মিশিগান স্টেট বিশ্ববিদ্যালয়ে বন্দুকহামলায় নিহত ৩
- আপডেট সময় : ০২:৪৮:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৩
- / ৪৮২ বার পড়া হয়েছে
আন্তর্জাতিক ডেস্ক :
যুক্তরাষ্ট্রের মিশিগান স্টেট ইউনিভার্সিটিতে গোলাগুলির ঘটনা ঘটেছে। গুলিতে কমপক্ষে তিনজন মারা গেছেন। আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন অন্তত আরও পাঁচজন। এলোপাথাড়ি গুলি চালানোর পর আত্মঘাতী হয়েছেন বন্দুকধারীও।
পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় সোমবার (১৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে ইস্ট ল্যান্সিং ক্যাম্পাসের বার্কি হলের কাছে এই গোলাগুলির ঘটনা ঘটে। এই ঘটনায় পুলিশ এক ব্যক্তিকে সন্দেহ করছে।
আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সিএনএন এসব তথ্য নিশ্চিত করেছে। গুলিবিদ্ধ পাঁচজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানা গেছে।
সংবাদমাধ্যম ডেট্রয়েট ফ্রি প্রেস জানিয়েছে, গুলির ঘটনার সময় মিশিগান স্টেট বিশ্ববিদ্যালয়ের প্রধান শিক্ষা কেন্দ্র ইস্ট ল্যানসিং হাই স্কুলের অডিটরিয়ামে একটি বোর্ড মিটিং চলছিল। গোলাগুলি শুরু হলে সবাই ওই রুমের ভেতরই আশ্রয় নেন। পরে তাদের আর বের হতে দেয়নি পুলিশ।
ক্যাম্পাস পুলিশ জানায়, সন্দেহভাজন ব্যক্তির সন্ধান করছে তারা। তিনি মুখে একটি মুখোশ পরে ছিলেন। ওই ব্যক্তিটি পুরুষ বলে জানা গেছে। এদিকে গোলাগুলির ঘটনায় ইউনিভার্সিটির সব ক্লাস, অ্যাথলেটিকস ও ক্যাম্পাসসংক্রান্ত সব কাজ ৪৮ ঘণ্টার জন্য বাতিল করা হয়েছে।
মিশিগানের রাজধানী ল্যান্সিং ডেট্রয়েটের প্রায় ৯০ মাইল উত্তর-পশ্চিমে অবস্থিত। গুলির ঘটনায় বলা হয়েছে যে, এতে একজন সন্দেহভাজন ছিল বলে মনে করা হচ্ছে, সম্ভবত তিনি হেঁটে যাচ্ছিলেন। এমএসইউ যুক্তরাষ্ট্রের উচ্চ শিক্ষার একটি প্রধান পাবলিক প্রতিষ্ঠান। এর ইস্ট ল্যান্সিং ক্যাম্পাসে ৫০ হাজার স্নাতক এবং স্নাতকে অধ্যায়নরত শিক্ষার্থী রয়েছে।
মিশিগানের গভর্নর গ্রেচেন হুইটমার বলেছেন, আমাকে মিশিগান স্টেট ইউনিভার্সিটিতে শ্যুটিং সম্পর্কে জানানো হয়েছে। পুলিশ ও আইন প্রয়োগকারী সংস্থাসহ সবাই মাঠে রয়েছে।
ক্যাম্পাসের ভেতর অবস্থানরত ছাত্র-ছাত্রী এবং অন্যদের নিরাপদ আশ্রয়ে থাকার অনুরোধ করে পুলিশ জানায়, হামলাকারী এখন পায়ে হেঁটে বেড়াচ্ছে।
যুক্তরাষ্ট্রে অন্য যে কোনো ধনী দেশের তুলনায় বন্দুকহামলায় মৃত্যুর হার বেশি। অক্সফোর্ডের একটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে হামলার ১৪ মাস পর সোমবার নতুন করে হামলার ঘটনা ঘটলো। ২০২১ সালের ৩০ নভেম্বর মিশিগানের অকল্যান্ড কাউন্টিতে ভয়াবহ হামলা চালানো হয়।
১৫ বছরের এক কিশোর সেমি-অটোমেটিক পিস্তল দিয়ে ওই হামলা চালিয়েছিল বলে পরে জানায় মিশিগান পুলিশ। ওই কিশোরের হামলায় তার চার সহপাঠী নিহত ও একজন শিক্ষকসহ আরও ৬ জন আহত হয়। সূত্র : সিএনএন।