ঢাকা ০৯:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

সিলেট বিভাগের তিন জেলায় পরিবহন ধর্মঘট শুরু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৫৮:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ নভেম্বর ২০২২
  • / ৪৪৯ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সিলেট ব্যুরো অফিস : 
প্রশাসনের হয়রানি বন্ধসহ বিভিন্ন দাবিতে পরিবহন ধর্মঘট পালন করছে সিলেট অঞ্চলের বাস মালিক-শ্রমিক ঐক্য পরিষদ। শুক্রবার (১৮ নভেম্বর) সকাল ৬টা থেকে সুনামগঞ্জ, হবিগঞ্জ ও মৌলভীবাজারে শুরু হয়েছে এ ধর্মঘট। ৩৬ ঘণ্টার এ ধর্মঘট চলবে শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত। শনিবার (১৯ নভেম্বর) শুরু হবে সিলেট জেলায়।

শুক্রবার (১৮ নভেম্বর) ভোর থেকে শুরু হওয়া দুদিনের ধর্মঘটে বিপাকে পড়েছেন যাত্রীরা। বাস না পেয়ে ফিরে যাচ্ছেন অনেকে। কেউ কেউ বাড়তি ভাড়ায় বিকল্প যানবাহনে রওনা হন। কেউ কেউ ফিরে যাচ্ছেন নিজ বাড়িতে।

এদিকে বিএনপির অভিযোগ, শনিবার (১৯ নভেম্বর) বিভাগীয় গণসমাবেশ বাধাগ্রস্ত করতেই এমন সিদ্ধান্ত। পুরো বিভাগে ধর্মঘট বিষয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, এটা বোঝার বাকি নেই, কারা কী জন্য ধর্মঘট আহ্বান করেছে। কিন্তু তারা জানে না কায়দা করে ধর্মঘট করে জনরোষ আটকানো যাবে না।

সুনামগঞ্জ জেলা বিএনপি সভাপতি কলিম উদ্দিন জানান, ধর্মঘট দিয়ে আমাদের সমাবেশে যাওয়া বন্ধ করতে পারবে না সরকার। সমাবেশ সফল করার লক্ষ্যে সুনামগঞ্জ থেকে ৫০ হাজার নেতাকর্মী সিলেটে যাবেন। ইতোমধ্যে জেলার বিভিন্ন উপজেলার নেতাকর্মীরা ট্রলার ও স্টিল বডি নৌকা দিয়ে সিলেটের পথে রওনা হয়েছেন।

যদিও বাস মালিক সমিতির দাবি, মহাসড়কে অবৈধ যান বন্ধসহ বেশ কয়েকটি দাবি আদায়ে ধর্মঘটের ডাক দেয়া হয়েছে।

এ প্রসঙ্গে জেলা শ্রমিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মো. জাকারিয়া জানান, পাথর কোয়ারি চালু, সিএনজি অটোরিকশার নতুন রেজিস্ট্রেশন বন্ধসহ চার দফা দাবিতে ধর্মঘট ডাকা হয়েছে। এটা ধারাবাহিক আন্দোলন।

 

নিউজটি শেয়ার করুন

সিলেট বিভাগের তিন জেলায় পরিবহন ধর্মঘট শুরু

আপডেট সময় : ১১:৫৮:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ নভেম্বর ২০২২

সিলেট ব্যুরো অফিস : 
প্রশাসনের হয়রানি বন্ধসহ বিভিন্ন দাবিতে পরিবহন ধর্মঘট পালন করছে সিলেট অঞ্চলের বাস মালিক-শ্রমিক ঐক্য পরিষদ। শুক্রবার (১৮ নভেম্বর) সকাল ৬টা থেকে সুনামগঞ্জ, হবিগঞ্জ ও মৌলভীবাজারে শুরু হয়েছে এ ধর্মঘট। ৩৬ ঘণ্টার এ ধর্মঘট চলবে শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত। শনিবার (১৯ নভেম্বর) শুরু হবে সিলেট জেলায়।

শুক্রবার (১৮ নভেম্বর) ভোর থেকে শুরু হওয়া দুদিনের ধর্মঘটে বিপাকে পড়েছেন যাত্রীরা। বাস না পেয়ে ফিরে যাচ্ছেন অনেকে। কেউ কেউ বাড়তি ভাড়ায় বিকল্প যানবাহনে রওনা হন। কেউ কেউ ফিরে যাচ্ছেন নিজ বাড়িতে।

এদিকে বিএনপির অভিযোগ, শনিবার (১৯ নভেম্বর) বিভাগীয় গণসমাবেশ বাধাগ্রস্ত করতেই এমন সিদ্ধান্ত। পুরো বিভাগে ধর্মঘট বিষয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, এটা বোঝার বাকি নেই, কারা কী জন্য ধর্মঘট আহ্বান করেছে। কিন্তু তারা জানে না কায়দা করে ধর্মঘট করে জনরোষ আটকানো যাবে না।

সুনামগঞ্জ জেলা বিএনপি সভাপতি কলিম উদ্দিন জানান, ধর্মঘট দিয়ে আমাদের সমাবেশে যাওয়া বন্ধ করতে পারবে না সরকার। সমাবেশ সফল করার লক্ষ্যে সুনামগঞ্জ থেকে ৫০ হাজার নেতাকর্মী সিলেটে যাবেন। ইতোমধ্যে জেলার বিভিন্ন উপজেলার নেতাকর্মীরা ট্রলার ও স্টিল বডি নৌকা দিয়ে সিলেটের পথে রওনা হয়েছেন।

যদিও বাস মালিক সমিতির দাবি, মহাসড়কে অবৈধ যান বন্ধসহ বেশ কয়েকটি দাবি আদায়ে ধর্মঘটের ডাক দেয়া হয়েছে।

এ প্রসঙ্গে জেলা শ্রমিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মো. জাকারিয়া জানান, পাথর কোয়ারি চালু, সিএনজি অটোরিকশার নতুন রেজিস্ট্রেশন বন্ধসহ চার দফা দাবিতে ধর্মঘট ডাকা হয়েছে। এটা ধারাবাহিক আন্দোলন।