ঢাকা ০৯:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

ক্যালিফোর্নিয়ায় গুলিতে ছয় মাসের শিশুসহ নিহত ৬

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:০৮:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জানুয়ারী ২০২৩
  • / ৪৫৯ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আন্তর্জাতিক ডেস্ক : 

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় এক বাড়িতে গুলিতে ছয় মাসের একটি শিশু, ১৭ বছর বয়সী এক মাসহ ছয়জন নিহত হয়েছেন।

সোমবার (১৬ জানুয়ারি) স্থানীয় সময় ভোরে অঙ্গরাজ্যটির গোশেন শহরে এ ঘটনা ঘটে।

কর্তৃপক্ষ একে পরিকল্পিত হামলা ও ‘ভয়াবহ হত্যাকাণ্ড’ বলে বর্ণনা করেছে, জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ট্ল্যুারি কাউন্টির শেরিফ মাইক বুড্র সোমবার সাংবাদিকদের জানান, হার্ভেস্ট রোডের ৬৮০০ ব্লকে ছয়জনকে গুলি করে মারা হয়েছে। এ ঘটনায় অন্তত দুই সন্দেহভাজন জড়িত ছিল এবং তারা ধরা পড়েনি বলে জানিয়েছেন তিনি।

বুড্র বলেন, আমরা আরও বিশ্বাস করি, এটি হঠাৎ করে ঘটা কোনো সহিংসতা নয়। আমাদের বিশ্বাস, পরিবারটিই হামলার লক্ষ্য ছিল। আমাদের ধারণা এ ঘটনায় একটি অপরাধী চক্র জড়িত আছে, সেই সঙ্গে সম্ভাব্য মাদক তদন্ত।

শেরিফ দপ্তর গত সপ্তাহে এই বাড়িতে মাদকের খোঁজে তল্লাশি চালিয়েছিল বলে জানান এই কর্মকর্তা। সোমবার (১৬ জানুয়ারি) ভোরে বেশ কয়েকটি গুলির শব্দ শোনার পর কর্তৃপক্ষ ঘটনাস্থলে হাজির হয়ে নিহতদের দেখতে পায়। তখনও একজন জীবিত ছিল, হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন বলে জানান বুড্র।

তবে তাৎক্ষণিকভাবে তিনি আর বিস্তারিত কিছু জানাননি। শুধু বলেছেন, আমার কাছে আরও কিছু তথ্য আছে, কিন্তু এই পয়েন্টে আলোচনা করার স্বাধীনতা আমার নেই। আমাদের কাছে সম্ভাব্য যে তথ্য আছে আশা করি তা সম্ভাব্য সন্দেহভাজনদের কাছে নিয়ে যাবে। সূত্র : রয়টার্স।

নিউজটি শেয়ার করুন

ক্যালিফোর্নিয়ায় গুলিতে ছয় মাসের শিশুসহ নিহত ৬

আপডেট সময় : ১০:০৮:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জানুয়ারী ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক : 

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় এক বাড়িতে গুলিতে ছয় মাসের একটি শিশু, ১৭ বছর বয়সী এক মাসহ ছয়জন নিহত হয়েছেন।

সোমবার (১৬ জানুয়ারি) স্থানীয় সময় ভোরে অঙ্গরাজ্যটির গোশেন শহরে এ ঘটনা ঘটে।

কর্তৃপক্ষ একে পরিকল্পিত হামলা ও ‘ভয়াবহ হত্যাকাণ্ড’ বলে বর্ণনা করেছে, জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ট্ল্যুারি কাউন্টির শেরিফ মাইক বুড্র সোমবার সাংবাদিকদের জানান, হার্ভেস্ট রোডের ৬৮০০ ব্লকে ছয়জনকে গুলি করে মারা হয়েছে। এ ঘটনায় অন্তত দুই সন্দেহভাজন জড়িত ছিল এবং তারা ধরা পড়েনি বলে জানিয়েছেন তিনি।

বুড্র বলেন, আমরা আরও বিশ্বাস করি, এটি হঠাৎ করে ঘটা কোনো সহিংসতা নয়। আমাদের বিশ্বাস, পরিবারটিই হামলার লক্ষ্য ছিল। আমাদের ধারণা এ ঘটনায় একটি অপরাধী চক্র জড়িত আছে, সেই সঙ্গে সম্ভাব্য মাদক তদন্ত।

শেরিফ দপ্তর গত সপ্তাহে এই বাড়িতে মাদকের খোঁজে তল্লাশি চালিয়েছিল বলে জানান এই কর্মকর্তা। সোমবার (১৬ জানুয়ারি) ভোরে বেশ কয়েকটি গুলির শব্দ শোনার পর কর্তৃপক্ষ ঘটনাস্থলে হাজির হয়ে নিহতদের দেখতে পায়। তখনও একজন জীবিত ছিল, হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন বলে জানান বুড্র।

তবে তাৎক্ষণিকভাবে তিনি আর বিস্তারিত কিছু জানাননি। শুধু বলেছেন, আমার কাছে আরও কিছু তথ্য আছে, কিন্তু এই পয়েন্টে আলোচনা করার স্বাধীনতা আমার নেই। আমাদের কাছে সম্ভাব্য যে তথ্য আছে আশা করি তা সম্ভাব্য সন্দেহভাজনদের কাছে নিয়ে যাবে। সূত্র : রয়টার্স।