ঢাকা ০৬:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ মে ২০২৪, ৯ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

১৫ আগস্টে জঙ্গি হামলার হুমকি নেই: ডিএমপি

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০১:০৩:৫৪ অপরাহ্ন, সোমবার, ১৪ অগাস্ট ২০২৩
  • / ৪৭৩ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

১৫ আগস্ট জাতীয় শোক দিবস ঘিরে জঙ্গি হামলার কোনো সুনির্দিষ্ট হুমকি নেই বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার (ডিএমপি) খন্দকার গোলাম ফারুক। তবে নির্বাচনের বছর হওয়ায় সহিংসতা হতে পারে, তাই পুরো মাস জুড়েই সর্তক আছে পুলিশ।

আজ সোমবার (১৪ আগস্ট) ধানমণ্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সংবাদ সম্মেলনে এসব কথা জানান ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার খন্দকার গোলাম ফারুক।

এসময় খন্দকার গোলাম ফারুক বলেন, সিটিটিসি ও ডিবির সাইবার টিম পরিস্থিতি মনিটর করছে। জঙ্গি নিয়ন্ত্রণে থাকলেও নির্মূল হয়নি। তাই সব কিছু মাথায় নিয়ে নিরাপত্তা ব্যবস্থা সাজানো হয়েছে।

ডিএমপি কমিশনার আরও বলেন, এদিনটি উপলক্ষে দুই স্তর বিশিষ্ট নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে রাজধানীতে। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধার নিবেদনে আসার সময় কোনো ধরনের ব্যাগ সঙ্গে আনা যাবে না। রাজধানীজুড়ে ১৫ আগস্টকে কেন্দ্র করে অভিযান চালানো হচ্ছে। তবে সুনির্দিষ্ট কোনো জঙ্গি হামলার সম্ভবনা নেই। তারপরও যে কোনো পরিস্থিতি মোকাবেলায় আইনশৃঙ্খলা বাহিনী তৎপর আছে।

খন্দকার গোলাম ফারুক আরও বলেন, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর নিরাপত্তার কথা মাথায় রেখেই জাতীয় শোক দিবসে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।

প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি শ্রদ্ধা জানানোর পর অন্যরা প্রবেশ করতে পারবে। এর জন্য দুইভাবে নিরাপত্তা ব্যবস্থা সাজানো হয়েছে। যারা আসবেন, ব্যাগ বা অন্যকিছু নিয়ে প্রবেশ করতে পারবেন না। মেটাল ডিকেটকর, আর্চওয়ে দিয়ে তল্লাশির মাধ্যমে প্রবেশ করতে পারবে।

নিউজটি শেয়ার করুন

১৫ আগস্টে জঙ্গি হামলার হুমকি নেই: ডিএমপি

আপডেট সময় : ০১:০৩:৫৪ অপরাহ্ন, সোমবার, ১৪ অগাস্ট ২০২৩

১৫ আগস্ট জাতীয় শোক দিবস ঘিরে জঙ্গি হামলার কোনো সুনির্দিষ্ট হুমকি নেই বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার (ডিএমপি) খন্দকার গোলাম ফারুক। তবে নির্বাচনের বছর হওয়ায় সহিংসতা হতে পারে, তাই পুরো মাস জুড়েই সর্তক আছে পুলিশ।

আজ সোমবার (১৪ আগস্ট) ধানমণ্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সংবাদ সম্মেলনে এসব কথা জানান ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার খন্দকার গোলাম ফারুক।

এসময় খন্দকার গোলাম ফারুক বলেন, সিটিটিসি ও ডিবির সাইবার টিম পরিস্থিতি মনিটর করছে। জঙ্গি নিয়ন্ত্রণে থাকলেও নির্মূল হয়নি। তাই সব কিছু মাথায় নিয়ে নিরাপত্তা ব্যবস্থা সাজানো হয়েছে।

ডিএমপি কমিশনার আরও বলেন, এদিনটি উপলক্ষে দুই স্তর বিশিষ্ট নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে রাজধানীতে। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধার নিবেদনে আসার সময় কোনো ধরনের ব্যাগ সঙ্গে আনা যাবে না। রাজধানীজুড়ে ১৫ আগস্টকে কেন্দ্র করে অভিযান চালানো হচ্ছে। তবে সুনির্দিষ্ট কোনো জঙ্গি হামলার সম্ভবনা নেই। তারপরও যে কোনো পরিস্থিতি মোকাবেলায় আইনশৃঙ্খলা বাহিনী তৎপর আছে।

খন্দকার গোলাম ফারুক আরও বলেন, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর নিরাপত্তার কথা মাথায় রেখেই জাতীয় শোক দিবসে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।

প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি শ্রদ্ধা জানানোর পর অন্যরা প্রবেশ করতে পারবে। এর জন্য দুইভাবে নিরাপত্তা ব্যবস্থা সাজানো হয়েছে। যারা আসবেন, ব্যাগ বা অন্যকিছু নিয়ে প্রবেশ করতে পারবেন না। মেটাল ডিকেটকর, আর্চওয়ে দিয়ে তল্লাশির মাধ্যমে প্রবেশ করতে পারবে।