ঢাকা ১১:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

অধিনায়কত্ব ছাড়লেন মোহাম্মদ নবী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৫৩:৪৯ অপরাহ্ন, শনিবার, ৫ নভেম্বর ২০২২
  • / ৪৩২ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স্পোর্টস ডেস্ক : 
অস্ট্রেলিয়ার কাছে হারের কয়েক ঘণ্টা না যেতেই পদত্যাগের ঘোষণা দিলেন আফগানিস্তানের অধিনায়ক মোহাম্মদ নবি। এক টুইটবার্তায় এই সিদ্ধান্ত জানান তিনি। আফগানিস্তানের অবশ্য বিদায় নিশ্চিত হয়ে গিয়েছিল আগেই। তবে নিজেদেও শেষ ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে কাঁপিয়ে দিয়েছিল আফগানরা।

শুক্রবার (৪ নভেম্বর) অ্যাডিলেডে তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে আফগানিস্তান ৪ রানে হেরে যায়। এতে তাদের এবারের বিশ্বকাপ যাত্রা থেমে গেল।

এরপরই অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দিলেন মোহাম্মদ নবী। টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দলের প্রস্তুতি নিয়ে হতাশা এবং নির্বাচক ও ম্যানেজমেন্টের সঙ্গে মতবিরোধের কারণে তিনি এই ঘোষণা দিয়েছেন।

নবী তার টুইটার অ্যাকাউন্টে পোস্ট করা এক বিবৃতিতে লিখেছেন, আমাদের টি-টোয়েন্টি বিশ্বকাপের যাত্রা শেষ হয়েছে। আমরা বা আমাদের সমর্থকরা এটি আশা করিনি। ম্যাচের ফলাফল নিয়ে আমরা আপনার মতই হতাশ।

২০১৩ সালে প্রথমবার আফগানিস্তানের নেতৃত্ব পেয়েছিলেন নবি। এরপর কয়েক হাত ঘুরে আরো একবার নেতৃত্ব পান। নবির নেতৃত্বে ৩৫টি টি-টোয়েন্টি খেলে ১৬টিতে জিতেছে আফগানরা।

তিনি আরো লিখেছেন, গত এক বছর ধরে আমাদের প্রস্তুতি ওই পর্যায়ে ছিল না যেটা বড় টুর্নামেন্টের জন্য একজন অধিনায়ক চায়। তাছাড়া বেশ কিছু সফরে টিম ম্যানেজমেন্ট, নির্বাচক কমিটি এবং আমার মতামতের অমিল হওয়ায় সেটা দলের ভারসাম্যের ওপর প্রভাব ফেলেছে।

পদত্যাগের বিষয়ে তিনি লিখেন, ‘যথাযথ সম্মানের সঙ্গে আমি অধিনায়কত্ব থেকে পদত্যাগ করার ঘোষণা দিচ্ছি। যখন ম্যানেজমেন্ট ও দলের প্রয়োজন হবে তখন দেশের হয়ে খেলা চালিয়ে যাব।

রশিদ খানের পদত্যাগের পর ৩৭ বছর বয়সি নবী সংযুক্ত আরব আমিরাতে ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে অধিনায়কের দায়িত্ব নেন। নবী এর আগেও ২০১০ সালে নওরোজ মঙ্গলের পরিবর্তে অধিনায়ক নির্বাচিত হয়েছিলেন।

নিউজটি শেয়ার করুন

অধিনায়কত্ব ছাড়লেন মোহাম্মদ নবী

আপডেট সময় : ০১:৫৩:৪৯ অপরাহ্ন, শনিবার, ৫ নভেম্বর ২০২২

স্পোর্টস ডেস্ক : 
অস্ট্রেলিয়ার কাছে হারের কয়েক ঘণ্টা না যেতেই পদত্যাগের ঘোষণা দিলেন আফগানিস্তানের অধিনায়ক মোহাম্মদ নবি। এক টুইটবার্তায় এই সিদ্ধান্ত জানান তিনি। আফগানিস্তানের অবশ্য বিদায় নিশ্চিত হয়ে গিয়েছিল আগেই। তবে নিজেদেও শেষ ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে কাঁপিয়ে দিয়েছিল আফগানরা।

শুক্রবার (৪ নভেম্বর) অ্যাডিলেডে তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে আফগানিস্তান ৪ রানে হেরে যায়। এতে তাদের এবারের বিশ্বকাপ যাত্রা থেমে গেল।

এরপরই অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দিলেন মোহাম্মদ নবী। টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দলের প্রস্তুতি নিয়ে হতাশা এবং নির্বাচক ও ম্যানেজমেন্টের সঙ্গে মতবিরোধের কারণে তিনি এই ঘোষণা দিয়েছেন।

নবী তার টুইটার অ্যাকাউন্টে পোস্ট করা এক বিবৃতিতে লিখেছেন, আমাদের টি-টোয়েন্টি বিশ্বকাপের যাত্রা শেষ হয়েছে। আমরা বা আমাদের সমর্থকরা এটি আশা করিনি। ম্যাচের ফলাফল নিয়ে আমরা আপনার মতই হতাশ।

২০১৩ সালে প্রথমবার আফগানিস্তানের নেতৃত্ব পেয়েছিলেন নবি। এরপর কয়েক হাত ঘুরে আরো একবার নেতৃত্ব পান। নবির নেতৃত্বে ৩৫টি টি-টোয়েন্টি খেলে ১৬টিতে জিতেছে আফগানরা।

তিনি আরো লিখেছেন, গত এক বছর ধরে আমাদের প্রস্তুতি ওই পর্যায়ে ছিল না যেটা বড় টুর্নামেন্টের জন্য একজন অধিনায়ক চায়। তাছাড়া বেশ কিছু সফরে টিম ম্যানেজমেন্ট, নির্বাচক কমিটি এবং আমার মতামতের অমিল হওয়ায় সেটা দলের ভারসাম্যের ওপর প্রভাব ফেলেছে।

পদত্যাগের বিষয়ে তিনি লিখেন, ‘যথাযথ সম্মানের সঙ্গে আমি অধিনায়কত্ব থেকে পদত্যাগ করার ঘোষণা দিচ্ছি। যখন ম্যানেজমেন্ট ও দলের প্রয়োজন হবে তখন দেশের হয়ে খেলা চালিয়ে যাব।

রশিদ খানের পদত্যাগের পর ৩৭ বছর বয়সি নবী সংযুক্ত আরব আমিরাতে ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে অধিনায়কের দায়িত্ব নেন। নবী এর আগেও ২০১০ সালে নওরোজ মঙ্গলের পরিবর্তে অধিনায়ক নির্বাচিত হয়েছিলেন।