ঢাকা ০৭:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

সেমিফাইনালের আগেই সুসংবাদ পেলেন কোহলি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:২৯:৫৪ অপরাহ্ন, সোমবার, ৭ নভেম্বর ২০২২
  • / ৪৪০ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স্পোর্টস ডেস্ক : 
অস্ট্রেলিয়ার মাটিতে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে উড়ন্ত ফর্মে রয়েছেন ভারতীয় ব্যাটিং জিনিয়াস বিরাট কোহলি। তার ব্যাটের ঝলকে রোহিত শর্মার দল সহজেই সুপার টুয়েলভের গ্রুপ ২ এর পয়েন্ট তালিকায় চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে উঠেছে। এমন কৃতির স্বীকৃতিস্বরুপ বড় এক সুসংবাদ পেলেন ভারতের প্রাক্তন অধিনায়ক কোহলি।

সোমবার (৭ নভেম্বর) ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি অক্টোবর মাসের সেরা পারফর্মারদের তালিকা প্রকাশ করেছে। যেখানে মাসের সেরা পুরুষ ক্রিকেটার নির্বাচিত হয়েছেন কিং কোহলি। সংস্থাটির হল অফ ফেমের অন্তর্গত ক্রিকেটার, প্রাক্তন জাতীয় ক্রিকেটার, সাংবাদিক ও সমর্থকদের ভোটে এই পুরস্কার পেয়েছেন সদ্য ৩৫ বছরে পা দেওয়া কোহলি।

গত মাসে বিশ্বকাপের চারটি ম্যাচে মাঠে নেমেছিলেন কোহলি। এ সময় তিনি চার ইনিংসে ১১০ গড়ে ২২০ রান করেছেন। নিজেদের প্রথম ম্যাচেই পাকিস্তানকে নাস্তানুবাদ করে ৫৩ বলে ৮২ রান করেছিলেন। পরের ম্যাচেও ফিফটি তুলে নেন তিনি। নেদারল্যান্ডসের বিপক্ষে ৪৪ বলে ৬২ রানের ইনিংস খেলেন ভারতের প্রাক্তন অধিনায়ক। দু’টি ম্যাচেই অপরাজিত ছিলেন তিনি। দক্ষিণ আফ্রিকার সঙ্গে মাত্র ১২ রান করে সাজঘরে ফিরে যান কোহলি। তবে বাংলাদেশের বিপক্ষে আবারও তার ব্যাটিং তাণ্ডব চলে। ৪৪ বলে অপরাজিত ৬৪ রান আসে তার ব্যাট থেকে।

অক্টোবর মাসের সেরার দৌড়ে কোহলির সঙ্গে মনোনীত হয়েছিলেন দক্ষিণ আফ্রিকার হার্ডহিটার ডেভিড মিলার ও জিম্বাবুয়ের তারকা অলরাউন্ডার সিকান্দার রাজা। কিন্তু তাদেরকে টপকে সেরার মুকুট জিতে নিয়েছেন ভারতের মিডল অর্ডার ব্যাটার।

মাসসেরা হয়ে কোহলি বলেছেন, অক্টোবর মাসে আইসিসির সেরা ক্রিকেটার হতে পেরে গর্বিত। গোটা বিশ্বজুড়ে সমর্থকরা যে ভালোবাসা দিয়েছেন তার জন্য ধন্যবাদ। আমার পুরস্কার দলের সতীর্থদের সঙ্গে ভাগ করে নিতে চাই। আমার ভালো খেলার পিছনে ওদের অনেক অবদান রয়েছে।

এদিকে অক্টোবর মাসে সেরা নারী ক্রিকেটার নির্বাচিত হয়েছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক নিদা দার। নারীদের এশিয়া কাপে ব্যাটে-বলে নজর কেড়েছেন তিনি। এক মাসে ১৪৫ রান করার পাশাপাশি ৮ উইকেটও নিয়েছেন তিনি। দল সেমিফাইনাল থেকেই বিদায় নিলেও ভালো খেলার পুরস্কার পেলেন নিদা।

উল্লেখ্য, আগামী ১০ নভেম্বর অ্যাডিলেড ওভালে দ্বিতীয় সেমিফাইনালে মাঠে নামবে ভারত। যেখানে তাদের প্রতিপক্ষ গ্রুপ ১এর রানার্স-আপ জস বাটলারের দল ইংল্যান্ড।

