ঢাকা ১০:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

আন্তর্জাতিক বাজারে প্রথম স্বর্ণের পতন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:২১:৫৫ অপরাহ্ন, বুধবার, ৩১ মে ২০২৩
  • / ৪৪৫ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আন্তর্জাতিক ডেস্ক: আন্তর্জাতিক বাজারে গোটা মে স্বর্ণের দাম নিম্নমুখী রয়েছে। এ নিয়ে গত ৩ মাসের মধ্যে প্রথম কোনো মাসে গুরুত্বপূর্ণ ধাতুটির পতন ঘটলো। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে।

এতে বলা হয়, যুক্তরাষ্ট্রের ঋণ সীমা চুক্তির অগ্রগতি হয়েছে। ফলে প্রত্যাশা করা হচ্ছে, সুদের হার বাড়িয়ে যেতে পারে দেশটির কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ (ফেড)। এ প্রেক্ষাপটে ডলার শক্তিশালী হয়েছে। তাতে নিরাপদ আশ্রয় হিসেবে বুলিয়নের আকর্ষণ কমেছে।

জাতীয় ঋণ সীমা ৩১ দশমিক ৪ ট্রিলিয়ন ডলার বাড়াতে সম্মত হয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন এবং হাউস স্পিকার কেভিন ম্যাককার্থি। ইতোমধ্যে এ নিয়ে প্রাথমিক চুক্তি হয়েছে।

মার্কিন কংগ্রেসে এখন সেটি আইন পাসের অপেক্ষায় রয়েছে। আশা করা হচ্ছে, ভোটাভুটিতে তা হয়ে যাবে। এতে বুধবার (৩১ মে) স্পট মার্কেটে স্বর্ণের দাম অপরিবর্তিত রয়েছে। প্রতি আউন্সের দর স্থির হয়েছে ১৯৫৯ ডলার ৬৪ সেন্টে। সবমিলিয়ে চলতি মাসে এখন পর্যন্ত মূল্যবান ধাতুটির মূল্য হ্রাস পেয়েছে ১ দশমিক ৫ শতাংশ। বিগত ৩ মাসের মধ্যে যা প্রথম।

অন্যদিকে, ফিউচার মার্কেটে স্বর্ণের দাম স্থিতিশীল হয়েছে। আউন্সপ্রতি দর নিষ্পত্তি হয়েছে ১৯৫৯ ডলার ৩০ সেন্টে।

আইজির বাজার বিশ্লেষক ইয়েপ জুন রঙ বলেন, ট্রেজারি ইল্ড রাতারাতি হ্রাস পেয়েছে। ফলে স্বর্ণের দাম ১৯৪০ ডলারের মধ্যে আটকে আছে। অন্যথায় আরও কমতে পারতো।

নিউজটি শেয়ার করুন

আন্তর্জাতিক বাজারে প্রথম স্বর্ণের পতন

আপডেট সময় : ০২:২১:৫৫ অপরাহ্ন, বুধবার, ৩১ মে ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক: আন্তর্জাতিক বাজারে গোটা মে স্বর্ণের দাম নিম্নমুখী রয়েছে। এ নিয়ে গত ৩ মাসের মধ্যে প্রথম কোনো মাসে গুরুত্বপূর্ণ ধাতুটির পতন ঘটলো। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে।

এতে বলা হয়, যুক্তরাষ্ট্রের ঋণ সীমা চুক্তির অগ্রগতি হয়েছে। ফলে প্রত্যাশা করা হচ্ছে, সুদের হার বাড়িয়ে যেতে পারে দেশটির কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ (ফেড)। এ প্রেক্ষাপটে ডলার শক্তিশালী হয়েছে। তাতে নিরাপদ আশ্রয় হিসেবে বুলিয়নের আকর্ষণ কমেছে।

জাতীয় ঋণ সীমা ৩১ দশমিক ৪ ট্রিলিয়ন ডলার বাড়াতে সম্মত হয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন এবং হাউস স্পিকার কেভিন ম্যাককার্থি। ইতোমধ্যে এ নিয়ে প্রাথমিক চুক্তি হয়েছে।

মার্কিন কংগ্রেসে এখন সেটি আইন পাসের অপেক্ষায় রয়েছে। আশা করা হচ্ছে, ভোটাভুটিতে তা হয়ে যাবে। এতে বুধবার (৩১ মে) স্পট মার্কেটে স্বর্ণের দাম অপরিবর্তিত রয়েছে। প্রতি আউন্সের দর স্থির হয়েছে ১৯৫৯ ডলার ৬৪ সেন্টে। সবমিলিয়ে চলতি মাসে এখন পর্যন্ত মূল্যবান ধাতুটির মূল্য হ্রাস পেয়েছে ১ দশমিক ৫ শতাংশ। বিগত ৩ মাসের মধ্যে যা প্রথম।

অন্যদিকে, ফিউচার মার্কেটে স্বর্ণের দাম স্থিতিশীল হয়েছে। আউন্সপ্রতি দর নিষ্পত্তি হয়েছে ১৯৫৯ ডলার ৩০ সেন্টে।

আইজির বাজার বিশ্লেষক ইয়েপ জুন রঙ বলেন, ট্রেজারি ইল্ড রাতারাতি হ্রাস পেয়েছে। ফলে স্বর্ণের দাম ১৯৪০ ডলারের মধ্যে আটকে আছে। অন্যথায় আরও কমতে পারতো।