ঢাকা ০৯:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

আ.লীগ কখনো স্বাধীনতার পক্ষের শক্তি হতে পারে না : মঈন খান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:০৬:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ মার্চ ২০২৩
  • / ৪৬৬ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক : 

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেন, আওয়ামী লীগ মুখে বলে তারা গণতন্ত্রের পক্ষের শক্তি, তারা কাজে কী করে একদলীয় বাকশালী শাসন। তারা মানুষকে কথা বলতে দেয় না। তাহলে কীভাবে তারা স্বাধীনতার পক্ষের শক্তি হলো। পথেঘাটে সব স্থানে বলে যাব আওয়ামী লীগ কখনো স্বাধীনতার পক্ষের শক্তি হতে পারে না।

বৃহস্পতিবার (২ মার্চ) বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কার্যালয়ে ঢাকা বিভাগের বিএনপি সমর্থিত সাবেক ও বর্তমান ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।

মঈন খান বলেন, ২৫ মার্চ কালরাতে যখন হায়েনার মত পাকিস্তানি বাহিনী ঝাঁপিয়ে পড়েছিল তখন আওয়ামী লীগের কী ভূমিকা ছিল। তাদের ভূমিকা ছিল পলায়ন রাজনৈতিক দলের ভূমিকা। তারা পালিয়ে গিয়েছিল। তারা কাপুরুষের মতো অন্য জায়গায় আশ্রয় নিয়েছিল। আর জিয়াউর রহমান কী করেছিলেন স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। তিনি পাকিস্তানিদের ভয় পাননি। এ কথাগুলো নতুন প্রজন্মকে জানাতে হবে। কিন্তু আজকে সরকার স্কুলে মিথ্যা ইতিহাস লিখে পাঠদান করার চেষ্টা করছে। সেটা নতুন প্রজন্মকে জানাতে হবে, প্রতিহত করতে হবে। আজকে সরকার মিথ্যা ইতিহাস প্রকাশ করে বিভ্রান্ত করার চেষ্টা করছে। সত্যিকারের ইতিহাস আমাদেরকে তুলে ধরতে হবে।

সত্যিকারের ইতিহাস নতুন প্রজন্মকে জানাতে হবে উল্লেখ করে মঈন খান বলেন, জনপ্রতিনিধি হিসেবে সেই দায়িত্ব আপনারা সচেতনভাবে পালন করবেন। আর আজকে বিএনপির যে চলমান আন্দোলন চলছে, তাতে সফলতা লাভ করবো।

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, আমরা যে আন্দোলন করছি, এই আন্দোলনে ইনশাল্লাহ আমরা সফলতা অর্জন করব। আমরা এই সরকারের অবসান ঘটিয়ে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে পারব।

সভায় উপস্থিত স্থানীয় সাবেক ও বর্তমান জনপ্রতিনিধিদের উদ্দেশ্যে সাবেক এই মন্ত্রী বলেন, চলমান আন্দোলন নিয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মতামত দিবেন, কীভাবে সফল হওয়া যায়। আর আপনারা মতামত দিবেন কীভাবে দেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে পারবো।

বিএনপির এই নেতা বলেন, জিয়াউর রহমান শুধু জীবন বাজি রেখে যুদ্ধে যান নাই, তিনি বেগম খালেদা জিয়া, তারেক রহমান এবং কোকো সাহেবের জীবনের ঝুঁকি নিয়ে যুদ্ধে গিয়েছিলেন। তিনি সম্মুখ শ্রেণিতে যুদ্ধ করেছিলেন। তিনি শৃঙ্খলার সঙ্গে রাজনীতি করেছেন। জিয়াউর রহমান রাজনীতিতে যে শৃঙ্খলা এনেছিলেন তা খুবই বিরল।

মতবিনিময় সভায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আরও উপস্থিত ছিলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান, এডভোকেট আহমেদ আজম খান, চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ ও সহ-সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটু। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিএনপির সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু।

মতবিনিময় সভায় ঢাকা বিভাগের সাবেক ও বর্তমান ২১৫ চেয়ারম্যান উপস্থিত ছিলেন। এছাড়াও জেলা বিএনপি সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন।

 

