ঢাকা ১২:৩৩ অপরাহ্ন, শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

চিলমারীতে আনারস প্রতীক প্রার্থীর নির্বাচনী প্রচারণায় হামলা

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
  • আপডেট সময় : ১২:০৯:৩৬ অপরাহ্ন, শনিবার, ৪ মে ২০২৪
  • / ৪১৩ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
কুড়িগ্রামের চিলমারী উপজেলা পরিষদ নির্বাচনের আনারস প্রতীকের প্রচারণায় হামলার ঘটনা ঘটেছে। এঘটনায় কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার রমনা মডেল ইউনিয়নের জোড়গাছ বাজারে এ হামলার ঘটনাটি ঘটেছে।
এ নিয়ে আনারস প্রতিকের চেয়ারম্যান প্রার্থী মো. রুকুনুজ্জামান শাহীন ওই রাতই রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তার দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছেন।
রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন অ‌ফিসার মো. আলমগীর ব‌লেন, আ‌মি অ‌ভি‌যোগ পাই‌নি। ত‌বে স্থানীয় থানায় লি‌খিত অ‌ভি‌যোগ হ‌য়ে‌ছে ব‌লে জে‌নে‌ছি। আইনশৃঙ্খলাবাহিনী ব‌্যবস্থা নে‌বে।
হামলার ঘটনায় ৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ভাবে অর্ধশতাধিক কর্মী সমর্থকদের অভিযুক্ত করা হয়েছে।  তারা হলেন, নুর ই ইলাহী তুহিন, ফিরোজ আলম, দেলোয়ার হোসেন দেলো, রফিয়াল হক। এই চারজনই রমনা মডেল ইউনিয়নের বাসিন্দা।
লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী নেতাকর্মীদের নিয়ে জোড়গাছ বাজারে ভোট চাইতে আসলে হঠাৎ করে একদল  সন্ত্রাসী লাঠি সোটা ও দেশিয় অস্ত্রশস্ত্র নিয়ে আনারস প্রতীকের কর্মী সমর্থকদের ওপর অতর্কিত হামলা করে। এসময় জাহাঙ্গীর আলম নামে আনারস প্রতিকের সমর্থক ও কর্মীর ডান হাত ভেঙে দেয়। এতে আরও কয়েকজন আহত হয়েছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
স্থানীয়রা বলছেন, ঘটনার দিন জোড়গাছ বাজারে কাপপ্রিচ প্রতীকের কর্মী সমর্থকদের নিয়ে জনসভা হচ্ছিল। এমন সময় বাজারের সড়ক দিয়ে আনারসের মিছিল হলে উভয়ই হট্টগোলে জড়িয়ে পড়েন।
আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মোঃ রুকুনুজ্জামান শাহীন বলেন, বিকেলে নির্বাচনী গণ সংযোগে নেমে কয়েকটি ইউনিয়নে গণসংযোগ শেষে সন্ধা আনুমানিক ৭.২০ মিনিটে রমন ইউনিয়নের জোড়গাছ বাজারে যান। সেখানে তার কর্মী সমর্থকদের নিয়ে গণসংযোগ করেন। হঠাৎ করে কাপ প্রিচ প্রতীকের সমর্থক ও প্রার্থীর খালাতো ভাই নুর ই ইলাহী তুহিন এর নেতৃত্বে একদল সন্ত্রাসী বাহিনী দেশিয় অস্ত্রশস্ত্র নিয়ে তার ওপর হামলা করে। এসময় ৪-৫ জন আহত হন এবং একজন কর্মীর ডান হাত ভেঙে যায় পরে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে তাকে চিকিৎসা করানো হয়।
রুকুনুজ্জামান শাহীন আরো বলেন, নির্বাচনী পরিবেশ সুশৃংখল রাখার জন্য আইন-শৃঙ্খলা বাহিনী ও নির্বাচন কমিশনের প্রতি অনুরোধ জানাচ্ছি।
হামলায় অভিযুক্ত কাপ প্রিচ প্রতিক চেয়ারম্যান প্রার্থী মোঃ রেজাউল করিম লিচুর মুঠোফোন (01724138214) নম্বরে একাধিকবার যোগাযোগ করা সত্ত্বেও তাকে ফোনে পাওয়া যায়নি।
বাখ//আর

