নারী-পুরুষের সমতা নিশ্চিত করার মাধ্যমে অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন সম্ভব বলে মনে করেন জাতীয় সংসদের স্পীকার শিরীন শারমিন চৌধুরী। এসময় তিনি নারীদের প্রশিক্ষণ, শিক্ষা, প্রযুক্তি এবং যথাযথ জ্ঞান অর্জন করে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অংশীদার হওয়ার আহ্বান জানান।
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আজ (বুধবার) জাতীয় প্রেসক্লাবে ডিপ্লোমেটিক করেসপন্ডেন্ট’স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত সুইডেন, ফ্রান্স, কানাডার রাষ্ট্রদূত, জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন এবং ফরেন সার্ভিস অ্যাকাডেমির রেক্টর মাশফি বিনতে শামস বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে কূটনীতিতে বিশেষ অবদানের জন্য সাবেক কূটনীতিক নাসিম ফেরদৌস এবং মাজেদা রফিকুন্নেসাকে বিশেষ সম্মাননা স্মারক দেয়া হয়।