ঢাকা ০৮:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

ভারতে নতুন সংসদ ভবন উদ্বোধন ২৮ মে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:২৬:২৬ অপরাহ্ন, বুধবার, ২৪ মে ২০২৩
  • / ৪৫৬ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের নতুন সংসদ ভবন উদ্বোধন হবে আগামী ২৮শে মে। দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সংসদ ভবন উদ্বোধনের কথা রয়েছে। কিন্তু এই নিয়ে প্রশ্ন তুলেছে ভারতের বিরোধী রাজনৈতিক দলগুলো। তারা বলছেন, প্রধানমন্ত্রী নয়, রাষ্ট্রপতির উচিত এটি উদ্বোধন করা।

ভারতের বর্তমান সংসদ ভবনটি ৯৩ বছরের পুরানো কাঠামো হওয়ায় সংসদ সদস্য ও কর্মীরা নিরাপত্তাহীনতায় ভুগছিলেন। পুরানো কাঠামোর সাথে স্থিতিশীলতার উদ্বেগের কারণে ২০১০ সালে একটি নতুন সংসদ ভবনের প্রস্তাব উত্থাপন হয়। ইতোমধ্যেই অত্যাধুনিক সাজে সজ্জিত নতুন ভবনের নির্মাণ কাজ শেষ হয়েছে।

নির্মাণ কাজ সম্পূর্ণ হওয়ায় সংসদের স্পিকার ওম বিড়লা প্রধানমন্ত্রী মোদির সঙ্গে সাক্ষাৎ করে তাকে নতুন ভবন উদ্বোধনের জন্য আমন্ত্রণ জানান গত শনিবার। এরপরই সামাজিক যোগাযোগমাধ্যমসহ নানাভাবে প্রশ্ন ছুড়তে থাকেন বিরোধীরা।

রাষ্ট্রপতিকে ভবনটি উদ্বোধনের অনুরোধ না করায় দেশটির বিরোধী নেতারা সরকারের বিরুদ্ধে ‘সাংবিধানিক অনৈতিকতার’ অভিযোগ করেছেন। তারা বলছেন, প্রধানমন্ত্রীর সংসদ ভবন উদ্বোধন সংবিধানের সাথে সাংঘর্ষিক। কারণ প্রধানমন্ত্রী কার্যনির্বাহী প্রধান, আইনসভার নয়। রাষ্ট্রের প্রধান হিসেবে রাষ্ট্রপতিতে নতুন সংসদ ভবন উদ্বোধন করতে দেয়া উচিত।

কংগ্রেস নেতা রাহুল গান্ধী মোদি সরকারের সমালোচনা করে বলেন, নিয়ম অনুযায়ী প্রধানমন্ত্রীর নয়, রাষ্ট্রপতিরই নতুন সংসদ ভবনের উদ্বোধন করা উচিত।

অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিনের প্রধান আসাদুদ্দিন ওয়াইসি টুইট করেছেন, ‘তিনি (প্রধানমন্ত্রী) নির্বাহী বিভাগের প্রধান। আইনসভার নন। আমাদের ক্ষমতা ভাগ করা আছে। লোকসভার স্পিকার এবং রাজ্যসভার চেয়ারম্যান উদ্বোধন করতে পারতেন। সংসদ ভবন জনসাধারণের অর্থে তৈরি। কেন প্রধানমন্ত্রী ও তার বন্ধুরা এমন ভাব দেখাচ্ছেন যেন তা ব্যক্তিগত তহবিলের অর্থে তৈরি?’

আরজেডি নেতা মনোজ কুমার ঝায়ের প্রশ্ন, রাষ্ট্রপতির কি নতুন সংসদ ভবনের উদ্বোধন করা উচিত নয়?

কংগ্রেস নেতা আনন্দ শর্মা টুইটে বলেন, প্রধানমন্ত্রী নতুন সংসদ ভবন উদ্বোধন করবেন! কাজটা সাংবিধানিকভাবেও সঠিক হবে না। কোনও বৃহৎ গণতান্ত্রিক দেশে এমন হয় না।

এদিকে, বিতর্ক চলছে আরেকটি বিষয় নিয়ে। যেদিন সংসদ ভবনের উদ্বোধনের তারিখ রাখা হয়েছে ওই দিনটি হিন্দুত্ববাদী মতাদর্শী ভিডি সাভারকারের জন্মবার্ষিকী। এ নিয়ে তীব্র প্রতিবাদ জানিয়েছে কংগ্রেসসহ কয়েকটি দল।

বিরোধী দলগুলোর নেতারা বলছেন, পার্লামেন্ট ভবন উদ্বোধনের জন্য এই তারিখটি বেছে নেয়া ভারতের প্রতিষ্ঠাতা পিতাদের ‘অপমানজনক’।

কংগ্রেস দলীয় সংসদ সদস্য জয়রাম রমেশ বলেন, ‘সারাজীবন মহাত্মা গান্ধীর তীব্র বিরোধিতাকারী ব্যক্তির জন্মবার্ষিকীতে’ নতুন সংসদ ভবন উদ্বোধনের সিদ্ধান্ত দায়িত্বজ্ঞানহীন।

তবে ক্ষমতাসীন ভারতী জনতা পার্টি (বিজেপি) এই সিদ্ধান্তকে সমর্থন করে বলেছে, নতুন ভবনটি ভারতীয়দের জন্য গর্বের বিষয়। বিজেপির মুখপাত্র গৌরব ভাটিয়া বলেন, রাহুল গান্ধী ‘শুভ সময়ে একটি অশুভ লক্ষণ’ যিনি এই ‘ঐতিহাসিক মুহূর্তকে’ স্বাগত জানাতে পারেননি।

এদিকে, নতুন সংসদ ভবন উদ্বোধন অনুষ্ঠান কংগ্রেসসহ বেশ কয়েকটি দল বয়কট করতে পারে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যমগুলো।

উল্লে­খ্য, ২০২১ সালের জানুয়ারিতে নতুন সংসদের কাজ শুরু হয়। চারতলা ভবনটি টাটা প্রজেক্টস দ্বারা নির্মিত। এটি বানাতে খরচ হয়েছে আনুমানিক ৯ দশমিক ৭ বিলিয়ন রুপি।

নিউজটি শেয়ার করুন

ভারতে নতুন সংসদ ভবন উদ্বোধন ২৮ মে

আপডেট সময় : ০৩:২৬:২৬ অপরাহ্ন, বুধবার, ২৪ মে ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের নতুন সংসদ ভবন উদ্বোধন হবে আগামী ২৮শে মে। দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সংসদ ভবন উদ্বোধনের কথা রয়েছে। কিন্তু এই নিয়ে প্রশ্ন তুলেছে ভারতের বিরোধী রাজনৈতিক দলগুলো। তারা বলছেন, প্রধানমন্ত্রী নয়, রাষ্ট্রপতির উচিত এটি উদ্বোধন করা।

ভারতের বর্তমান সংসদ ভবনটি ৯৩ বছরের পুরানো কাঠামো হওয়ায় সংসদ সদস্য ও কর্মীরা নিরাপত্তাহীনতায় ভুগছিলেন। পুরানো কাঠামোর সাথে স্থিতিশীলতার উদ্বেগের কারণে ২০১০ সালে একটি নতুন সংসদ ভবনের প্রস্তাব উত্থাপন হয়। ইতোমধ্যেই অত্যাধুনিক সাজে সজ্জিত নতুন ভবনের নির্মাণ কাজ শেষ হয়েছে।

নির্মাণ কাজ সম্পূর্ণ হওয়ায় সংসদের স্পিকার ওম বিড়লা প্রধানমন্ত্রী মোদির সঙ্গে সাক্ষাৎ করে তাকে নতুন ভবন উদ্বোধনের জন্য আমন্ত্রণ জানান গত শনিবার। এরপরই সামাজিক যোগাযোগমাধ্যমসহ নানাভাবে প্রশ্ন ছুড়তে থাকেন বিরোধীরা।

