ঢাকা ১০:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

সুষ্ঠুভাবে দ্বিতীয় পর্বের ইজতেমাও সম্পন্ন হবে- জিএমপি কমিশনার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৫৪:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২০ জানুয়ারী ২০২৩
  • / ৪৩৬ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কাজী মকবুল, গাজীপুর প্রতিনিধি :

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) কমিশনার মোল্ল্যা নজরুল ইসলাম বলেছেন, সকলের সহযোগীতায় ইজতেমা যাতে সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হয় সে জন্য বরাবরে মতো এবারও কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছি। সমস্ত মাঠ নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে। প্রত্যাশা করছি, প্রথম পর্বের মতো এ পর্বেও ভালোভাবে নিরাপত্তা দিচ্ছি। যাতে ধর্মপ্রাণ মুসুল্লিরা ইজতেমায় এসে আল্লাহর ধ্যানে মগ্ন হতে পারে, আল্লাহর সন্তুষ্টি বিধান করতে পারে এবং এখান থেকে সুষ্ঠুভাবে ঘরে ফিরতে পারে সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। দ্বিতীয় পর্বে প্রায় সাড়ে ৫ হাজারের মতো বিদেশী অতিথি আছে তাদেরও এক্সট্রা নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছি। সব মিলিয়ে প্রত্যাশা করছি সুন্দর ও সুষ্ঠুভাবে প্রথম পর্বের মতো দ্বিতীয় পর্বের ইজতেমাও সম্পন্ন হবে।

আজ শুক্রবার (২০ জানুয়ারী) বেলা সাড়ে ১১ টায় ইজতেমা মাঠে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, আখেরী মোনাজাতে যদি লোকজন বেশি হয় বা রাস্তায় যদি ওভার ফ্লো হয় সে ক্ষেত্রে রাস্তায় যানবাহন নিয়ন্ত্রন করবো। সেই যানবাহনগুলো টঙ্গী থেকে ভোগড়া পর্যন্ত সড়ক বন্ধ করে দিব। কামারপাড়া সড়কও বন্ধ করে দিব। সেই ক্ষেত্রে বাইপাস দিয়ে ঢাকার তিন’শ ফিট হয়ে ঢাকা ও ময়মনসিংহের গাড়িগুলো আসা-যাওয়া করতে পারে।

মলম পার্টি এবং দুষ্কৃতিকারীরা ইজতেমা মাঠে আছে কি’না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, গোয়েন্দা সংস্থাগুলো সার্বক্ষণিক আমাদেরকে তথ্য দিয়ে সহযোগীতা করে। ইউনিফর্ম ও সিভিল ডিউটি রয়েছে, সিসিটিভি আছে। সুতরাং সিসিটিভি দিয়ে এসব বিষয়গুলো সবসময় মনিটরিং করা হচ্ছে। সিসিটিভি দেখে আমরা প্রথম পর্বের ইজতেমা থেকে কিছু পকেটমার সনাক্ত করেছি। এবার আমরা আরো সচেষ্ট থাকবো। কোন কোন এলাকায় পকেটমার হয় এটা আমরা নির্ধারণ করেছি। আমরা মনে করছি এবার আরো কমিয়ে আনতে পারবো। মোবাইল চুরি হয় সে বিষয়েও আমরা সচেষ্ট আছি। মলম পার্টি বা অজ্ঞান পার্টি এ ধরেনের কোনো ঘটনা প্রথম পর্বে পরিলক্ষিত হয়নি। এবরারও প্রত্যাশা করছি এ ধরনের কোনো ঘটনা ঘটবে না।

ইসরাইলের সাথে বাংলাদেশের সম্পর্ক ভালো না অথচ ওই দেশ থেকে কিছু মুসুল্লি এবারের ইজতেমায় আসছে সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে তিনি বলেন, আপানারা জানেন ইসরাইলে ১৫ থেকে ২০ পার্সেন্ট মুসলমান আছে। তারা যদি আল্লাহর ধ্যানে, আল্লাহর সন্তুষ্টির জন্য আসে তাহলে কি আমাদের উচিত হবে তাদের বের করা। সুতরাং সরকার বাহাদুর হয়তো নিশ্চই এটার কথা চিন্তা করে তাদের অন্যভাবে অনুমতি দিয়েছে।

এসময় গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি’র) উপ-কমিশনার (অর্থ) ইলতুৎমিসসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

বা/খ: জই

নিউজটি শেয়ার করুন

সুষ্ঠুভাবে দ্বিতীয় পর্বের ইজতেমাও সম্পন্ন হবে- জিএমপি কমিশনার

আপডেট সময় : ০৫:৫৪:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২০ জানুয়ারী ২০২৩

কাজী মকবুল, গাজীপুর প্রতিনিধি :

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) কমিশনার মোল্ল্যা নজরুল ইসলাম বলেছেন, সকলের সহযোগীতায় ইজতেমা যাতে সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হয় সে জন্য বরাবরে মতো এবারও কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছি। সমস্ত মাঠ নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে। প্রত্যাশা করছি, প্রথম পর্বের মতো এ পর্বেও ভালোভাবে নিরাপত্তা দিচ্ছি। যাতে ধর্মপ্রাণ মুসুল্লিরা ইজতেমায় এসে আল্লাহর ধ্যানে মগ্ন হতে পারে, আল্লাহর সন্তুষ্টি বিধান করতে পারে এবং এখান থেকে সুষ্ঠুভাবে ঘরে ফিরতে পারে সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। দ্বিতীয় পর্বে প্রায় সাড়ে ৫ হাজারের মতো বিদেশী অতিথি আছে তাদেরও এক্সট্রা নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছি। সব মিলিয়ে প্রত্যাশা করছি সুন্দর ও সুষ্ঠুভাবে প্রথম পর্বের মতো দ্বিতীয় পর্বের ইজতেমাও সম্পন্ন হবে।

আজ শুক্রবার (২০ জানুয়ারী) বেলা সাড়ে ১১ টায় ইজতেমা মাঠে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, আখেরী মোনাজাতে যদি লোকজন বেশি হয় বা রাস্তায় যদি ওভার ফ্লো হয় সে ক্ষেত্রে রাস্তায় যানবাহন নিয়ন্ত্রন করবো। সেই যানবাহনগুলো টঙ্গী থেকে ভোগড়া পর্যন্ত সড়ক বন্ধ করে দিব। কামারপাড়া সড়কও বন্ধ করে দিব। সেই ক্ষেত্রে বাইপাস দিয়ে ঢাকার তিন’শ ফিট হয়ে ঢাকা ও ময়মনসিংহের গাড়িগুলো আসা-যাওয়া করতে পারে।

মলম পার্টি এবং দুষ্কৃতিকারীরা ইজতেমা মাঠে আছে কি’না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, গোয়েন্দা সংস্থাগুলো সার্বক্ষণিক আমাদেরকে তথ্য দিয়ে সহযোগীতা করে। ইউনিফর্ম ও সিভিল ডিউটি রয়েছে, সিসিটিভি আছে। সুতরাং সিসিটিভি দিয়ে এসব বিষয়গুলো সবসময় মনিটরিং করা হচ্ছে। সিসিটিভি দেখে আমরা প্রথম পর্বের ইজতেমা থেকে কিছু পকেটমার সনাক্ত করেছি। এবার আমরা আরো সচেষ্ট থাকবো। কোন কোন এলাকায় পকেটমার হয় এটা আমরা নির্ধারণ করেছি। আমরা মনে করছি এবার আরো কমিয়ে আনতে পারবো। মোবাইল চুরি হয় সে বিষয়েও আমরা সচেষ্ট আছি। মলম পার্টি বা অজ্ঞান পার্টি এ ধরেনের কোনো ঘটনা প্রথম পর্বে পরিলক্ষিত হয়নি। এবরারও প্রত্যাশা করছি এ ধরনের কোনো ঘটনা ঘটবে না।

ইসরাইলের সাথে বাংলাদেশের সম্পর্ক ভালো না অথচ ওই দেশ থেকে কিছু মুসুল্লি এবারের ইজতেমায় আসছে সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে তিনি বলেন, আপানারা জানেন ইসরাইলে ১৫ থেকে ২০ পার্সেন্ট মুসলমান আছে। তারা যদি আল্লাহর ধ্যানে, আল্লাহর সন্তুষ্টির জন্য আসে তাহলে কি আমাদের উচিত হবে তাদের বের করা। সুতরাং সরকার বাহাদুর হয়তো নিশ্চই এটার কথা চিন্তা করে তাদের অন্যভাবে অনুমতি দিয়েছে।

এসময় গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি’র) উপ-কমিশনার (অর্থ) ইলতুৎমিসসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

বা/খ: জই