নিউজটি শেয়ার করুন

আ.লীগ কখনো স্বাধীনতার পক্ষের শক্তি হতে পারে না : মঈন খান

আপডেট সময় : ০৬:০৬:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ মার্চ ২০২৩

নিজস্ব প্রতিবেদক : 

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেন, আওয়ামী লীগ মুখে বলে তারা গণতন্ত্রের পক্ষের শক্তি, তারা কাজে কী করে একদলীয় বাকশালী শাসন। তারা মানুষকে কথা বলতে দেয় না। তাহলে কীভাবে তারা স্বাধীনতার পক্ষের শক্তি হলো। পথেঘাটে সব স্থানে বলে যাব আওয়ামী লীগ কখনো স্বাধীনতার পক্ষের শক্তি হতে পারে না।

বৃহস্পতিবার (২ মার্চ) বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কার্যালয়ে ঢাকা বিভাগের বিএনপি সমর্থিত সাবেক ও বর্তমান ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।

মঈন খান বলেন, ২৫ মার্চ কালরাতে যখন হায়েনার মত পাকিস্তানি বাহিনী ঝাঁপিয়ে পড়েছিল তখন আওয়ামী লীগের কী ভূমিকা ছিল। তাদের ভূমিকা ছিল পলায়ন রাজনৈতিক দলের ভূমিকা। তারা পালিয়ে গিয়েছিল। তারা কাপুরুষের মতো অন্য জায়গায় আশ্রয় নিয়েছিল। আর জিয়াউর রহমান কী করেছিলেন স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। তিনি পাকিস্তানিদের ভয় পাননি। এ কথাগুলো নতুন প্রজন্মকে জানাতে হবে। কিন্তু আজকে সরকার স্কুলে মিথ্যা ইতিহাস লিখে পাঠদান করার চেষ্টা করছে। সেটা নতুন প্রজন্মকে জানাতে হবে, প্রতিহত করতে হবে। আজকে সরকার মিথ্যা ইতিহাস প্রকাশ করে বিভ্রান্ত করার চেষ্টা করছে। সত্যিকারের ইতিহাস আমাদেরকে তুলে ধরতে হবে।

সত্যিকারের ইতিহাস নতুন প্রজন্মকে জানাতে হবে উল্লেখ করে মঈন খান বলেন, জনপ্রতিনিধি হিসেবে সেই দায়িত্ব আপনারা সচেতনভাবে পালন করবেন। আর আজকে বিএনপির যে চলমান আন্দোলন চলছে, তাতে সফলতা লাভ করবো।

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, আমরা যে আন্দোলন করছি, এই আন্দোলনে ইনশাল্লাহ আমরা সফলতা অর্জন করব। আমরা এই সরকারের অবসান ঘটিয়ে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে পারব।

সভায় উপস্থিত স্থানীয় সাবেক ও বর্তমান জনপ্রতিনিধিদের উদ্দেশ্যে সাবেক এই মন্ত্রী বলেন, চলমান আন্দোলন নিয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মতামত দিবেন, কীভাবে সফল হওয়া যায়। আর আপনারা মতামত দিবেন কীভাবে দেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে পারবো।

বিএনপির এই নেতা বলেন, জিয়াউর রহমান শুধু জীবন বাজি রেখে যুদ্ধে যান নাই, তিনি বেগম খালেদা জিয়া, তারেক রহমান এবং কোকো সাহেবের জীবনের ঝুঁকি নিয়ে যুদ্ধে গিয়েছিলেন। তিনি সম্মুখ শ্রেণিতে যুদ্ধ করেছিলেন। তিনি শৃঙ্খলার সঙ্গে রাজনীতি করেছেন। জিয়াউর রহমান রাজনীতিতে যে শৃঙ্খলা এনেছিলেন তা খুবই বিরল।

মতবিনিময় সভায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আরও উপস্থিত ছিলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান, এডভোকেট আহমেদ আজম খান, চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ ও সহ-সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটু। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিএনপির সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু।

মতবিনিময় সভায় ঢাকা বিভাগের সাবেক ও বর্তমান ২১৫ চেয়ারম্যান উপস্থিত ছিলেন। এছাড়াও জেলা বিএনপি সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন।