ঢাকা ০৫:২৫ পূর্বাহ্ন, বুধবার, ২২ মে ২০২৪, ৭ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

ইসরাইলের বিরুদ্ধে পদক্ষেপ নেয়ার হুঁশিয়ারি জাতিসংঘের

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০৩:০৪:১৪ অপরাহ্ন, বুধবার, ১ মে ২০২৪
  • / ৪৪৪ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাফাতে সামরিক অভিযান চালালে ইসরাইলের বিরুদ্ধে বৈশ্বিকভাবে পদক্ষেপ নেয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্থোনিও গুতেরেস। এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, রাফাতে সামরিক হামলা শুধুমাত্র গাজার ফিলিস্তিনিদের ওপর ধ্বংসাত্মক প্রভাব ফেলবে না, পুরো অঞ্চল জুড়ে প্রভাব ফেলবে।

গুতেরেস বলেন, ‘রাফাতে সামরিক হামলা হলে আরও হাজার হাজার বেসামরিক লোক প্রাণ হারাবে। এবং হাজার হাজার মানুষকে পালিয়ে যেতে বাধ্য করা হবে।’ গাজায় বেসামরিক নাগরিক হতাহতের ঘটনা বন্ধ এবং বাস্তুচ্যুতি রোধে পদক্ষেপ নিতে ইসরাইলের ওপর প্রভাব রয়েছে এমন দেশগুলোর প্রতি আহ্বান জানান তিনি।

আন্থোনিও গুতেরেস বলেন, ‘গাজার জনগণের স্বার্থে, বন্দি এবং তাদের পরিবারের স্বার্থে ইসরাইলি সরকার এবং হামাস নেতৃত্বকে একটি চুক্তিতে পৌঁছানোর জন্য জোরালোভাবে উৎসাহিত করছি।’

এসময় গাজায় সম্প্রতি পাওয়া গণকবর বিষয়ে গুতেরেস বলেন, ‘আল শিফা মেডিকেল কমপ্লেক্স এবং নাসের মেডিকেল কমপ্লেক্সসহ গাজার বেশ কয়েকটি স্থানে গণকবর পাওয়ার খবরে আমি গভীরভাবে উদ্বিগ্ন।’ গণকবরের বিষয়ে স্বাধীন ও আন্তর্জাতিক তদন্তের প্রয়োজনীয়তার ওপর জোর দেন গুতেরেস। তিনি বলেন, ‘ফরেনসিক দক্ষতাসহ স্বাধীন আন্তর্জাতিক তদন্তকারীদের এই গণকবরগুলোর স্থানগুলোতে অবিলম্বে প্রবেশের অনুমতি দেওয়া অপরিহার্য, যাতে সুনির্দিষ্ট কারণ উদঘাটন করা যায়।

নিউজটি শেয়ার করুন

ইসরাইলের বিরুদ্ধে পদক্ষেপ নেয়ার হুঁশিয়ারি জাতিসংঘের

আপডেট সময় : ০৩:০৪:১৪ অপরাহ্ন, বুধবার, ১ মে ২০২৪

রাফাতে সামরিক অভিযান চালালে ইসরাইলের বিরুদ্ধে বৈশ্বিকভাবে পদক্ষেপ নেয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্থোনিও গুতেরেস। এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, রাফাতে সামরিক হামলা শুধুমাত্র গাজার ফিলিস্তিনিদের ওপর ধ্বংসাত্মক প্রভাব ফেলবে না, পুরো অঞ্চল জুড়ে প্রভাব ফেলবে।

গুতেরেস বলেন, ‘রাফাতে সামরিক হামলা হলে আরও হাজার হাজার বেসামরিক লোক প্রাণ হারাবে। এবং হাজার হাজার মানুষকে পালিয়ে যেতে বাধ্য করা হবে।’ গাজায় বেসামরিক নাগরিক হতাহতের ঘটনা বন্ধ এবং বাস্তুচ্যুতি রোধে পদক্ষেপ নিতে ইসরাইলের ওপর প্রভাব রয়েছে এমন দেশগুলোর প্রতি আহ্বান জানান তিনি।

আন্থোনিও গুতেরেস বলেন, ‘গাজার জনগণের স্বার্থে, বন্দি এবং তাদের পরিবারের স্বার্থে ইসরাইলি সরকার এবং হামাস নেতৃত্বকে একটি চুক্তিতে পৌঁছানোর জন্য জোরালোভাবে উৎসাহিত করছি।’

এসময় গাজায় সম্প্রতি পাওয়া গণকবর বিষয়ে গুতেরেস বলেন, ‘আল শিফা মেডিকেল কমপ্লেক্স এবং নাসের মেডিকেল কমপ্লেক্সসহ গাজার বেশ কয়েকটি স্থানে গণকবর পাওয়ার খবরে আমি গভীরভাবে উদ্বিগ্ন।’ গণকবরের বিষয়ে স্বাধীন ও আন্তর্জাতিক তদন্তের প্রয়োজনীয়তার ওপর জোর দেন গুতেরেস। তিনি বলেন, ‘ফরেনসিক দক্ষতাসহ স্বাধীন আন্তর্জাতিক তদন্তকারীদের এই গণকবরগুলোর স্থানগুলোতে অবিলম্বে প্রবেশের অনুমতি দেওয়া অপরিহার্য, যাতে সুনির্দিষ্ট কারণ উদঘাটন করা যায়।