ঢাকা ০৮:১৯ পূর্বাহ্ন, রবিবার, ১৬ জুন ২০২৪, ২ আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

কলাপাড়ায় মন্দিরের প্রতিমা ভাংচুর, স্বর্ণের চোখ চুরির ঘটনায় মামলা দায়ের

এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া প্রতিনিধি
  • আপডেট সময় : ০৬:০৪:০৩ অপরাহ্ন, বুধবার, ২২ মে ২০২৪
  • / ৪৪৪ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
পটুয়াখালীর কলাপাড়া পৌর পৌরশহরের জগন্নাথ আখড়া নাট মন্দিরের মনসা, কালী ও শীতলা প্রতিমা ভাংচুর করে স্বর্ণের চোখ চুরির ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার রাতে মন্দির পরিচালনা কমিটির সভাপতি গোসাই সাহা বাদী হয়ে ২ লক্ষ ত্রিশ হাজার টাকা ক্ষতি সাধনের উল্লেখ করে অজ্ঞাত আসামিদের নামে এ মামলা দায়ের করেন।
এর আগে মংগলবার দুপুর ২ টার দিকে কে বা কারা জগন্নাথ আখড়া নাট মন্দিরের প্রতিমা ভাংচুর করে স্বর্ণের চোখ চুরি করে নিয়ে যায়। ঘটনার পর পুলিশ, র‌্যাব মন্দির এলাকা পরিদর্শন করে সিসি টিভির ফুটেজ সংগ্রহ করেছে।
এদিকে স্থানীয় সাংসদ, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী অধ্যক্ষ মোঃ মহিববুর রহমান এমপি সংশ্লিষ্ট প্রশাসনকে এ ঘটনায় কঠোর আইনি পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছেন। তিনি তার ব্যক্তিগত অর্থায়নে জগন্নাথ আখড়া নাট মন্দিরের প্রতিমা নির্মাণসহ মন্দিরের সংস্কার ও নিরাপত্তা জোরদারের সকল পদক্ষেপ গ্রহণের ঘোষণা দিয়েছেন।
কলাপাড়া থানার ওসি মো: আলী আহম্মেদ জানান, ঘটনাস্থল পরিদর্শন করেছি, ঘটনার সাথে জড়িতদের সনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা অব্যাহত আছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।
বাখ//আর

নিউজটি শেয়ার করুন

কলাপাড়ায় মন্দিরের প্রতিমা ভাংচুর, স্বর্ণের চোখ চুরির ঘটনায় মামলা দায়ের

আপডেট সময় : ০৬:০৪:০৩ অপরাহ্ন, বুধবার, ২২ মে ২০২৪
পটুয়াখালীর কলাপাড়া পৌর পৌরশহরের জগন্নাথ আখড়া নাট মন্দিরের মনসা, কালী ও শীতলা প্রতিমা ভাংচুর করে স্বর্ণের চোখ চুরির ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার রাতে মন্দির পরিচালনা কমিটির সভাপতি গোসাই সাহা বাদী হয়ে ২ লক্ষ ত্রিশ হাজার টাকা ক্ষতি সাধনের উল্লেখ করে অজ্ঞাত আসামিদের নামে এ মামলা দায়ের করেন।
এর আগে মংগলবার দুপুর ২ টার দিকে কে বা কারা জগন্নাথ আখড়া নাট মন্দিরের প্রতিমা ভাংচুর করে স্বর্ণের চোখ চুরি করে নিয়ে যায়। ঘটনার পর পুলিশ, র‌্যাব মন্দির এলাকা পরিদর্শন করে সিসি টিভির ফুটেজ সংগ্রহ করেছে।
এদিকে স্থানীয় সাংসদ, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী অধ্যক্ষ মোঃ মহিববুর রহমান এমপি সংশ্লিষ্ট প্রশাসনকে এ ঘটনায় কঠোর আইনি পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছেন। তিনি তার ব্যক্তিগত অর্থায়নে জগন্নাথ আখড়া নাট মন্দিরের প্রতিমা নির্মাণসহ মন্দিরের সংস্কার ও নিরাপত্তা জোরদারের সকল পদক্ষেপ গ্রহণের ঘোষণা দিয়েছেন।
কলাপাড়া থানার ওসি মো: আলী আহম্মেদ জানান, ঘটনাস্থল পরিদর্শন করেছি, ঘটনার সাথে জড়িতদের সনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা অব্যাহত আছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।
বাখ//আর