ঢাকা ১০:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

ইমতিয়াজ দিপুর নতুন গান “কাফন সাজে”

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:০৫:২৬ অপরাহ্ন, সোমবার, ২৮ নভেম্বর ২০২২
  • / ৪৮৩ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক :

ফেনীর তরুণ সংগীতশিল্পী ইমতিয়াজ দিপু,
ছোটবেলা থেকে তার গানের প্রতি প্রবল আগ্রহ। সেই আগ্রহকে নিরলস সংগীত সাধনার মাধ্যমে নিজেকে ধীরে ধীরে তৈরী করছেন।এই তরুণ শিল্পীর “কাফন সাজে” শিরোনামে নতুন একটা গান।

গানটি লিখেছেন আব্রিন সৌরভ ও সুর করেছেন জয় ইসলাম।গানটিতে মিউজিক করেছেন সময়ের জনপ্রিয় সংগীত পরিচালক জামিউল হাসান।গানটির সকল ব্যবস্থাপনায় ছিলেন কার্জন রায়।

গানটি সম্পর্কে ইমতিয়াজ দিপু বলেন,গানটি লেখা ও সুর আমার কাছে খুব ভালো লাগছে। এবং খুব যত্ন সহ কারে রেকর্ড করছি।আমার যতটুকু আশা গানটি সবার ভালো লাগবে।

গানটির বিষয়ে গানটির গীতিকার আব্রিন সৌরভ বলেন,প্রতিটি মানুষের পিছে একটা করে কাহিনি থাকে এবং আমি ঐ কাহিনি থেকে গানটি লিখিছি এবং নতুন শিল্পী ইমতিয়াজ দিপু আমার লেখা গান’টি খুব ভালোভাবেই গাইছে।

গানটির সুরকার জয় ইসলাম বলেন,গানটিতে এমনভাবে সুর করেছি যেন নতুন গায়ক (ইমতিয়াজ দিপু) ভালো ভাবে গাইতে পারে। আমার আশা গানটি দিয়ে মানুষ এর কাছে পরিচিত লাভ করবেন।পাশাপাশি গানটির সংগীত পরিচালক জামিউল হাসান জানান নতুন শিল্পী হিসেবে ইমতিয়াজ দিপ খুব ভালো গেয়েছে।আশা করি সামনে থেকে আরো ভালো গাইবে।

গানটির ব্যবস্থাপক কার্জন রায় বলেন, ইমতিয়াজ দিপু যখন গান রেকর্ড করতে আসে আমার কাছে প্রথম তাকে গানটা ভালো ভাবে চর্চা করায় এবং নতুন গায়ক হিসেবে খুবই সুন্দর ভাবে গান গাইতে পারে।আমার আশা গানটি সবার কাছে ভালো লাগবে।

বা/খ:জই

নিউজটি শেয়ার করুন

ইমতিয়াজ দিপুর নতুন গান “কাফন সাজে”

আপডেট সময় : ০৫:০৫:২৬ অপরাহ্ন, সোমবার, ২৮ নভেম্বর ২০২২

নিজস্ব প্রতিবেদক :

ফেনীর তরুণ সংগীতশিল্পী ইমতিয়াজ দিপু,
ছোটবেলা থেকে তার গানের প্রতি প্রবল আগ্রহ। সেই আগ্রহকে নিরলস সংগীত সাধনার মাধ্যমে নিজেকে ধীরে ধীরে তৈরী করছেন।এই তরুণ শিল্পীর “কাফন সাজে” শিরোনামে নতুন একটা গান।

গানটি লিখেছেন আব্রিন সৌরভ ও সুর করেছেন জয় ইসলাম।গানটিতে মিউজিক করেছেন সময়ের জনপ্রিয় সংগীত পরিচালক জামিউল হাসান।গানটির সকল ব্যবস্থাপনায় ছিলেন কার্জন রায়।

গানটি সম্পর্কে ইমতিয়াজ দিপু বলেন,গানটি লেখা ও সুর আমার কাছে খুব ভালো লাগছে। এবং খুব যত্ন সহ কারে রেকর্ড করছি।আমার যতটুকু আশা গানটি সবার ভালো লাগবে।

গানটির বিষয়ে গানটির গীতিকার আব্রিন সৌরভ বলেন,প্রতিটি মানুষের পিছে একটা করে কাহিনি থাকে এবং আমি ঐ কাহিনি থেকে গানটি লিখিছি এবং নতুন শিল্পী ইমতিয়াজ দিপু আমার লেখা গান’টি খুব ভালোভাবেই গাইছে।

গানটির সুরকার জয় ইসলাম বলেন,গানটিতে এমনভাবে সুর করেছি যেন নতুন গায়ক (ইমতিয়াজ দিপু) ভালো ভাবে গাইতে পারে। আমার আশা গানটি দিয়ে মানুষ এর কাছে পরিচিত লাভ করবেন।পাশাপাশি গানটির সংগীত পরিচালক জামিউল হাসান জানান নতুন শিল্পী হিসেবে ইমতিয়াজ দিপ খুব ভালো গেয়েছে।আশা করি সামনে থেকে আরো ভালো গাইবে।

গানটির ব্যবস্থাপক কার্জন রায় বলেন, ইমতিয়াজ দিপু যখন গান রেকর্ড করতে আসে আমার কাছে প্রথম তাকে গানটা ভালো ভাবে চর্চা করায় এবং নতুন গায়ক হিসেবে খুবই সুন্দর ভাবে গান গাইতে পারে।আমার আশা গানটি সবার কাছে ভালো লাগবে।

বা/খ:জই