প্রেস বিজ্ঞপ্তি :
বাংলাদেশ কিন্ডারগার্টেন এ্যাসোসিয়েশন আয়োজিত বৃত্তি পরীক্ষা-২০২২ এর ফলাফল প্রকাশ করা হয়েছে।
আজ ৫ মার্চ রবিবার দুপুরে রাজধানীর মিরপুর-১২ এলাকার হোটেল গ্রান্ড এন্ড প্রিন্স চাইনিজ এন্ড কনভেনশন হলে শিক্ষা সচিব মো: নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ ফলাফল প্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের চেয়ারম্যান এল এম কামরুজ্জামান। এতে বিশেষ অতিথি ছিলেন সংগঠনের মহাসচিব জি এম জাহাঙ্গীর কবির রানা।
উল্লেখ্য, গত বছরের ২৫ নভেম্বর সারাদেশের ১শ’ ৮০ টি কেন্দ্রে মোট ৬০ হাজার ২শ’ ৩৫ জন ছাত্র-ছাত্রী এ বৃত্তি পরীক্ষায় অংশ নেয় তন্মদ্ধে ৫ হাজার ২শ’ ৫২ জন ট্যালেন্টপুলে ও ১০ হাজার ৩শ’ ৬৩ জন অন্যান্য গ্রেডে বৃত্তি লাভ করে।
বা/খ: এসআর।