ঢাকা ০৬:১৩ পূর্বাহ্ন, রবিবার, ১৬ জুন ২০২৪, ২ আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

শ্রীনগরে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিয়ে পিএফজির মতবিনিময় সভা 

মুনীরুল ইসলাম
  • আপডেট সময় : ১০:৩৬:৪৭ অপরাহ্ন, বুধবার, ২২ মে ২০২৪
  • / ৪৭২ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
শ্রীনগর উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বদ্বী প্রার্থীদের নিয়ে মত বিনিময় সভা করেছে পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি)। বুধবার বেলা ১১ টায় শ্রীনগর প্রেস ক্লাব মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।
দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর এমআইপিএস প্রকল্পের সহায়তায় পিএফজি শ্রীনগর উপজেলা কমিটি এই অনুষ্ঠানের আয়াজন করে। শ্রীনগর পিএফজি’র জেষ্ঠ্য সদস্য আব্দুল লতিফ মিঞার সভাপতিত্বে ও দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর ফিল্ড কােঅর্ডিনেটর রিপন আচার্যের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন পিএফজি’র অ্যাম্বাসেডর মোঃ জাহাঙ্গীর খান।
মত বিনিময় সভায় উপস্থিত হয়ে উপজেলা নির্বাচনে প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান প্রার্থী ওয়াহিদুর রহমান জিঠু (আনারস), ভাইস চেয়ারম্যান প্রার্থী এড‌ভো‌কেট মোঃ কামরুল হাসান (টিউবও‌য়েল),মোঃ কামরুজ্জামান মৃধা কামরুল (তালা), মোঃ মাহবুব আলম ডিউ (বই), মোঃ মাছুম মোল্লা (মাইক), ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী রেহেনা বেগম (হাঁস), মর্জিনা বেগম মুনি (ফুটবল), মােসাঃ সামছুন নাহার (প্রজাপতি), ফিরুজা বেগম (কলস)।
তারা ভােটারদর প্রত্যাশা পূরণের প্রতিশ্রুতি ব্যক্ত করেন এবং নিজ নিজ পরিকল্পনা তুলে ধরেন। প্রার্থীগণ একটি অবাধ, নিরোপক্ষ ও শান্তিপুর্ণ উপজেলা পরিষদ নির্বাচনের লক্ষ্য সবার্ত্মক সহযাগিতা করার অঙ্গীকার প্রদান করেন এবং নির্বাচিত হলে জনগণের প্রত্যাশা পূরণ করবেন বলে প্রতিদ্বন্দ্বী প্রার্থীগণ প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
আয়ােজনকারীরা জানান, অনুষ্ঠানে প্রতিদ্বন্দ্বীতাকারী সকল প্রার্থীকে আমন্ত্রণ জানানাে হয়েছিল।
মত বিনিময় সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের এরিয়া কোঅর্ডিনেটর সৈয়দ নজরুল ইসলাম, সিরাজ‌দিখান উপ‌জেলা পিএফ‌জি অ‌্যাম্বা‌সেডর এমদাদুল হক পলাশ, কো-অ‌র্ডি‌নেটর রত্না হাওলাদার, শ্রীনগর পিএফ‌জির পিস অ‌্যাম্বা‌সেডর এসএমএ খা‌লেক, পিস অ‌্যাম্বা‌সেডর দেওয়ান আবুল হা‌শেম, পিস অ‌্যাম্বা‌সেডর ডাঃ মাসুম খান ডালু, কো-অ‌র্ডি‌নেটর জ‌সিম মোল্লা। উক্ত অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা, নারী প্রতিনিধি, যুব প্রতিনিধি,সাংবাদিক  প্রতিনিধি,নাগরিক সমাজের প্রতিনিধি,জন প্রতিনিধি, পিএফজি’র নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার নাগরিকগণ নিজ নিজ প্রত্যাশা এবং প্রার্থীদের ভবিষ্যৎ পরিকল্পনার বিষয় জানতে চান।