নিউজটি শেয়ার করুন

চিলমারীতে আনারস প্রতীক প্রার্থীর নির্বাচনী প্রচারণায় হামলা

আপডেট সময় : ১২:০৯:৩৬ অপরাহ্ন, শনিবার, ৪ মে ২০২৪
কুড়িগ্রামের চিলমারী উপজেলা পরিষদ নির্বাচনের আনারস প্রতীকের প্রচারণায় হামলার ঘটনা ঘটেছে। এঘটনায় কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার রমনা মডেল ইউনিয়নের জোড়গাছ বাজারে এ হামলার ঘটনাটি ঘটেছে।
এ নিয়ে আনারস প্রতিকের চেয়ারম্যান প্রার্থী মো. রুকুনুজ্জামান শাহীন ওই রাতই রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তার দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছেন।
রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন অ‌ফিসার মো. আলমগীর ব‌লেন, আ‌মি অ‌ভি‌যোগ পাই‌নি। ত‌বে স্থানীয় থানায় লি‌খিত অ‌ভি‌যোগ হ‌য়ে‌ছে ব‌লে জে‌নে‌ছি। আইনশৃঙ্খলাবাহিনী ব‌্যবস্থা নে‌বে।
হামলার ঘটনায় ৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ভাবে অর্ধশতাধিক কর্মী সমর্থকদের অভিযুক্ত করা হয়েছে।  তারা হলেন, নুর ই ইলাহী তুহিন, ফিরোজ আলম, দেলোয়ার হোসেন দেলো, রফিয়াল হক। এই চারজনই রমনা মডেল ইউনিয়নের বাসিন্দা।
লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী নেতাকর্মীদের নিয়ে জোড়গাছ বাজারে ভোট চাইতে আসলে হঠাৎ করে একদল  সন্ত্রাসী লাঠি সোটা ও দেশিয় অস্ত্রশস্ত্র নিয়ে আনারস প্রতীকের কর্মী সমর্থকদের ওপর অতর্কিত হামলা করে। এসময় জাহাঙ্গীর আলম নামে আনারস প্রতিকের সমর্থক ও কর্মীর ডান হাত ভেঙে দেয়। এতে আরও কয়েকজন আহত হয়েছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
স্থানীয়রা বলছেন, ঘটনার দিন জোড়গাছ বাজারে কাপপ্রিচ প্রতীকের কর্মী সমর্থকদের নিয়ে জনসভা হচ্ছিল। এমন সময় বাজারের সড়ক দিয়ে আনারসের মিছিল হলে উভয়ই হট্টগোলে জড়িয়ে পড়েন।
আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মোঃ রুকুনুজ্জামান শাহীন বলেন, বিকেলে নির্বাচনী গণ সংযোগে নেমে কয়েকটি ইউনিয়নে গণসংযোগ শেষে সন্ধা আনুমানিক ৭.২০ মিনিটে রমন ইউনিয়নের জোড়গাছ বাজারে যান। সেখানে তার কর্মী সমর্থকদের নিয়ে গণসংযোগ করেন। হঠাৎ করে কাপ প্রিচ প্রতীকের সমর্থক ও প্রার্থীর খালাতো ভাই নুর ই ইলাহী তুহিন এর নেতৃত্বে একদল সন্ত্রাসী বাহিনী দেশিয় অস্ত্রশস্ত্র নিয়ে তার ওপর হামলা করে। এসময় ৪-৫ জন আহত হন এবং একজন কর্মীর ডান হাত ভেঙে যায় পরে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে তাকে চিকিৎসা করানো হয়।
রুকুনুজ্জামান শাহীন আরো বলেন, নির্বাচনী পরিবেশ সুশৃংখল রাখার জন্য আইন-শৃঙ্খলা বাহিনী ও নির্বাচন কমিশনের প্রতি অনুরোধ জানাচ্ছি।
হামলায় অভিযুক্ত কাপ প্রিচ প্রতিক চেয়ারম্যান প্রার্থী মোঃ রেজাউল করিম লিচুর মুঠোফোন (01724138214) নম্বরে একাধিকবার যোগাযোগ করা সত্ত্বেও তাকে ফোনে পাওয়া যায়নি।
বাখ//আর