ঢাকা ০৮:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ মে ২০২৪, ৭ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

নৃত্যকলা যুগে যুগে বাঙালির সংস্কৃতির নির্মোহ ধারক-নৃত্য দিবসের সভায় বক্তারা

মোঃ খাদেমুল ইসলাম, দিনাজপুর প্রতিনিধি
  • আপডেট সময় : ০৭:৩০:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪
  • / ৪৬৯ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিশ্ব নাচে ছন্দময়, আসবে শান্তি-কাটবে ভয়-এই শ্লোগানকে সামনে রেখে বড়ময়দানের কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে বৈশাখী উৎসব পরিবারের ব্যবস্থাপনায় বৈশালী মেলার মঞ্চে বাংলাদেশ নৃত্য শিল্পী সংস্থা দিনাজপুর ও জেলা শিল্পকলা একাডেমির যৌথ আয়োজনে দিনাজপুরের সকল নৃত্য শিল্পীদের নিয়ে অনুষ্ঠিত হলো আন্তর্জাতিক নৃত্য দিবস-২০২৪।

বাংলাদেশ নৃত্য শিল্পী সংস্থা দিনাজপুরের সভাপতি নীপা শেঠ এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেণ সাধারন সম্পাদক রহমতউল্লাহ রহমত। শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা শিল্পকলা একাডেমীর কালচারাল অফিসার মীন আরা পারভীন ডালিয়া, জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদের সাবেক সভাপতি রবিউল আউয়াল খোকা, নৃত্য বিতানের পরিচালক পল্লব সরকার। দিনাজপুরের সাংস্কৃতিক সংগঠন ভৈরবী, নৃত্য সংগঠন অগ্নিলা, জেলা শিল্পকলা একাডেমির প্রায় ১০০ জন নৃত্য শিল্পীরা তাদের নৃত্যকলা নিপুন উপস্থাপনা দেখিয়ে মেলার আগত শত শত দর্শককে মাতিয়ে তুলেছিল।

সঞ্চালকের দায়িত্ব পালন করেন প্রভাষক হারুন-উর-রশিদ। আন্তর্জাতিক নৃত্য দিবসের আলোচনা সভায় বক্তারা বলেন, বাঙালী সংস্কৃতির সাথে নৃত্যকলা যুগ যুগ ধরে লালন ও ধারন করে আছে। অপসংস্কৃতির বিরুদ্ধে স্বচ্ছার কন্ঠস্বর-প্রতিবাদ শেষে আসবে শান্তি-কাটবে ভয়। ভারত নাট্যম, মনিপুরি নিত্য, কথক নৃত্য’র পাশাপাশি বাঙালীর লোকনৃত্য সারাবিশ্বে এখন জনপ্রিয়তা বাড়ছে। সকল প্রকার কুসংস্কার, সাম্প্রদায়ীকতা, মানসিকতাকে কাটিয়ে নতুন প্রভাত আসবে আর বিশ্ব নাচবে ছন্দময় নুপুরের ঝংকারে। নৃত্যকলা যুগে যুগে বাঙালীর সংস্কৃতির নির্মোহ ধারক।

 

বাখ//আর

নিউজটি শেয়ার করুন

নৃত্যকলা যুগে যুগে বাঙালির সংস্কৃতির নির্মোহ ধারক-নৃত্য দিবসের সভায় বক্তারা

আপডেট সময় : ০৭:৩০:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪

বিশ্ব নাচে ছন্দময়, আসবে শান্তি-কাটবে ভয়-এই শ্লোগানকে সামনে রেখে বড়ময়দানের কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে বৈশাখী উৎসব পরিবারের ব্যবস্থাপনায় বৈশালী মেলার মঞ্চে বাংলাদেশ নৃত্য শিল্পী সংস্থা দিনাজপুর ও জেলা শিল্পকলা একাডেমির যৌথ আয়োজনে দিনাজপুরের সকল নৃত্য শিল্পীদের নিয়ে অনুষ্ঠিত হলো আন্তর্জাতিক নৃত্য দিবস-২০২৪।

বাংলাদেশ নৃত্য শিল্পী সংস্থা দিনাজপুরের সভাপতি নীপা শেঠ এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেণ সাধারন সম্পাদক রহমতউল্লাহ রহমত। শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা শিল্পকলা একাডেমীর কালচারাল অফিসার মীন আরা পারভীন ডালিয়া, জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদের সাবেক সভাপতি রবিউল আউয়াল খোকা, নৃত্য বিতানের পরিচালক পল্লব সরকার। দিনাজপুরের সাংস্কৃতিক সংগঠন ভৈরবী, নৃত্য সংগঠন অগ্নিলা, জেলা শিল্পকলা একাডেমির প্রায় ১০০ জন নৃত্য শিল্পীরা তাদের নৃত্যকলা নিপুন উপস্থাপনা দেখিয়ে মেলার আগত শত শত দর্শককে মাতিয়ে তুলেছিল।

সঞ্চালকের দায়িত্ব পালন করেন প্রভাষক হারুন-উর-রশিদ। আন্তর্জাতিক নৃত্য দিবসের আলোচনা সভায় বক্তারা বলেন, বাঙালী সংস্কৃতির সাথে নৃত্যকলা যুগ যুগ ধরে লালন ও ধারন করে আছে। অপসংস্কৃতির বিরুদ্ধে স্বচ্ছার কন্ঠস্বর-প্রতিবাদ শেষে আসবে শান্তি-কাটবে ভয়। ভারত নাট্যম, মনিপুরি নিত্য, কথক নৃত্য’র পাশাপাশি বাঙালীর লোকনৃত্য সারাবিশ্বে এখন জনপ্রিয়তা বাড়ছে। সকল প্রকার কুসংস্কার, সাম্প্রদায়ীকতা, মানসিকতাকে কাটিয়ে নতুন প্রভাত আসবে আর বিশ্ব নাচবে ছন্দময় নুপুরের ঝংকারে। নৃত্যকলা যুগে যুগে বাঙালীর সংস্কৃতির নির্মোহ ধারক।

 

বাখ//আর