ঢাকা ১২:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

আল্লাহ আমাকে নতুন জীবন দিয়েছেন : ইমরান খান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৪৬:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ নভেম্বর ২০২২
  • / ৪৫৯ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আন্তর্জাতিক ডেস্ক : 

আল্লাহ আমাকে নতুন জীবন দিয়েছেন, আবার লড়াইয়ে ফিরব বলে মন্তব্য করেন ইমরান খান।

পাঞ্জাবের ওয়াজিরাবাদে নির্বাচনের দাবিতে একটি খোলা ছাদের গাড়িতে করে বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেয়ার সময় গুলিবিদ্ধ হন পাকিস্তানের সাবেক এই প্রধানমন্ত্রী। পরে হাসপাতালে নেয়া হলে সেখানেই এমন মন্তব্য করেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যম নিউজরুম পোস্টের একটি প্রতিবেদন বলছে, বৃহস্পতিবার (৩ অক্টোবর) পাঞ্জাবের ওয়াজিরাবাদে নির্বাচনের দাবিতে একটি খোলা ছাদের গাড়িতে করে বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দিচ্ছিলেন ইমরান খান। এ সময় হঠাৎই তাকে উদ্দেশ্য করে গুলি ছোড়া হয়। গুলিটি তার পায়ে এসে বিদ্ধ হয় বলে একাধিক স্থানীয় সংবাদ মাধ্যম নিশ্চিত করেছে। এরপরই ইমরান খানকে একটি বুলেটপ্রুফ গাড়িতে করে হাসপাতালে ভর্তি করা হয়।

প্রসঙ্গত, শুক্রবার (৪ নভেম্বর) লাহোর থেকে ইসলামাবাদ পর্যন্ত লং মার্চের ডাক দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। দলের সব নেতা, কর্মী ও সমর্থককে লাহোরে সমবেত হওয়ার আহ্বান জানিয়েছিলেন ইমরান খান। সেখান থেকে সবাই মিলে প্রায় ৪০০ কিলোমিটার হেঁটে ইসলামাবাদে যাওয়ার পরিকল্পনা ছিল। তার আগে ওয়াজিরাবাদে দলীয় সমর্থকদের সমাবেশে যোগ দিয়েছিলেন ইমরান। সেখানেই গুলি চালানোর ঘটনা ঘটে। ইমরানের সমর্থকদের দাবি, তাকে হত্যা করার উদ্দেশ্যেই গুলি ছোড়া হয়েছিল।

নিউজটি শেয়ার করুন

আল্লাহ আমাকে নতুন জীবন দিয়েছেন : ইমরান খান

আপডেট সময় : ০৭:৪৬:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ নভেম্বর ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : 

আল্লাহ আমাকে নতুন জীবন দিয়েছেন, আবার লড়াইয়ে ফিরব বলে মন্তব্য করেন ইমরান খান।

পাঞ্জাবের ওয়াজিরাবাদে নির্বাচনের দাবিতে একটি খোলা ছাদের গাড়িতে করে বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেয়ার সময় গুলিবিদ্ধ হন পাকিস্তানের সাবেক এই প্রধানমন্ত্রী। পরে হাসপাতালে নেয়া হলে সেখানেই এমন মন্তব্য করেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যম নিউজরুম পোস্টের একটি প্রতিবেদন বলছে, বৃহস্পতিবার (৩ অক্টোবর) পাঞ্জাবের ওয়াজিরাবাদে নির্বাচনের দাবিতে একটি খোলা ছাদের গাড়িতে করে বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দিচ্ছিলেন ইমরান খান। এ সময় হঠাৎই তাকে উদ্দেশ্য করে গুলি ছোড়া হয়। গুলিটি তার পায়ে এসে বিদ্ধ হয় বলে একাধিক স্থানীয় সংবাদ মাধ্যম নিশ্চিত করেছে। এরপরই ইমরান খানকে একটি বুলেটপ্রুফ গাড়িতে করে হাসপাতালে ভর্তি করা হয়।

প্রসঙ্গত, শুক্রবার (৪ নভেম্বর) লাহোর থেকে ইসলামাবাদ পর্যন্ত লং মার্চের ডাক দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। দলের সব নেতা, কর্মী ও সমর্থককে লাহোরে সমবেত হওয়ার আহ্বান জানিয়েছিলেন ইমরান খান। সেখান থেকে সবাই মিলে প্রায় ৪০০ কিলোমিটার হেঁটে ইসলামাবাদে যাওয়ার পরিকল্পনা ছিল। তার আগে ওয়াজিরাবাদে দলীয় সমর্থকদের সমাবেশে যোগ দিয়েছিলেন ইমরান। সেখানেই গুলি চালানোর ঘটনা ঘটে। ইমরানের সমর্থকদের দাবি, তাকে হত্যা করার উদ্দেশ্যেই গুলি ছোড়া হয়েছিল।