ঢাকা ০৪:২৯ অপরাহ্ন, শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

তাকসিমের পক্ষে ওয়াসার কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:২৭:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ জানুয়ারী ২০২৩
  • / ৪৪৪ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক : 

ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খানের পক্ষে মানববন্ধন করেছেন প্রতিষ্ঠানটির কর্মকর্তা-কর্মচারীরা। ঘণ্টাব্যাপী চলা এই মানববন্ধনে যুক্তরাষ্ট্রে তাকসিমের ১৪টি বিলাসবহুল বাড়ি নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানানো হয়।

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) সকালে রাজধানীর কাওরান বাজারে ঢাকা ওয়াসা ভবনের সামনে প্রতিষ্ঠানটির কর্মকর্তা-কর্মচারীরা এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তাকসিম এ খানের পক্ষে প্রতিষ্ঠানটির সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীরা প্রতিবাদ সমাবেশ করেছেন। তারা বলেন, তাকসিম এ খানের বিরুদ্ধে যে সংবাদ প্রকাশিত হয়েছে সেটি মিথ্যা ও বানোয়াট।

যুক্তরাষ্ট্রে তাকসিমের ১৪টি বাড়ি নিয়ে প্রকাশিত সংবাদকে কল্পনাপ্রসূত বলে অভিযোগ করেন তারা। এতে ওয়াসার ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও তারা উল্লেখ করেন।

এ সময় ওয়াসার ‌কর্মকর্তা ও কর্মচারীরা বলেন, সম্প্রতি ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী তাকসিম এ খানের বিরুদ্ধে প্রকাশিত নিউজ ছিল তার ব্যক্তিগত। কিন্তু ওয়াসাকে নিয়ে নেতিবাচক ও উদ্দেশ্যমূলক প্রতিবেদনের প্রতিবাদস্বরূপ ওয়াসার কর্মকর্তা-কর্মচারী হিসেবে আমরা দাঁড়িয়েছি প্রতিবাদ সমাবেশে।

এসব কর্মকাণ্ডের মাধ্যমে ঢাকা ওয়াসাকে ধ্বংসের লক্ষ্যে অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করে তারা বলেন, পানি-সংকট ঋণগ্রস্ত ও আর্থিক অনটনে জর্জরিত ঢাকা ওয়াসা তার নেতৃত্বে আজ স্বাবলম্বী ও টেকসই ঢাকা ওয়াসায় রূপান্তরিত হয়েছে। এর সবই সম্ভব হয়েছে প্রকৌশলী তাকসিম এ খান স্যারের নেতৃত্বের বদৌলতে। স্যার সৎ মানুষ। তার নাম জড়িয়ে কল্পিত গোয়েন্দা কাহিনির নাম ব্যবহার করা নীতি-নৈতিকতাবিবর্জিত। এ ধরনের প্রতিবেদন প্রকাশ করা থেকে বিরত থাকার জন্য ঢাকা ওয়াসার সব কর্মকর্তা-কর্মচারী গণমাধ্যমকে সবিনয়ে অনুরোধ করছে।

‘স্যার সৎ মানুষ, তার নেতৃত্বে ওয়াসা আজ স্বাবলম্বী-টেকসই হয়েছে’

প্রতিবাদ সমাবেশে যোগ দেওয়া ওয়াসার কর্মকর্তা মো. রফিকুল ইসলাম বলেন, আমাদের স্যারের বিরুদ্ধে মিথ্যা তথ্য দিয়ে সংবাদ পরিবেশন করা হয়েছে। এর প্রতিবাদে আমরা ওয়াসার কর্মকর্তা-কর্মচারীরা প্রতিবাদ সমাবেশ করছি। যুক্তরাষ্ট্রের মতো দেশে ১৪টা বাড়ি কেনা একজনের পক্ষে সম্ভব বলেন?

পুরান ঢাকার ওয়াসার এক নম্বর জোনের কর্মকর্তা জিয়া উদ্দিন বলেন, আমরা স্বেচ্ছায় প্রতিবাদ সমাবেশে এসেছি। পত্রিকায় মিথ্যা তথ্য দিয়ে সংবাদ প্রকাশ করা হয়েছে। স্যার সৎ মানুষ। উনি দুর্নীতি করতে পারেন না।

প্রসঙ্গত, এর আগে দেশের একটি জাতীয় দৈনিকে ‘ওয়াসার তাকসিমের যুক্তরাষ্ট্রে ১৪ বাড়ি!’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এর প্রেক্ষিতে হাইকোর্ট দুর্নীতি দমন কমিশনকে অভিযোগ তদন্তের আদেশ দেন। ঢাকা ওয়াসার এমডি তাকসিম খানের যুক্তরাষ্ট্রে ১৪ বাড়ির যে তথ্য সামনে এসেছে তা নিয়ে অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তিনি যুক্তরাষ্ট্রে দুর্নীতি করে বাড়ি করেছেন কিনা, সে বিষয়ে অনুসন্ধান করে ১৫ দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয় আদেশে।

২০০৯ সালে ঢাকা ওয়াসার এমডি হিসেবে নিয়োগ পান প্রকৌশলী তাকসিম এ খান। এরপর ধাপে ধাপে সময় বাড়িয়ে তিনি এখনও সেই পদে রয়েছেন। বারবার তার পুনর্নিয়োগের ক্ষেত্রে বিধি মানা হয়নি বলে অভিযোগ রয়েছে। প্রথম নিয়োগের পর থেকে মোট ছয়বার তার মেয়াদ বাড়ানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

তাকসিমের পক্ষে ওয়াসার কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন

আপডেট সময় : ১২:২৭:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ জানুয়ারী ২০২৩

নিজস্ব প্রতিবেদক : 

ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খানের পক্ষে মানববন্ধন করেছেন প্রতিষ্ঠানটির কর্মকর্তা-কর্মচারীরা। ঘণ্টাব্যাপী চলা এই মানববন্ধনে যুক্তরাষ্ট্রে তাকসিমের ১৪টি বিলাসবহুল বাড়ি নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানানো হয়।

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) সকালে রাজধানীর কাওরান বাজারে ঢাকা ওয়াসা ভবনের সামনে প্রতিষ্ঠানটির কর্মকর্তা-কর্মচারীরা এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তাকসিম এ খানের পক্ষে প্রতিষ্ঠানটির সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীরা প্রতিবাদ সমাবেশ করেছেন। তারা বলেন, তাকসিম এ খানের বিরুদ্ধে যে সংবাদ প্রকাশিত হয়েছে সেটি মিথ্যা ও বানোয়াট।

যুক্তরাষ্ট্রে তাকসিমের ১৪টি বাড়ি নিয়ে প্রকাশিত সংবাদকে কল্পনাপ্রসূত বলে অভিযোগ করেন তারা। এতে ওয়াসার ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও তারা উল্লেখ করেন।

এ সময় ওয়াসার ‌কর্মকর্তা ও কর্মচারীরা বলেন, সম্প্রতি ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী তাকসিম এ খানের বিরুদ্ধে প্রকাশিত নিউজ ছিল তার ব্যক্তিগত। কিন্তু ওয়াসাকে নিয়ে নেতিবাচক ও উদ্দেশ্যমূলক প্রতিবেদনের প্রতিবাদস্বরূপ ওয়াসার কর্মকর্তা-কর্মচারী হিসেবে আমরা দাঁড়িয়েছি প্রতিবাদ সমাবেশে।

এসব কর্মকাণ্ডের মাধ্যমে ঢাকা ওয়াসাকে ধ্বংসের লক্ষ্যে অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করে তারা বলেন, পানি-সংকট ঋণগ্রস্ত ও আর্থিক অনটনে জর্জরিত ঢাকা ওয়াসা তার নেতৃত্বে আজ স্বাবলম্বী ও টেকসই ঢাকা ওয়াসায় রূপান্তরিত হয়েছে। এর সবই সম্ভব হয়েছে প্রকৌশলী তাকসিম এ খান স্যারের নেতৃত্বের বদৌলতে। স্যার সৎ মানুষ। তার নাম জড়িয়ে কল্পিত গোয়েন্দা কাহিনির নাম ব্যবহার করা নীতি-নৈতিকতাবিবর্জিত। এ ধরনের প্রতিবেদন প্রকাশ করা থেকে বিরত থাকার জন্য ঢাকা ওয়াসার সব কর্মকর্তা-কর্মচারী গণমাধ্যমকে সবিনয়ে অনুরোধ করছে।

‘স্যার সৎ মানুষ, তার নেতৃত্বে ওয়াসা আজ স্বাবলম্বী-টেকসই হয়েছে’

প্রতিবাদ সমাবেশে যোগ দেওয়া ওয়াসার কর্মকর্তা মো. রফিকুল ইসলাম বলেন, আমাদের স্যারের বিরুদ্ধে মিথ্যা তথ্য দিয়ে সংবাদ পরিবেশন করা হয়েছে। এর প্রতিবাদে আমরা ওয়াসার কর্মকর্তা-কর্মচারীরা প্রতিবাদ সমাবেশ করছি। যুক্তরাষ্ট্রের মতো দেশে ১৪টা বাড়ি কেনা একজনের পক্ষে সম্ভব বলেন?

পুরান ঢাকার ওয়াসার এক নম্বর জোনের কর্মকর্তা জিয়া উদ্দিন বলেন, আমরা স্বেচ্ছায় প্রতিবাদ সমাবেশে এসেছি। পত্রিকায় মিথ্যা তথ্য দিয়ে সংবাদ প্রকাশ করা হয়েছে। স্যার সৎ মানুষ। উনি দুর্নীতি করতে পারেন না।

প্রসঙ্গত, এর আগে দেশের একটি জাতীয় দৈনিকে ‘ওয়াসার তাকসিমের যুক্তরাষ্ট্রে ১৪ বাড়ি!’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এর প্রেক্ষিতে হাইকোর্ট দুর্নীতি দমন কমিশনকে অভিযোগ তদন্তের আদেশ দেন। ঢাকা ওয়াসার এমডি তাকসিম খানের যুক্তরাষ্ট্রে ১৪ বাড়ির যে তথ্য সামনে এসেছে তা নিয়ে অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তিনি যুক্তরাষ্ট্রে দুর্নীতি করে বাড়ি করেছেন কিনা, সে বিষয়ে অনুসন্ধান করে ১৫ দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয় আদেশে।

২০০৯ সালে ঢাকা ওয়াসার এমডি হিসেবে নিয়োগ পান প্রকৌশলী তাকসিম এ খান। এরপর ধাপে ধাপে সময় বাড়িয়ে তিনি এখনও সেই পদে রয়েছেন। বারবার তার পুনর্নিয়োগের ক্ষেত্রে বিধি মানা হয়নি বলে অভিযোগ রয়েছে। প্রথম নিয়োগের পর থেকে মোট ছয়বার তার মেয়াদ বাড়ানো হয়েছে।