্ঠিত হবে আগামী ২৮ এপ্রিল।

 

বাখ//আর