ঢাকা ০৫:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

দক্ষতার সঙ্গে কাজ করে পুলিশের সুনাম বাড়াতে হবে : ডিএমপি কমিশনার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:২৪:০৩ অপরাহ্ন, শনিবার, ১২ নভেম্বর ২০২২
  • / ৪৪০ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক : 

আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ কর্মকর্তাদের মেধা ও দক্ষতা কাজে লাগিয়ে বাহিনীর সুনাম বৃদ্ধির আহ্বান জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক।

তিনি বলেন, পুলিশের দায়িত্ব হচ্ছে আইনশৃঙ্খলা রক্ষা করা। নিজেদের মেধা কাজে লাগিয়ে আত্মমর্যাদার সঙ্গে কাজ করতে হবে। বলা হয়ে থাকে বাংলাদেশ পুলিশের বেস্ট পুলিশ অফিসাররা ডিএমপিতে কাজ করেন। নিজেদের দক্ষতা দিয়ে ডিএমপির সেই সুনাম ধরে রাখতে হবে।

শনিবার (১২ নভেম্বর) ডিএমপির সাতজন পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপারের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ডিএমপি কমিশনার। কর্মকর্তাদের নতুন কর্মস্থলে উত্তরোত্তর সাফল্য কামনা করে তিনি এসব কথা বলেন।

সংবর্ধনাপ্রাপ্ত কর্মকর্তারা হলেন- পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত হোসাইন মোহাম্মদ কবির ভুইয়া, মো. কুদরত-ই-খুদা, সৈকত শাহীন, রহিমা আক্তার লাকী, মো. জাহাংগীর আলম, মুহাম্মদ মঞ্জুর মোর্শেদ, সাইফুল্লাহ মো. নাছির।

বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা বিদায়ী কর্মকর্তাদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতার বিষয়ে স্মৃতিচারণ করেন। অনুষ্ঠানে সদ্য পদায়নকৃত পুলিশ কর্মকর্তাদের সম্মাননা স্মারক ও শুভেচ্ছা উপহার তুলে দেন ডিএমপি কমিশনার।

অনুষ্ঠানে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) মীর রেজাউল আলম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন্স) এ কে এম হাফিজ আক্তার, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. মুনিবুর রহমান, অতিরিক্ত পুলিশ কমিশনার (সিটিটিসি) মো. আসাদুজ্জামান, যুগ্ম-পুলিশ কমিশনার, উপ-পুলিশ কমিশনারসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

দক্ষতার সঙ্গে কাজ করে পুলিশের সুনাম বাড়াতে হবে : ডিএমপি কমিশনার

আপডেট সময় : ০৯:২৪:০৩ অপরাহ্ন, শনিবার, ১২ নভেম্বর ২০২২

নিজস্ব প্রতিবেদক : 

আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ কর্মকর্তাদের মেধা ও দক্ষতা কাজে লাগিয়ে বাহিনীর সুনাম বৃদ্ধির আহ্বান জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক।

তিনি বলেন, পুলিশের দায়িত্ব হচ্ছে আইনশৃঙ্খলা রক্ষা করা। নিজেদের মেধা কাজে লাগিয়ে আত্মমর্যাদার সঙ্গে কাজ করতে হবে। বলা হয়ে থাকে বাংলাদেশ পুলিশের বেস্ট পুলিশ অফিসাররা ডিএমপিতে কাজ করেন। নিজেদের দক্ষতা দিয়ে ডিএমপির সেই সুনাম ধরে রাখতে হবে।

শনিবার (১২ নভেম্বর) ডিএমপির সাতজন পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপারের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ডিএমপি কমিশনার। কর্মকর্তাদের নতুন কর্মস্থলে উত্তরোত্তর সাফল্য কামনা করে তিনি এসব কথা বলেন।

সংবর্ধনাপ্রাপ্ত কর্মকর্তারা হলেন- পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত হোসাইন মোহাম্মদ কবির ভুইয়া, মো. কুদরত-ই-খুদা, সৈকত শাহীন, রহিমা আক্তার লাকী, মো. জাহাংগীর আলম, মুহাম্মদ মঞ্জুর মোর্শেদ, সাইফুল্লাহ মো. নাছির।

বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা বিদায়ী কর্মকর্তাদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতার বিষয়ে স্মৃতিচারণ করেন। অনুষ্ঠানে সদ্য পদায়নকৃত পুলিশ কর্মকর্তাদের সম্মাননা স্মারক ও শুভেচ্ছা উপহার তুলে দেন ডিএমপি কমিশনার।

অনুষ্ঠানে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) মীর রেজাউল আলম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন্স) এ কে এম হাফিজ আক্তার, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. মুনিবুর রহমান, অতিরিক্ত পুলিশ কমিশনার (সিটিটিসি) মো. আসাদুজ্জামান, যুগ্ম-পুলিশ কমিশনার, উপ-পুলিশ কমিশনারসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।