আন্তর্জাতিক ডেস্ক : রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন প্রতিবেশী মিত্র দেশ বেলারুশে কৌশলগত পারমাণবিক অস্ত্র মোতায়েনের ঘোষণা দেয়ায় সমালোচনা করেছে পশ্চিমা সামরিক জোট ন্যাটো। পুতিনের এই ঘোষণাকে বিপজ্জনক ও দায়িত্বজ্ঞানহীন বলে অভিহিত করেছে সামরিক এই জোটটি।
পুতিনের ঘোষণার একদিন পরেই ন্যাটো থেকে এ মন্তব্য এলো। এই ঘোষণার পর জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক ডাকার আহবান জানিয়েছেন কিয়েভ। বেলারুশকে জিম্মি করে মস্কো এমন সিদ্ধান্ত নিয়েছে বলেও মনে করছে কিয়েভ।
এদিকে, রাশিয়া ও চীন কোনো ধরনের সামরিক জোট গড়ছে না। তবে সামরিক প্রযুক্তিগত ক্ষেত্রে একে অপরকে সহযোগিতা করছে বলে জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রোববার রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া এক সাক্ষাৎকারে এসব বলেন তিনি।