মীরসরাই প্রতিনিধি :
মীরসরাইয়ে সাংবাদিক শাহদাত হোসেন চৌধুরী রচিত হনন উপন্যাসের প্রকাশনা উৎসব সম্পন্ন হয়েছে। ১১ মার্চ বিকেল সাড়ে তিনটায় উপজেলা অডিটরিয়ামে জমকালো আয়োজনের মাধ্যমে প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডাঃ ইসমাঈল খান। অনুষ্ঠান উদ্বোধন করেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক দেব দুলাল ভৌমিক।
মাতৃকা হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আলোকিত মানুষ এর সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, দৈনিক আজাদীর ফিচার এডিটর প্রদীপ দেওয়ানজী, নাট্যজন ও কলামিস্ট মঈন উদ্দিন আহমেদ চোধুরী সেলিম, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নির্বাহী সদস্য আজহার মাহমুদ, মীরসরাই উপজেলা প্রেস ক্লাবের সহ-সভাপতি নয়ন কান্তি ধুম, সাধারণ সম্পাদক নাছির উদ্দিন প্রমুখ ।
পরে অনুষ্ঠানে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন মীরসরাই শিল্প কলা একাডেমি।
বা/খ: জই