কাজী মো. ফখরুল ইসলাম, নোয়াখালী প্রতিনিধি :
বুধবার (২৫ জানুয়ারি) দুপুরে নোয়াখালীর সেনবাগে বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশনের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। নোয়াখালী জেলা পুলিশের আয়োজনে ‘পাশে আছি সব সময় শীতার্তদের মাঝে’ এই শ্লোগানে সেনবাগ থানা প্রাঙ্গণে ৭ শতাধিক অসহায় ও দুস্থদের মাঝে ওই কম্বল বিতরণ করা হয়।
কম্বল বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নোয়াখালী পুলিশ সুপার (এসপি) পিপিএম বার মো. শহীদুল ইসলাম। এ সময় আরো উপস্থি ছিলেন, নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (বেগমগঞ্জ সার্কেল) নাজমুল হোসেন রাজীব, সেনবাগ পৌরসভার মেয়র আবু নাছের ভিপি দুলাল, সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইকবাল হোসেন পাটোয়ারী, ওসি তদন্ত রুহুল আমিন বিপ্লব প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে সমাজের বিত্তবানদের প্রতি আহবান জানিয়ে বলেন, এটা তাঁদের নৈতিক দায়িত্ব। দরিদ্র ও হতদরিদ্র মানুষ, যাদের শীতবস্ত্র নেই এসব মানুষের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। সমাজের স্বচ্ছল সকল সচেতন নাগরিক এগিয়ে এলে অসহায় মানুষগুলো একটু স্বস্তি পাবে।
বা/খ: জই