ঢাকা ০২:১৩ অপরাহ্ন, শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

হিটলারের বাড়ি হবে মানবাধিকার প্রশিক্ষণকেন্দ্র

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:১৯:৪৩ অপরাহ্ন, সোমবার, ২৯ মে ২০২৩
  • / ৪৫২ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আন্তর্জাতিক ডেস্ক: নাৎসি একনায়ক অ্যাডলফ হিটলার অস্ট্রিয়ার যে বাড়িতে জন্মেছিলেন, সেটিকে পুলিশ কর্মকর্তাদের জন্য মানবাধিকারবিষয়ক প্রশিক্ষণকেন্দ্রে রূপান্তর করা হবে। অস্ট্রিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানিয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ‘কট্টরপন্থীদের কাছে ভবনটির পৌরাণিক আবেদন’ নিয়ে উদ্বেগের জেরে আন্তবিভাগীয় বিশেষজ্ঞ কমিশনের সুপারিশ অনুযায়ী সেটিকে মানবাধিকারবিষয়ক প্রশিক্ষণকেন্দ্র করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ভবনটি প্রশিক্ষণকেন্দ্র পরিণত করতে নির্মাণকাজ বাবদ ব্যয় ধরা হয়েছে ২ কোটি ১৫ লাখ ডলার। ২০২৫ সালের মধ্য নির্মাণকাজ শেষ হবে বলে আশা করা হচ্ছে।

১৮৮৯ সালের ২০ এপ্রিল অস্ট্রিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় ব্রাউনাউ আম ইন শহরের একটি ভবনে জন্ম নেন হিলটার। শহরটির অবস্থান ভিয়েনা থেকে ২৮৪ কিলোমিটার পূর্বে।ভবনটি নিয়ে অনেক বিতর্কের পর ২০১৬ সালে অস্ট্রিয়া সরকার বাধ্যতামূলক এক ক্রয়াদেশ জারি করে। এর আওতায় সরকার সেটির মালিকানা নিজের হাতে নেয়। ২০১৯ সালের শেষের দিকে ভবনটিতে পুলিশ স্টেশন স্থাপন করা হয়।

১৯৩৯ সালে প্রতিবেশী দেশ পোল্যান্ড আক্রমণের মধ্য দিয়ে হিটলার দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু করেছিলেন। ১৯৪৫ সালের ৩০ এপ্রিল বার্লিনে তাঁর আত্মহত্যার মধ্য দিয়ে সেই মহাযুদ্ধ শেষ হয়েছিল। উল্লেখ্য, অ্যাডলফ হিটলার ১৯৩৩ থেকে ১৯৪৫ সাল পর্যন্ত জার্মানির নাৎসি বাহিনীর নেতৃত্ব দিয়েছিলেন।

নিউজটি শেয়ার করুন

হিটলারের বাড়ি হবে মানবাধিকার প্রশিক্ষণকেন্দ্র

আপডেট সময় : ১২:১৯:৪৩ অপরাহ্ন, সোমবার, ২৯ মে ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক: নাৎসি একনায়ক অ্যাডলফ হিটলার অস্ট্রিয়ার যে বাড়িতে জন্মেছিলেন, সেটিকে পুলিশ কর্মকর্তাদের জন্য মানবাধিকারবিষয়ক প্রশিক্ষণকেন্দ্রে রূপান্তর করা হবে। অস্ট্রিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানিয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ‘কট্টরপন্থীদের কাছে ভবনটির পৌরাণিক আবেদন’ নিয়ে উদ্বেগের জেরে আন্তবিভাগীয় বিশেষজ্ঞ কমিশনের সুপারিশ অনুযায়ী সেটিকে মানবাধিকারবিষয়ক প্রশিক্ষণকেন্দ্র করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ভবনটি প্রশিক্ষণকেন্দ্র পরিণত করতে নির্মাণকাজ বাবদ ব্যয় ধরা হয়েছে ২ কোটি ১৫ লাখ ডলার। ২০২৫ সালের মধ্য নির্মাণকাজ শেষ হবে বলে আশা করা হচ্ছে।

১৮৮৯ সালের ২০ এপ্রিল অস্ট্রিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় ব্রাউনাউ আম ইন শহরের একটি ভবনে জন্ম নেন হিলটার। শহরটির অবস্থান ভিয়েনা থেকে ২৮৪ কিলোমিটার পূর্বে।ভবনটি নিয়ে অনেক বিতর্কের পর ২০১৬ সালে অস্ট্রিয়া সরকার বাধ্যতামূলক এক ক্রয়াদেশ জারি করে। এর আওতায় সরকার সেটির মালিকানা নিজের হাতে নেয়। ২০১৯ সালের শেষের দিকে ভবনটিতে পুলিশ স্টেশন স্থাপন করা হয়।

১৯৩৯ সালে প্রতিবেশী দেশ পোল্যান্ড আক্রমণের মধ্য দিয়ে হিটলার দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু করেছিলেন। ১৯৪৫ সালের ৩০ এপ্রিল বার্লিনে তাঁর আত্মহত্যার মধ্য দিয়ে সেই মহাযুদ্ধ শেষ হয়েছিল। উল্লেখ্য, অ্যাডলফ হিটলার ১৯৩৩ থেকে ১৯৪৫ সাল পর্যন্ত জার্মানির নাৎসি বাহিনীর নেতৃত্ব দিয়েছিলেন।