ঢাকা ০৯:৩২ পূর্বাহ্ন, রবিবার, ০৩ ডিসেম্বর ২০২৩, ১৯ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

জীবন্ত কিংবদন্তি অমিতাভ বচ্চনের আশি বছরে পদার্পণ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৪৩:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অক্টোবর ২০২২
  • / ৪২৯ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিনোদন প্রতিবেদক :

জীবন্ত কিংবদন্তি অমিতাভ বচ্চন আশি বছরে পদার্পণ উপলক্ষে তাঁর জন্মদিনকে স্মরণীয় করে রাখতে সোমবার মধ্য রাতে মহারাষ্ট্রের সব সিনেমা হলের ছবি প্রদর্শন কিছুক্ষণের জন্য বন্ধ করে দেয়া হয়। স্ক্রিনে ভেসে ওঠে অমিতাভের ছবি, দর্শকরা গেয়ে ওঠেন জন্মদিনের গান। এই ভাবেই মহারাষ্ট্র কুর্নিশ জানায় ভারতের সর্বকালের সেরা অভিনেতাকে। কবি অধ্যাপক হরিবন্স রাই বচ্চনের ঔরসে, তেজি বচ্চনের গর্ভে যাঁর জন্ম। হরিবন্সের বন্ধু কবি সুমিত্র নন্দন পন্থ যাঁকে দেখতে এসে তাঁর ইনকিলাব নামটি পরিবর্তন করে অমিতাভ করে দেন। খাজা আহমেদ আব্বাস এর সাত হিন্দুস্তানি ছবি দিয়ে অমিতাভের আত্মপ্রকাশ বলিউডে। ডাঙ্গা, রোগা এই ছেলেটিকে প্রথমে প্রত্যাখ্যান করেছিল বলিউড। তারপর আর ফিরে তাকাতে হয়নি। পাঁচ দশকের বেশি সময় ধরে বলিউডে তাঁর শাসন।

এক সময়ের ফ্লপ মাস্টার পরবর্তী পর্বে ব্লকব্লাস্টার। নায়ক থেকে চরিত্রভিনেতা, কমেডি থেকে ট্রাজেডি- সবক্ষেত্রেই সফল অমিতাভ। তাঁর কণ্ঠস্বর নিয়ে গবেষণা করে আমেরিকার পেন্সিলভিনিয়ার বিশ্ববিদ্যালয় এর গবেষকরা। তাঁর মোমের মূর্তি স্থাপিত হয় লন্ডনের মাদাম টুসো মিউজিয়ামে। কলকাতার বন্ডেল রোডে অমিতাভ বচ্চনের নামে মন্দির প্রতিষ্ঠিত হয়েছে। নিত্যপুজো হয় অমিতাভের মূর্তির সামনে ধুপ ধুনো জ্বালিয়ে। তিনি ভারতীয় সিনেমার আইকন। তিনি ভারতীয় সিনেমার প্রচ্ছদ।

তাঁকে প্রণত শ্রদ্ধাঞ্জলি বাংলা খবর বিডি ডটকম এর পক্ষ থেকে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জীবন্ত কিংবদন্তি অমিতাভ বচ্চনের আশি বছরে পদার্পণ

আপডেট সময় : ০১:৪৩:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অক্টোবর ২০২২

বিনোদন প্রতিবেদক :

জীবন্ত কিংবদন্তি অমিতাভ বচ্চন আশি বছরে পদার্পণ উপলক্ষে তাঁর জন্মদিনকে স্মরণীয় করে রাখতে সোমবার মধ্য রাতে মহারাষ্ট্রের সব সিনেমা হলের ছবি প্রদর্শন কিছুক্ষণের জন্য বন্ধ করে দেয়া হয়। স্ক্রিনে ভেসে ওঠে অমিতাভের ছবি, দর্শকরা গেয়ে ওঠেন জন্মদিনের গান। এই ভাবেই মহারাষ্ট্র কুর্নিশ জানায় ভারতের সর্বকালের সেরা অভিনেতাকে। কবি অধ্যাপক হরিবন্স রাই বচ্চনের ঔরসে, তেজি বচ্চনের গর্ভে যাঁর জন্ম। হরিবন্সের বন্ধু কবি সুমিত্র নন্দন পন্থ যাঁকে দেখতে এসে তাঁর ইনকিলাব নামটি পরিবর্তন করে অমিতাভ করে দেন। খাজা আহমেদ আব্বাস এর সাত হিন্দুস্তানি ছবি দিয়ে অমিতাভের আত্মপ্রকাশ বলিউডে। ডাঙ্গা, রোগা এই ছেলেটিকে প্রথমে প্রত্যাখ্যান করেছিল বলিউড। তারপর আর ফিরে তাকাতে হয়নি। পাঁচ দশকের বেশি সময় ধরে বলিউডে তাঁর শাসন।

এক সময়ের ফ্লপ মাস্টার পরবর্তী পর্বে ব্লকব্লাস্টার। নায়ক থেকে চরিত্রভিনেতা, কমেডি থেকে ট্রাজেডি- সবক্ষেত্রেই সফল অমিতাভ। তাঁর কণ্ঠস্বর নিয়ে গবেষণা করে আমেরিকার পেন্সিলভিনিয়ার বিশ্ববিদ্যালয় এর গবেষকরা। তাঁর মোমের মূর্তি স্থাপিত হয় লন্ডনের মাদাম টুসো মিউজিয়ামে। কলকাতার বন্ডেল রোডে অমিতাভ বচ্চনের নামে মন্দির প্রতিষ্ঠিত হয়েছে। নিত্যপুজো হয় অমিতাভের মূর্তির সামনে ধুপ ধুনো জ্বালিয়ে। তিনি ভারতীয় সিনেমার আইকন। তিনি ভারতীয় সিনেমার প্রচ্ছদ।

তাঁকে প্রণত শ্রদ্ধাঞ্জলি বাংলা খবর বিডি ডটকম এর পক্ষ থেকে।