রাষ্ট্রপতিকে ভবনটি উদ্বোধনের অনুরোধ না করায় দেশটির বিরোধী নেতারা সরকারের বিরুদ্ধে ‘সাংবিধানিক অনৈতিকতার’ অভিযোগ করেছেন। তারা বলছেন, প্রধানমন্ত্রীর সংসদ ভবন উদ্বোধন সংবিধানের সাথে সাংঘর্ষিক। কারণ প্রধানমন্ত্রী কার্যনির্বাহী প্রধান, আইনসভার নয়। রাষ্ট্রের প্রধান হিসেবে রাষ্ট্রপতিতে নতুন সংসদ ভবন উদ্বোধন করতে দেয়া উচিত।

কংগ্রেস নেতা রাহুল গান্ধী মোদি সরকারের সমালোচনা করে বলেন, নিয়ম অনুযায়ী প্রধানমন্ত্রীর নয়, রাষ্ট্রপতিরই নতুন সংসদ ভবনের উদ্বোধন করা উচিত।

অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিনের প্রধান আসাদুদ্দিন ওয়াইসি টুইট করেছেন, ‘তিনি (প্রধানমন্ত্রী) নির্বাহী বিভাগের প্রধান। আইনসভার নন। আমাদের ক্ষমতা ভাগ করা আছে। লোকসভার স্পিকার এবং রাজ্যসভার চেয়ারম্যান উদ্বোধন করতে পারতেন। সংসদ ভবন জনসাধারণের অর্থে তৈরি। কেন প্রধানমন্ত্রী ও তার বন্ধুরা এমন ভাব দেখাচ্ছেন যেন তা ব্যক্তিগত তহবিলের অর্থে তৈরি?’

আরজেডি নেতা মনোজ কুমার ঝায়ের প্রশ্ন, রাষ্ট্রপতির কি নতুন সংসদ ভবনের উদ্বোধন করা উচিত নয়?

কংগ্রেস নেতা আনন্দ শর্মা টুইটে বলেন, প্রধানমন্ত্রী নতুন সংসদ ভবন উদ্বোধন করবেন! কাজটা সাংবিধানিকভাবেও সঠিক হবে না। কোনও বৃহৎ গণতান্ত্রিক দেশে এমন হয় না।

এদিকে, বিতর্ক চলছে আরেকটি বিষয় নিয়ে। যেদিন সংসদ ভবনের উদ্বোধনের তারিখ রাখা হয়েছে ওই দিনটি হিন্দুত্ববাদী মতাদর্শী ভিডি সাভারকারের জন্মবার্ষিকী। এ নিয়ে তীব্র প্রতিবাদ জানিয়েছে কংগ্রেসসহ কয়েকটি দল।

বিরোধী দলগুলোর নেতারা বলছেন, পার্লামেন্ট ভবন উদ্বোধনের জন্য এই তারিখটি বেছে নেয়া ভারতের প্রতিষ্ঠাতা পিতাদের ‘অপমানজনক’।

কংগ্রেস দলীয় সংসদ সদস্য জয়রাম রমেশ বলেন, ‘সারাজীবন মহাত্মা গান্ধীর তীব্র বিরোধিতাকারী ব্যক্তির জন্মবার্ষিকীতে’ নতুন সংসদ ভবন উদ্বোধনের সিদ্ধান্ত দায়িত্বজ্ঞানহীন।

তবে ক্ষমতাসীন ভারতী জনতা পার্টি (বিজেপি) এই সিদ্ধান্তকে সমর্থন করে বলেছে, নতুন ভবনটি ভারতীয়দের জন্য গর্বের বিষয়। বিজেপির মুখপাত্র গৌরব ভাটিয়া বলেন, রাহুল গান্ধী ‘শুভ সময়ে একটি অশুভ লক্ষণ’ যিনি এই ‘ঐতিহাসিক মুহূর্তকে’ স্বাগত জানাতে পারেননি।

এদিকে, নতুন সংসদ ভবন উদ্বোধন অনুষ্ঠান কংগ্রেসসহ বেশ কয়েকটি দল বয়কট করতে পারে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যমগুলো।

উল্লে­খ্য, ২০২১ সালের জানুয়ারিতে নতুন সংসদের কাজ শুরু হয়। চারতলা ভবনটি টাটা প্রজেক্টস দ্বারা নির্মিত। এটি বানাতে খরচ হয়েছে আনুমানিক ৯ দশমিক ৭ বিলিয়ন রুপি।