শনিবার, ২৫ মার্চ ২০২৩, ০৯:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ঈশ্বরদীতে গণহত্যায় শহিদদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন  ডামুড্যায় অবৈধ যান চলাচল রোধে মোবাইল কোর্ট  কলমাকান্দায় প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ  পরকীয়ার জেরে রূপপুর এনপিপি নিকিমথ কোম্পানির পরিচালকের গাড়ি চালক খুন : এক নারী আটক পানির অভাবে সেঁচ সঙ্কটে ধুকছে বাংলাদেশ সিশেলসকে ১-০ গোলে হারিয়েছে বাংলাদেশ রমজানে পণ্যের দাম বৃদ্ধির যৌক্তিক কারণ নেই : তথ্যমন্ত্রী আওয়ামী লীগ নতুন পরিকল্পিত খেলায় নেমেছে : মির্জা ফখরুল ‘পরাশক্তিরা পাকিস্তানের পক্ষ নেওয়ায় গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি মেলেনি’ প্রতিদিন মার্কিন ঘাঁটির উপর দিয়ে উড়ছে রাশিয়ার যুদ্ধবিমান ‘স্যার’ সম্বোধন ঔপনিবেশিক, এটা বদলাতে হবে–আ স ম রব   পাঁচ দশকেও গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি না পাওয়া হতাশাব্যাঞ্জক : রাবি উপাচার্য  চিতলমারীতে ৬ টি মামলায় ১২ হাজার টাকা অর্থদন্ড মীরসরাইয়ে ভ্রাম্যমান আদালতের অভিযানে ১১টি দোকানকে জরিমানা ৯৩টি দলের বেশিরভাগেরই কাগজপত্র ঠিক নেই: ইসি

মহিপুরে কৃষি মেলা অনুষ্ঠিত

মহিপুরে কৃষি মেলা অনুষ্ঠিত

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি :
পটুয়াখালীর মহিপুর থানার আলীপুর রাসায়নিক সারের ব্যবহার কমিয়ে ভার্মি কম্পোস্ট সার প্রয়োগে কৃষি উৎপাদনে সফলতা  বিষয়ক কৃষি মেলা-২৩ এর আয়োজন করা হয়েছে।
সোমবার  দুপুর ১২টার দিকে কারিতাস বরিশাল অঞ্চল, প্রয়াস প্রকল্প এর উদ্দোগে লতাচাপলী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে এ মেলার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: জাহাঙ্গীর হোসেন। মেলায় প্রধান অতিথি ছিলেন, কলাপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এসএম রাকিবুল আহসান।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা এ,আরএম, সাইফুল্লাহ, লতাচাপলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আনছার উদ্দিন মোল্লা, লতাচাপলী ইউনিয়ন আ’লীগ সভাপতি ডাঃ সিদ্দিকুর রহমান বিশ্বাস, উপকূলীয় মানব উন্নয়ন সংস্থা (সিকোডা)’র নির্বাহী পরিচালক ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)’র নির্বাহী কমিটির যুগ্ম-সম্পাদক মোঃ মিজানুর রহমান, এডিডি ইন্টারন্যাশনাল বাংলাদেশ‘র জেলা সমন্বয়কারী আল্লামা ইকবাল। এছাড়া প্রয়াস প্রকল্পের অন্যান্য কর্মী বৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার তিন শতাধিক কৃষক ও কৃষাণী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন কারিতাস বরিশাল অঞ্চল, প্রয়াস প্রকল্প‘র আঞ্চলিক পরিচালক মি: ফ্রান্সিস বেপারী। প্রকল্পের লক্ষ্য-উদ্দেশ্য ও সকল ধরণের বাস্তবায়িত কাজ উপস্থাপন করেন সংস্থার কর্মসূচী কর্মকর্তা ডিএম, মি: ফসফেট সেরাও।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন প্রয়াস প্রকল্প, কারিতাস কলাপাড়া’র মাঠ কর্মকর্তা মোঃ জামাল হোসেন এবং অনুষ্ঠানে সার্বজনিন প্রার্থণা করেন প্রয়াস প্রকল্পের সুপারভাইজার অসিম কুমার বিশ্বাস। মেলায় বিভিন্ন এলাকার নানা রকমের উৎপাদিত সব্জি প্রদর্শন করা হয়। এ প্রকল্পের মাধ্যমে রাসায়নিক সারের ব্যবহার কমিয়ে ভার্মি কম্পোস্ট ও কেঁচো সার প্রয়োগ করে উন্নতমানের তথা নিরাপদ কৃষি উৎপাদন করে বাজারজাতকরে কিভাবে স্বাবলম্বি ও সফলতা আনাযায় সে সম্পর্কে আলোকপাত করা হয়।  মেলা শেষে বিষয় ভিত্তিক নানা নাতির গম্ভিরাসহ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
বা/খ: এসআর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *