ঢাকা ০৪:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

সেমিফাইনালে নোভাক জকোভিচ ও ক্যাসপার রুড

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ০২:৫৯:৪২ অপরাহ্ন, শনিবার, ১৩ এপ্রিল ২০২৪
  • / ৪১৪ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মন্টে কার্লো মাস্টার্সের সেমিফাইনালে উঠেছেন নোভাক জকোভিচ ও ক্যাসপার রুড। কোয়ার্টার ফাইনালে শীর্ষ বাছাই সার্বিয়ান তারকা জকোভিচের প্রতিপক্ষ ছিলেন অস্ট্রেলিয়ার অ্যালেক্স ডি মিনাউর।

মন্টে কার্লো মাস্টার্সে দুইবারের শিরোপা জয়ী অভিজ্ঞ জকোভিচের সার্ভ ও ভলির সাথে লড়াইটা জমিয়ে তোলার চেষ্টা করেন ১১ তম বাছাই মিনাউর। তবে শেষ পর্যন্ত জয় হয় অভিজ্ঞতারই। ৭-৫ গেমে প্রথম সেট জিতে নেন জকোভিচ। পরের সেটেও ৩৬ বছর বয়সি জকোর বিপক্ষে সামর্থ্যের সেরাটা দিয়ে লড়াই করেন মিনাউর। এই সেটও ৬-৪ গেমে জিতে নেন জকোভিচ। সরাসরি ২-০ সেটের জয়ে পৌঁছে যান সেমিফাইনালে। শেষ চারে তার প্রতিপক্ষ অস্টম বাছাই নরওয়ের ক্যাসপার রুড।

অন্য কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের হুগো হ্যামবার্টের বিপক্ষে হাড্ডাহাড্ডি লড়াই হয় রুডের। প্রথম সেট ৬-৩ গেমে জিতে নেন তিনি। তবে পরের সেটেই হেরে যান ৪-৬ গেমে। শেষ সেটে রুডের কাছে পাত্তাই পাননি হ্যামবার্ট। ৬-১ গেমে জয় পান রুড। ২-১ সেটের জয়ে জায়গা করে নেন সেমিফাইনালে।

নিউজটি শেয়ার করুন

সেমিফাইনালে নোভাক জকোভিচ ও ক্যাসপার রুড

আপডেট সময় : ০২:৫৯:৪২ অপরাহ্ন, শনিবার, ১৩ এপ্রিল ২০২৪

মন্টে কার্লো মাস্টার্সের সেমিফাইনালে উঠেছেন নোভাক জকোভিচ ও ক্যাসপার রুড। কোয়ার্টার ফাইনালে শীর্ষ বাছাই সার্বিয়ান তারকা জকোভিচের প্রতিপক্ষ ছিলেন অস্ট্রেলিয়ার অ্যালেক্স ডি মিনাউর।

মন্টে কার্লো মাস্টার্সে দুইবারের শিরোপা জয়ী অভিজ্ঞ জকোভিচের সার্ভ ও ভলির সাথে লড়াইটা জমিয়ে তোলার চেষ্টা করেন ১১ তম বাছাই মিনাউর। তবে শেষ পর্যন্ত জয় হয় অভিজ্ঞতারই। ৭-৫ গেমে প্রথম সেট জিতে নেন জকোভিচ। পরের সেটেও ৩৬ বছর বয়সি জকোর বিপক্ষে সামর্থ্যের সেরাটা দিয়ে লড়াই করেন মিনাউর। এই সেটও ৬-৪ গেমে জিতে নেন জকোভিচ। সরাসরি ২-০ সেটের জয়ে পৌঁছে যান সেমিফাইনালে। শেষ চারে তার প্রতিপক্ষ অস্টম বাছাই নরওয়ের ক্যাসপার রুড।

অন্য কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের হুগো হ্যামবার্টের বিপক্ষে হাড্ডাহাড্ডি লড়াই হয় রুডের। প্রথম সেট ৬-৩ গেমে জিতে নেন তিনি। তবে পরের সেটেই হেরে যান ৪-৬ গেমে। শেষ সেটে রুডের কাছে পাত্তাই পাননি হ্যামবার্ট। ৬-১ গেমে জয় পান রুড। ২-১ সেটের জয়ে জায়গা করে নেন সেমিফাইনালে।