ঢাকা ১১:২১ পূর্বাহ্ন, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

‘অপশক্তি আবার দেশকে অস্থিতিশীল করতে চাইছে’

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৫৭:৫১ অপরাহ্ন, রবিবার, ২১ মে ২০২৩
  • / ৪৪১ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আবারও দেশকে অস্থিতিশীল করে নির্বাচন বানচাল করতে চাইছে একটি অপশক্তি। নির্বাচনে বাধা আসলে জনগণকে সাথে নিয়ে তা প্রতিহত করা হবে।

রোববার (২১শে মে) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের শান্তি সমাবেশে এসব কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, ‘মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখন শেখ হাসিনার সরকারকে পতনের জন্য এক দফা ঘোষণা দিয়েছেন। আর গত ১৯শে মে রাজশাহীর পুঠিয়ায় দলটির জেলা আহ্বায়ক বললেন, শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে। বিএনপি এক দফার নামে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার চক্রান্ত করছে।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, তারা আবারও দেশকে অস্থিতিশীল করতে চাইছে। তবে নির্বাচন বানচালে কোনো অপশক্তির চক্রান্ত বাস্তবায়ন হতে দেবে না আওয়ামী লীগ। তাই আর শান্তি সমাবেশ নয়, বিএনপি ও তাদের জোটের অপশক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

এজন্য আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি।

সেতুমন্ত্র্রী বলেন, আওয়ামী লীগের এখন এক দফা এক দাবি, বিএনপির সাম্প্রদায়িক জঙ্গিবাদ রাজনীতি কবরস্থানে পাঠানো হবে।

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সহ-সভাপতি সাদেক খান।

নিউজটি শেয়ার করুন

‘অপশক্তি আবার দেশকে অস্থিতিশীল করতে চাইছে’

আপডেট সময় : ১০:৫৭:৫১ অপরাহ্ন, রবিবার, ২১ মে ২০২৩

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আবারও দেশকে অস্থিতিশীল করে নির্বাচন বানচাল করতে চাইছে একটি অপশক্তি। নির্বাচনে বাধা আসলে জনগণকে সাথে নিয়ে তা প্রতিহত করা হবে।

রোববার (২১শে মে) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের শান্তি সমাবেশে এসব কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, ‘মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখন শেখ হাসিনার সরকারকে পতনের জন্য এক দফা ঘোষণা দিয়েছেন। আর গত ১৯শে মে রাজশাহীর পুঠিয়ায় দলটির জেলা আহ্বায়ক বললেন, শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে। বিএনপি এক দফার নামে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার চক্রান্ত করছে।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, তারা আবারও দেশকে অস্থিতিশীল করতে চাইছে। তবে নির্বাচন বানচালে কোনো অপশক্তির চক্রান্ত বাস্তবায়ন হতে দেবে না আওয়ামী লীগ। তাই আর শান্তি সমাবেশ নয়, বিএনপি ও তাদের জোটের অপশক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

এজন্য আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি।

সেতুমন্ত্র্রী বলেন, আওয়ামী লীগের এখন এক দফা এক দাবি, বিএনপির সাম্প্রদায়িক জঙ্গিবাদ রাজনীতি কবরস্থানে পাঠানো হবে।

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সহ-সভাপতি সাদেক খান।