নিউজটি শেয়ার করুন

শ্রীনগরে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিয়ে পিএফজির মতবিনিময় সভা 

আপডেট সময় : ১০:৩৬:৪৭ অপরাহ্ন, বুধবার, ২২ মে ২০২৪
শ্রীনগর উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বদ্বী প্রার্থীদের নিয়ে মত বিনিময় সভা করেছে পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি)। বুধবার বেলা ১১ টায় শ্রীনগর প্রেস ক্লাব মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।
দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর এমআইপিএস প্রকল্পের সহায়তায় পিএফজি শ্রীনগর উপজেলা কমিটি এই অনুষ্ঠানের আয়াজন করে। শ্রীনগর পিএফজি’র জেষ্ঠ্য সদস্য আব্দুল লতিফ মিঞার সভাপতিত্বে ও দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর ফিল্ড কােঅর্ডিনেটর রিপন আচার্যের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন পিএফজি’র অ্যাম্বাসেডর মোঃ জাহাঙ্গীর খান।
মত বিনিময় সভায় উপস্থিত হয়ে উপজেলা নির্বাচনে প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান প্রার্থী ওয়াহিদুর রহমান জিঠু (আনারস), ভাইস চেয়ারম্যান প্রার্থী এড‌ভো‌কেট মোঃ কামরুল হাসান (টিউবও‌য়েল),মোঃ কামরুজ্জামান মৃধা কামরুল (তালা), মোঃ মাহবুব আলম ডিউ (বই), মোঃ মাছুম মোল্লা (মাইক), ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী রেহেনা বেগম (হাঁস), মর্জিনা বেগম মুনি (ফুটবল), মােসাঃ সামছুন নাহার (প্রজাপতি), ফিরুজা বেগম (কলস)।
তারা ভােটারদর প্রত্যাশা পূরণের প্রতিশ্রুতি ব্যক্ত করেন এবং নিজ নিজ পরিকল্পনা তুলে ধরেন। প্রার্থীগণ একটি অবাধ, নিরোপক্ষ ও শান্তিপুর্ণ উপজেলা পরিষদ নির্বাচনের লক্ষ্য সবার্ত্মক সহযাগিতা করার অঙ্গীকার প্রদান করেন এবং নির্বাচিত হলে জনগণের প্রত্যাশা পূরণ করবেন বলে প্রতিদ্বন্দ্বী প্রার্থীগণ প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
আয়ােজনকারীরা জানান, অনুষ্ঠানে প্রতিদ্বন্দ্বীতাকারী সকল প্রার্থীকে আমন্ত্রণ জানানাে হয়েছিল।
মত বিনিময় সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের এরিয়া কোঅর্ডিনেটর সৈয়দ নজরুল ইসলাম, সিরাজ‌দিখান উপ‌জেলা পিএফ‌জি অ‌্যাম্বা‌সেডর এমদাদুল হক পলাশ, কো-অ‌র্ডি‌নেটর রত্না হাওলাদার, শ্রীনগর পিএফ‌জির পিস অ‌্যাম্বা‌সেডর এসএমএ খা‌লেক, পিস অ‌্যাম্বা‌সেডর দেওয়ান আবুল হা‌শেম, পিস অ‌্যাম্বা‌সেডর ডাঃ মাসুম খান ডালু, কো-অ‌র্ডি‌নেটর জ‌সিম মোল্লা। উক্ত অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা, নারী প্রতিনিধি, যুব প্রতিনিধি,সাংবাদিক  প্রতিনিধি,নাগরিক সমাজের প্রতিনিধি,জন প্রতিনিধি, পিএফজি’র নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার নাগরিকগণ নিজ নিজ প্রত্যাশা এবং প্রার্থীদের ভবিষ্যৎ পরিকল্পনার বিষয় জানতে চান।