১৬ মার্চ বৃহস্পতিবার অনুষ্ঠিতব্য বোয়ালখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রেজাউল করিমের নৌকা প্রতীকের সমর্থনে চেয়ারম্যান কাজল দে’র নেতৃত্বে গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।
১৩ মার্চ সোমবার বিকেলে আমুচিয়া ৭নং ওয়ার্ডে এ গণসংযোগ অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন ৯নং আমুচিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান বাবু কাজল দে।
আওয়ামী লীগ নেতা সঞ্জয় দে, ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সান্টু বিশ্বাস, আমুচিয়া ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ কামাল, আকুবদন্ডী ওয়ার্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক সৈয়দ মোঃ নজরুল ইসলাম, বোয়ালখালী উপজেলা আওয়ামী যুবলীগ নেতা মুবিনুল কামাল, প্রণয় দাশ গুপ্ত শিমুল, আমুচিয়া ইউনিয়ন আওয়ামী যুবলীগ নেতা সমীরণ চক্রবর্তী, ইমরান উদ্দিন নয়ন, স্যার আশুতোস কলেজ ছাত্রলীগের আহবায়ক কমিটির সদস্য মোঃ কায়ুম, সুরঞ্জিত বিশ্বাস,
বোয়ালখালী উপজেলা ছাত্রলীগ নেতা এস এম ইয়াছিন, সাজ্জাদ, এস এম জাবেদ, রানা প্রমুখ।
গণসংযোগের সময় চেয়ারম্যান কাজল দে বলেন, আপনারা আগামী ১৬ মার্চ বৃহস্পতিবার অনুষ্ঠিতব্য বোয়ালখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে ভোট কেন্দ্রে গিয়ে নৌকায় ভোট দেবেন। এলাকার উন্নয়নের দায়িত্ব আমি নিলাম। প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র সরকার গ্রামকে শহর ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ কাজ করে যাচ্ছেন।