ঢাকা ০৭:১০ অপরাহ্ন, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

রাজারহাটে মামলা করে নিরাপত্তাহীনতায় বাদী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৩৫:১৯ অপরাহ্ন, বুধবার, ২৫ জানুয়ারী ২০২৩
  • / ৪৪২ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি :

রাজারহাটে বাড়িঘর ভাংচুর ও লুটপাট মামলার আসামিরা জামিনে বেড়িয়ে এসে বাদীসহ তার পরিবারের লোকদের হত্যার হুমকী প্রদর্শনের অভিযোগ উঠেছে। নিরাপত্তাহীনতায় মামলার বাদীসহ পরিবারের লোকরা আসামীদের ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন। এঘটনায় নিরাপত্তা ও পুলিশী সহায়তা চেয়ে উক্ত মামলার বাদী থানায় অভিযোগ করেছেন।

অভিযোগে জানা গেছে, উপজেলার চাকিরপশার ইউনিয়নের তালুক কানুয়া গ্রামের মৃত আঃ করিমের পুত্র ও জামায়াত নেতা আব্দুল মতিন এর সাথে একই গ্রামের মৃত বয়েজ উদ্দিনের পুত্র সামসুল হক ও তার শশুরের জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছে। ইতিপূর্বে আদালতে জমি সংক্রান্ত মামলার রায়ে কমিশনের মাধ্যমে তিন পক্ষকে ৩একর ৩শতক জমি বুঝিয়ে দেয়া হয়েছিল। তবে প্রভাবশালী জামায়াত নেতা আব্দুল মতিন আদালতের রায় উপেক্ষা করে তার প্রাপ্ত ১০৯শতক জমি ছাড়াও শামসুল হকের শশুর মৃত বক্তার হোসেনের জমি দখল করতে মরিয়া হয়ে উঠেন। একপর্যায়ে গত ১৯জানুয়ারী ভোরে আব্দুল মতিন গং দেশিয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে শামসুল হকের শ্বশুরের ঘরবাড়িতে ব্যাপক ভাংচুর, লুটপাট, শতাধিক সুপারী ও আম গাছ কর্তন এবং শামসুল ও তার শশুর বাড়ির লোকদের উপর হামলা চালিয়ে রক্তাক্ত জখম করে। ওই দিন খবর পেয়ে রাজারহাট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় ২০জানুয়ারী শামসুল হক ৩০জনের নাম উল্লেখ পূর্বক অজ্ঞতনামা সহ ৩০/৩৫জনের বিরুদ্ধে রাজারহাট থানায় একটি মামলা দায়ের করেন। তবে মামলা হওয়ার পর ২২জানুয়ারী জামিনে বেড়িয়ে আসেন সকল আসামী। এরপর থেকে উক্ত আসামীরা বাদী ও তার পরিবারকে মামলা তুলে নিতে বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকী প্রদর্শন করছে।

মামলার বাদী শামসুল হক অভিযোগ করেন, মামলা হওয়ার পর থেকে আসামীরা আমাকে, আমার পরিবার ও শশুর বাড়ির লোকদের বিভিন্ন হুমকী প্রদর্শন করছে। একারণে আমি ও আমার পরিবারের লোকজন স্বাভাবিক চলাফেরা ও কাজকর্ম ফেলে তাদের ভয়ে পালিয়ে বেড়াতে হচ্ছে। এ বিষয়ে তিনি পূনঃরায় নিরাপত্তা চেয়ে ২৪জানুয়ারী থানায় একটি অভিযোগ করেছেন বলে জানান।

রাজারহাট থানার অফিসার ইনচার্জ আব্দুল্লা হিল জামান অভিযোগ প্রাপ্তির সত্যতা নিশ্চিত করে বলেন, আমি অভিযোগটি তদন্তের জন্য পাঠিয়েছি, সত্যতা পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

 

বা/খ: জই

নিউজটি শেয়ার করুন

রাজারহাটে মামলা করে নিরাপত্তাহীনতায় বাদী

আপডেট সময় : ০৪:৩৫:১৯ অপরাহ্ন, বুধবার, ২৫ জানুয়ারী ২০২৩

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি :

রাজারহাটে বাড়িঘর ভাংচুর ও লুটপাট মামলার আসামিরা জামিনে বেড়িয়ে এসে বাদীসহ তার পরিবারের লোকদের হত্যার হুমকী প্রদর্শনের অভিযোগ উঠেছে। নিরাপত্তাহীনতায় মামলার বাদীসহ পরিবারের লোকরা আসামীদের ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন। এঘটনায় নিরাপত্তা ও পুলিশী সহায়তা চেয়ে উক্ত মামলার বাদী থানায় অভিযোগ করেছেন।

অভিযোগে জানা গেছে, উপজেলার চাকিরপশার ইউনিয়নের তালুক কানুয়া গ্রামের মৃত আঃ করিমের পুত্র ও জামায়াত নেতা আব্দুল মতিন এর সাথে একই গ্রামের মৃত বয়েজ উদ্দিনের পুত্র সামসুল হক ও তার শশুরের জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছে। ইতিপূর্বে আদালতে জমি সংক্রান্ত মামলার রায়ে কমিশনের মাধ্যমে তিন পক্ষকে ৩একর ৩শতক জমি বুঝিয়ে দেয়া হয়েছিল। তবে প্রভাবশালী জামায়াত নেতা আব্দুল মতিন আদালতের রায় উপেক্ষা করে তার প্রাপ্ত ১০৯শতক জমি ছাড়াও শামসুল হকের শশুর মৃত বক্তার হোসেনের জমি দখল করতে মরিয়া হয়ে উঠেন। একপর্যায়ে গত ১৯জানুয়ারী ভোরে আব্দুল মতিন গং দেশিয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে শামসুল হকের শ্বশুরের ঘরবাড়িতে ব্যাপক ভাংচুর, লুটপাট, শতাধিক সুপারী ও আম গাছ কর্তন এবং শামসুল ও তার শশুর বাড়ির লোকদের উপর হামলা চালিয়ে রক্তাক্ত জখম করে। ওই দিন খবর পেয়ে রাজারহাট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় ২০জানুয়ারী শামসুল হক ৩০জনের নাম উল্লেখ পূর্বক অজ্ঞতনামা সহ ৩০/৩৫জনের বিরুদ্ধে রাজারহাট থানায় একটি মামলা দায়ের করেন। তবে মামলা হওয়ার পর ২২জানুয়ারী জামিনে বেড়িয়ে আসেন সকল আসামী। এরপর থেকে উক্ত আসামীরা বাদী ও তার পরিবারকে মামলা তুলে নিতে বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকী প্রদর্শন করছে।

মামলার বাদী শামসুল হক অভিযোগ করেন, মামলা হওয়ার পর থেকে আসামীরা আমাকে, আমার পরিবার ও শশুর বাড়ির লোকদের বিভিন্ন হুমকী প্রদর্শন করছে। একারণে আমি ও আমার পরিবারের লোকজন স্বাভাবিক চলাফেরা ও কাজকর্ম ফেলে তাদের ভয়ে পালিয়ে বেড়াতে হচ্ছে। এ বিষয়ে তিনি পূনঃরায় নিরাপত্তা চেয়ে ২৪জানুয়ারী থানায় একটি অভিযোগ করেছেন বলে জানান।

রাজারহাট থানার অফিসার ইনচার্জ আব্দুল্লা হিল জামান অভিযোগ প্রাপ্তির সত্যতা নিশ্চিত করে বলেন, আমি অভিযোগটি তদন্তের জন্য পাঠিয়েছি, সত্যতা পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

 

বা/খ: জই