মঙ্গলবার, ৩০ মে ২০২৩, ০৪:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শাহজাদপুরে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল নেতার উদ্যোগে ৫’শ দুঃস্থের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ তাড়াশের বারুহাস ইউপি’র উম্মুক্ত বাজেট ঘোষণা ফরিদপুরে ৪০১ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব‍্যবসায়ী আটক  পত্নীতলায় সড়ক দুর্ঘটনায় বাইসাইকেল চালকের মৃত্যু শাহজাদপুরে গো-খাদ্যে ভেজাল করার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা তিতাসে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা  বেলকুচিতে গ্রাম পুলিশ সদস্যদের মাঝে বাইসাইকেল বিতরণ  এনায়েতপুরে মাওঃ শহীদুল ইসলামের বিরুদ্ধে অর্থ আত্মসাত ও প্রতারণার অভিযোগ রাজনৈতিক স্থিতিশীলতায় দেশ এগিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী মৃত্যুর জন্য হোটেলে ঘর ভাড়া করতে হয় যে দেশে ‘দেশের যে কোন সাফল্যে বিএনপির গাত্রদাহ হয়’ ফরমায়েশি রায়ে আন্দোলন দমাতে চায় সরকার: ফখরুল মঠবাড়িয়ার শালিস প্রধানের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগে মামলা যমুনায় ৮ বার ভাঙনের পরেও সোনাতনী উচ্চ বিদ্যালয় শিক্ষার আলো ছড়াচ্ছে উল্লাপাড়ায় ২’শতাধিক শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

চট্টগ্রাম সমুদ্র বন্দর ও বিমানবন্দর পুরোদমে চালু

চট্টগ্রাম সমুদ্র বন্দর ও বিমানবন্দর পুরোদমে চালু

চট্টগ্রাম সংবাদদাতা : ঘূর্ণিঝড় মোখা’র কারণে দুই দিন বন্ধ থাকার পর সোমবার (১৫ মে) সকাল ৬টা থেকে দেশের প্রধান সমুদ্র বন্দর চট্টগ্রাম বন্দর এবং চট্টগ্রাম আন্তর্জাতিক বিমান বন্দরের সার্বিক কার্যক্রম পুরোদমে শুরু হয়েছে।

ঘূর্ণিঝড় মোখা’র সম্ভাব্য ক্ষয়ক্ষতি মোকাবিলায় গত ১৩ মে শনিবার সকাল ৬ টা হতে ১৪ মে রবিবার পর্যন্ত চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। পাশাপাশি শনিবার থেকে রবিবার পর্যন্ত চট্টগ্রাম বন্দরের বহির্নোঙর ও জেটিতে পণ্য উঠানামা কার্যক্রমও বন্ধ থাকে।

শনিবার সকালে সকল জাহাজকে বন্দর ত্যাগ করতে নির্দেশ দেয়া হয়েছিল। ঘূর্ণিঝড় মোখার কারণে আবহাওয়া অধিদপ্তরের ৮ নম্বর বিপদ সংকেতের প্রেক্ষিতে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ নিজস্ব এলার্ট-৪ জারী করেছিল এবং বন্দরের সব কার্যক্রম বন্ধ করে দেয়। শুক্রবার রাতে বন্দরের জরুরি সভায় ঘূর্ণিঝড় মোখা’র সম্ভাব্য ক্ষয়ক্ষতি মোকাবিলায় এসব সিন্ধান্ত নেয়া হয়।

চট্টগ্রাম বন্দর জেটিতে নোঙ্গর করা জাহাজগুলোকে সমুদ্রে পাঠিয়ে দেয়া হয়। জাহাজগুলোকে বন্দর জেটি ত্যাগ করে সমুদ্রে চলে যাওয়া এবং লাইটার জাহাজগুলোকে সদরঘাট থেকে কর্ণফুলী শাহ আমানত সেতু এলাকার দিকে নিরাপদ আশ্রয়ে পাঠিয়ে দেওয়া হয়।

এদিকে ঘূর্ণিঝড়ের সম্ভাব্য ক্ষয়ক্ষতি মোকাবিলায় চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে শনিবার ভোর থেকে ফ্লাইট ওঠানামাও বন্ধ ঘোষণা করা হয়। আজ সকালে বন্দরের বর্হিনোঙর থেকে পণ্যবাহী জাহাজ জেটিতে ভিড়লে পণ্য উঠানামার কাজ শুরু হয়।

এদিকে শারজাহ থেকে বিজি ওয়ান ফাইভ একটি ফ্লাইট আজ সকাল টা ১০ মিনিটে চট্টগ্রাম বিমান বন্দর হয়ে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *