ঢাকা ০৬:৩০ পূর্বাহ্ন, রবিবার, ১৬ জুন ২০২৪, ২ আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

শাহজাদপুরে ভুয়া শিক্ষকের নাম পোলিং অফিসারের তালিকায়

ভরত সাহা, স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৭:১৮:০৩ অপরাহ্ন, বুধবার, ২২ মে ২০২৪
  • / ৬০০ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আগামী ২৯ মে বুধবার অনুষ্ঠিত হতে যাচ্ছে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা পরিষদ নির্বাচন। এ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসারের তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। গত ২৪ এপ্রিল উপজেলার ডায়া ইসলামিয়া স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার প্রধান শিক্ষক মোঃ আব্দুল মালেক স্বাক্ষরিত ৫ জন শিক্ষকের নাম ভোটগ্রহন কর্মকর্তা নিয়োগে প্যানেল প্রস্তুতের জন্য শিক্ষক/কর্মচারী তালিকা স্থানীয় নির্বাচন অফিসে পাঠালেও তারা পাননি উপজেলা পরিষদ নির্বাচনে কোনো দায়িত্ব । কিন্তু, একই মাদরাসার নাম ব্যবহার করে মোঃ নজরুল ইসলাম নামের এক ভুয়া শিক্ষকের নাম অন্তর্ভূক্ত করা হয়েছে পোলিং অফিসারের তালিকায়। এ ঘটনায় ওই মাদরাসার শিক্ষকমন্ডলীসহ নানা মহলে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে!

এ বিষয়ে ‍ভুয়া শিক্ষক মোঃ নজরুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, গত বছর এভাবেই তিনি নির্বাচনে দায়িত্ব পালন করেছেন। এবারের তালিকায় তার নাম কিভাবে এসেছে তা তিনিও জানেন না! ইতিপূর্বে নজরুল ইসলাম ওই মাদরাসায় খন্ডকালীন শিক্ষকের দায়িত্ব পালনের দাবী করলেও উক্ত মাদরাসার শিক্ষকরা জানিয়েছেন, এ নামের কোন শিক্ষক কখনই তাদের মাদরাসায় চাকরী করেনি।

শাহজাদপুরে ভুয়া শিক্ষকের নাম পোলিং অফিসারের তালিকায়

উক্ত তালিকার প্রিজাইডিং অফিসার ঠুটিয়া ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মোঃ খয়বর আলী বলেন, ‘নির্বাচন অফিস থেকে যে তালিকা দেয়া হয়েছে, সে মোতাবেক ট্রেনিংয়ের জন্য ডাকা হচ্ছে এবং নির্বাচনের দায়িত্বে এদেরই নিয়োগ দেয়া হয়ে থাকে।

অপরদিকে, আসন্ন শাহজাদপুর উপজেলা পরিষদ নির্বাচনের সহকারী রির্টার্ণিং অফিসার, ইউএনও মোঃ কামরুজ্জামান ও উপজেলা নির্বাচন কর্মকর্তা হাসিব বিন সাহার এ বিষয়ে বলেন, ‘ট্রেনিংয়ের জন্য এ তালিকা প্রস্তুত করা হয়েছে। এখনও এদের নিয়োগ দেয়া হয়নি। কারও বিরুদ্ধে অভিযোগ থাকলে তদন্ত সাপেক্ষে তাকে বাদ দেয়া হবে।

 

নিউজটি শেয়ার করুন

শাহজাদপুরে ভুয়া শিক্ষকের নাম পোলিং অফিসারের তালিকায়

আপডেট সময় : ০৭:১৮:০৩ অপরাহ্ন, বুধবার, ২২ মে ২০২৪

আগামী ২৯ মে বুধবার অনুষ্ঠিত হতে যাচ্ছে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা পরিষদ নির্বাচন। এ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসারের তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। গত ২৪ এপ্রিল উপজেলার ডায়া ইসলামিয়া স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার প্রধান শিক্ষক মোঃ আব্দুল মালেক স্বাক্ষরিত ৫ জন শিক্ষকের নাম ভোটগ্রহন কর্মকর্তা নিয়োগে প্যানেল প্রস্তুতের জন্য শিক্ষক/কর্মচারী তালিকা স্থানীয় নির্বাচন অফিসে পাঠালেও তারা পাননি উপজেলা পরিষদ নির্বাচনে কোনো দায়িত্ব । কিন্তু, একই মাদরাসার নাম ব্যবহার করে মোঃ নজরুল ইসলাম নামের এক ভুয়া শিক্ষকের নাম অন্তর্ভূক্ত করা হয়েছে পোলিং অফিসারের তালিকায়। এ ঘটনায় ওই মাদরাসার শিক্ষকমন্ডলীসহ নানা মহলে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে!

এ বিষয়ে ‍ভুয়া শিক্ষক মোঃ নজরুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, গত বছর এভাবেই তিনি নির্বাচনে দায়িত্ব পালন করেছেন। এবারের তালিকায় তার নাম কিভাবে এসেছে তা তিনিও জানেন না! ইতিপূর্বে নজরুল ইসলাম ওই মাদরাসায় খন্ডকালীন শিক্ষকের দায়িত্ব পালনের দাবী করলেও উক্ত মাদরাসার শিক্ষকরা জানিয়েছেন, এ নামের কোন শিক্ষক কখনই তাদের মাদরাসায় চাকরী করেনি।

শাহজাদপুরে ভুয়া শিক্ষকের নাম পোলিং অফিসারের তালিকায়

উক্ত তালিকার প্রিজাইডিং অফিসার ঠুটিয়া ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মোঃ খয়বর আলী বলেন, ‘নির্বাচন অফিস থেকে যে তালিকা দেয়া হয়েছে, সে মোতাবেক ট্রেনিংয়ের জন্য ডাকা হচ্ছে এবং নির্বাচনের দায়িত্বে এদেরই নিয়োগ দেয়া হয়ে থাকে।

অপরদিকে, আসন্ন শাহজাদপুর উপজেলা পরিষদ নির্বাচনের সহকারী রির্টার্ণিং অফিসার, ইউএনও মোঃ কামরুজ্জামান ও উপজেলা নির্বাচন কর্মকর্তা হাসিব বিন সাহার এ বিষয়ে বলেন, ‘ট্রেনিংয়ের জন্য এ তালিকা প্রস্তুত করা হয়েছে। এখনও এদের নিয়োগ দেয়া হয়নি। কারও বিরুদ্ধে অভিযোগ থাকলে তদন্ত সাপেক্ষে তাকে বাদ দেয়া হবে।