নিউজটি শেয়ার করুন

সেমিফাইনালের আগেই সুসংবাদ পেলেন কোহলি

আপডেট সময় : ০৮:২৯:৫৪ অপরাহ্ন, সোমবার, ৭ নভেম্বর ২০২২

স্পোর্টস ডেস্ক : 
অস্ট্রেলিয়ার মাটিতে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে উড়ন্ত ফর্মে রয়েছেন ভারতীয় ব্যাটিং জিনিয়াস বিরাট কোহলি। তার ব্যাটের ঝলকে রোহিত শর্মার দল সহজেই সুপার টুয়েলভের গ্রুপ ২ এর পয়েন্ট তালিকায় চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে উঠেছে। এমন কৃতির স্বীকৃতিস্বরুপ বড় এক সুসংবাদ পেলেন ভারতের প্রাক্তন অধিনায়ক কোহলি।

সোমবার (৭ নভেম্বর) ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি অক্টোবর মাসের সেরা পারফর্মারদের তালিকা প্রকাশ করেছে। যেখানে মাসের সেরা পুরুষ ক্রিকেটার নির্বাচিত হয়েছেন কিং কোহলি। সংস্থাটির হল অফ ফেমের অন্তর্গত ক্রিকেটার, প্রাক্তন জাতীয় ক্রিকেটার, সাংবাদিক ও সমর্থকদের ভোটে এই পুরস্কার পেয়েছেন সদ্য ৩৫ বছরে পা দেওয়া কোহলি।

গত মাসে বিশ্বকাপের চারটি ম্যাচে মাঠে নেমেছিলেন কোহলি। এ সময় তিনি চার ইনিংসে ১১০ গড়ে ২২০ রান করেছেন। নিজেদের প্রথম ম্যাচেই পাকিস্তানকে নাস্তানুবাদ করে ৫৩ বলে ৮২ রান করেছিলেন। পরের ম্যাচেও ফিফটি তুলে নেন তিনি। নেদারল্যান্ডসের বিপক্ষে ৪৪ বলে ৬২ রানের ইনিংস খেলেন ভারতের প্রাক্তন অধিনায়ক। দু’টি ম্যাচেই অপরাজিত ছিলেন তিনি। দক্ষিণ আফ্রিকার সঙ্গে মাত্র ১২ রান করে সাজঘরে ফিরে যান কোহলি। তবে বাংলাদেশের বিপক্ষে আবারও তার ব্যাটিং তাণ্ডব চলে। ৪৪ বলে অপরাজিত ৬৪ রান আসে তার ব্যাট থেকে।

অক্টোবর মাসের সেরার দৌড়ে কোহলির সঙ্গে মনোনীত হয়েছিলেন দক্ষিণ আফ্রিকার হার্ডহিটার ডেভিড মিলার ও জিম্বাবুয়ের তারকা অলরাউন্ডার সিকান্দার রাজা। কিন্তু তাদেরকে টপকে সেরার মুকুট জিতে নিয়েছেন ভারতের মিডল অর্ডার ব্যাটার।

মাসসেরা হয়ে কোহলি বলেছেন, অক্টোবর মাসে আইসিসির সেরা ক্রিকেটার হতে পেরে গর্বিত। গোটা বিশ্বজুড়ে সমর্থকরা যে ভালোবাসা দিয়েছেন তার জন্য ধন্যবাদ। আমার পুরস্কার দলের সতীর্থদের সঙ্গে ভাগ করে নিতে চাই। আমার ভালো খেলার পিছনে ওদের অনেক অবদান রয়েছে।

এদিকে অক্টোবর মাসে সেরা নারী ক্রিকেটার নির্বাচিত হয়েছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক নিদা দার। নারীদের এশিয়া কাপে ব্যাটে-বলে নজর কেড়েছেন তিনি। এক মাসে ১৪৫ রান করার পাশাপাশি ৮ উইকেটও নিয়েছেন তিনি। দল সেমিফাইনাল থেকেই বিদায় নিলেও ভালো খেলার পুরস্কার পেলেন নিদা।

উল্লেখ্য, আগামী ১০ নভেম্বর অ্যাডিলেড ওভালে দ্বিতীয় সেমিফাইনালে মাঠে নামবে ভারত। যেখানে তাদের প্রতিপক্ষ গ্রুপ ১এর রানার্স-আপ জস বাটলারের দল ইংল্যান্ড।