মঠবাড়িয়া প্রতিনিধি :
২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে পিরোজপুরের মঠবাড়িয়ায় বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধণা ও তাঁদের সম্মানে ইফতার পার্টির আয়োজন করেছে উপজেলা প্রশাসন। দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি শেষে সকাল ১১ টায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধণা দেয়া হয়।
এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ঊর্মি ভৌমিক এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, সহকারি কমিশনার (ভূমি) সৈকত রায়হান, বীর মুক্তিযোদ্ধা মুজিবুল হক খান মজনু, বীর মুক্তিযোদ্ধা বাচ্চু আকন, বীর মুক্তিযোদ্ধা এমাদুল হক খান, বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান মঠবাড়িয়া থানার ওসি মোঃ কামরুজ্জামান তালুকদার। সন্ধ্যায় বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে ইফতার পার্টির আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ঊর্মি ভৌমিক বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের মাত্র একটি ডাকে বীর মুক্তিযোদ্ধারা নিজের জীবনের মায়া ত্যাগ করে মহান স্বাধীনতা যুদ্ধে ঝঁপিয়ে পরেছিলেন। ছিনিয়ে এনেছেন আমাদের স্বাধীনতা। মুক্তিযোদ্ধারাই বাঙ্গালী জাতির শ্রেষ্ঠ সন্তান। বীর মুক্তিযোদ্ধাদের ঋণ শোধ যোগ্য নয়। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার বরাবরই বীর মুক্তিযোদ্ধাদের সম্মানীত করে আসছেন। জাতির পিতার কন্যা হিসেবে তিনি বীর মুক্তিযোদ্ধাদের আরও বেশী-বেশী সম্মান দিবেন।
বা/খ: জই