ঢাকা ১০:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

আরব ভূখণ্ডকে আর সংঘাতপূর্ণ অঞ্চলে পরিণত হতে দেব না: প্রিন্স সালমান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৫৪:০৬ অপরাহ্ন, শনিবার, ২০ মে ২০২৩
  • / ৪৩৩ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মাদ বিন সালমান বলেছেন, আরব ভুখণ্ডকে আর সংঘাতপূর্ণ অঞ্চলে পরিণত হতে দেব না। আরব লীগের ৩২তম সম্মেলনের উদ্বোধনকালে সালমান বলেন, পূর্ব-পশ্চিমের বন্ধু দেশগুলোকে আশ্বস্ত করে বলতে চাই আমরা শান্তির দিকে অগ্রসর হচ্ছি। আমাদের অঞ্চলকে সংঘাতময় করার অনুমোদন দেওয়া হবে না। খবর সৌদি গেজেটের।

মোহাম্মাদ বিন সালমান বলেন, বিভিন্ন ধরনের সংঘাতে আরব অঞ্চল জর্জরিত। যা আমাদের জন্য যথেষ্ট হয়েছে। সংঘাতের কারণে এ অঞ্চলের মানুষ ভুক্তভোগী, উন্নয়ন বাধাগ্রস্ত।

আরব বিশ্বের সম্ভাবনার কথা তুলে ধরে তিনি বলেন, আরব রাষ্ট্রগুলোর পর্যাপ্ত সাংস্কৃতিক সক্ষমতা ও প্রাকৃতিক সম্পদ রয়েছে।

আরব লীগে আবারও সিরিয়ার ফেরাকে স্বাগত জানিয়েছেন সৌদির প্রিন্স। এর ফলে সিরিয়ার সংকট কাটবে বলেও আশা করেন তিনি।

সৌদি প্রিন্স বলেন, ফিলিস্তিনের ইস্যু সব সময়ই আরব রাষ্ট্রগুলোর জন্য গুরুত্বপূর্ণ ছিল এবং এখনো রয়েছে। এর আগে বৃহস্পতিবার (১৮ মে) আরব লীগের সম্মেলনে যোগ দিতে সৌদির বন্দর নগরী জেদ্দায় পৌঁছান বাশার আল আসাদ।

দীর্ঘ ১২ বছর পর বাশার আল আসাদ আরব লীগে যোগ দেওয়ার সুযোগ পেয়েছেন। এছাড়া আরব লীগে যোগা দেওয়ার জন্য ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লদিমির জেলেনস্কিকেও আমন্ত্রণ জানানো হয়। জেলেনিস্কও আরব লীগে যোগ দিতে গতকাল শুক্রবার সৌদি সফর করেন।

নিউজটি শেয়ার করুন

আরব ভূখণ্ডকে আর সংঘাতপূর্ণ অঞ্চলে পরিণত হতে দেব না: প্রিন্স সালমান

আপডেট সময় : ১০:৫৪:০৬ অপরাহ্ন, শনিবার, ২০ মে ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মাদ বিন সালমান বলেছেন, আরব ভুখণ্ডকে আর সংঘাতপূর্ণ অঞ্চলে পরিণত হতে দেব না। আরব লীগের ৩২তম সম্মেলনের উদ্বোধনকালে সালমান বলেন, পূর্ব-পশ্চিমের বন্ধু দেশগুলোকে আশ্বস্ত করে বলতে চাই আমরা শান্তির দিকে অগ্রসর হচ্ছি। আমাদের অঞ্চলকে সংঘাতময় করার অনুমোদন দেওয়া হবে না। খবর সৌদি গেজেটের।

মোহাম্মাদ বিন সালমান বলেন, বিভিন্ন ধরনের সংঘাতে আরব অঞ্চল জর্জরিত। যা আমাদের জন্য যথেষ্ট হয়েছে। সংঘাতের কারণে এ অঞ্চলের মানুষ ভুক্তভোগী, উন্নয়ন বাধাগ্রস্ত।

আরব বিশ্বের সম্ভাবনার কথা তুলে ধরে তিনি বলেন, আরব রাষ্ট্রগুলোর পর্যাপ্ত সাংস্কৃতিক সক্ষমতা ও প্রাকৃতিক সম্পদ রয়েছে।

আরব লীগে আবারও সিরিয়ার ফেরাকে স্বাগত জানিয়েছেন সৌদির প্রিন্স। এর ফলে সিরিয়ার সংকট কাটবে বলেও আশা করেন তিনি।

সৌদি প্রিন্স বলেন, ফিলিস্তিনের ইস্যু সব সময়ই আরব রাষ্ট্রগুলোর জন্য গুরুত্বপূর্ণ ছিল এবং এখনো রয়েছে। এর আগে বৃহস্পতিবার (১৮ মে) আরব লীগের সম্মেলনে যোগ দিতে সৌদির বন্দর নগরী জেদ্দায় পৌঁছান বাশার আল আসাদ।

দীর্ঘ ১২ বছর পর বাশার আল আসাদ আরব লীগে যোগ দেওয়ার সুযোগ পেয়েছেন। এছাড়া আরব লীগে যোগা দেওয়ার জন্য ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লদিমির জেলেনস্কিকেও আমন্ত্রণ জানানো হয়। জেলেনিস্কও আরব লীগে যোগ দিতে গতকাল শুক্রবার সৌদি সফর করেন।