ঢাকা ০৫:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ মে ২০২৪, ১৩ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

শীর্ষস্থান হারালেন সাকিব

ক্রীড়া ডেস্ক
  • আপডেট সময় : ০১:৩২:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অগাস্ট ২০২৩
  • / ৫২৪ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শ্রীলঙ্কার বিপক্ষে এশিয়া কাপের প্রথম ম্যাচে আজ বৃহস্পতিবার (৩১ আগস্ট) মাঠে নামবে বাংলাদেশ। বিশ্বকাপকে মাথায় রেখে এবারের এশিয়া কাপ হচ্ছে ওয়ানডে ফরম্যাটে। তার আগে বুধবার (৩০ আগস্ট) বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান টি-টোয়েন্টিতে নিজের শীর্ষস্থান হারালেন। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এতদিন সর্বোচ্চ উইকেটশিকারি ছিলেন সাকিব। বুধবার সাকিবকে টপকে গেছেন নিউজিল্যান্ডের পেসার টিম সাউদি।

ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে বুধবার মুখোমুখি হয়েছিল নিউজিল্যান্ড। ম্যাচ শুরুর আগে ১৪০ উইকেট নিয়ে যৌথভাবে শীর্ষে ছিলেন সাকিব ও সাউদি। ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে এক উইকেট পান সাউদি। জনি বেয়ারস্টোর উইকেট নিয়ে টপকে যান সাকিবকে। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এখন উইকেটশিকারিদের তালিকায় এককভাবে শীর্ষে এই কিউই পেসার।

১১১ ম্যাচে সাউদির উইকেট সংখ্যা এখন ১৪১। সাউদির চেয়ে ছয় ম্যাচ বেশি খেলেছেন সাকিব। ১১৭ ম্যাচে তিনি নিয়েছেন ১৪০ উইকেট। তবে, গড় কিংবা ইকোনমি দুটোতেই সাকিব এগিয়ে আছেন সাউদির চেয়ে। বোলার সাকিব উইকেটপ্রতি খরচ করেছেন ২০.৪৯ রান। যেখানে সাউদি দিয়েছেন ২৩.২৮ রান। সাকিবের ইকোনমি রেট ৬.৭৯, সাউদির ৮.১৩।

যদিও, সাউদির অর্জনের দিনে ইংল্যান্ডের কাছে পাত্তা পায়নি কিউইরা। ম্যাচ হেরেছে সাত উইকেটে। কিউইদের করা ৯ উইকেটে ১৩৯ রান ১৪ ওভারেই টপকে যায় ইংলিশরা।

নিউজটি শেয়ার করুন

শীর্ষস্থান হারালেন সাকিব

আপডেট সময় : ০১:৩২:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অগাস্ট ২০২৩

শ্রীলঙ্কার বিপক্ষে এশিয়া কাপের প্রথম ম্যাচে আজ বৃহস্পতিবার (৩১ আগস্ট) মাঠে নামবে বাংলাদেশ। বিশ্বকাপকে মাথায় রেখে এবারের এশিয়া কাপ হচ্ছে ওয়ানডে ফরম্যাটে। তার আগে বুধবার (৩০ আগস্ট) বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান টি-টোয়েন্টিতে নিজের শীর্ষস্থান হারালেন। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এতদিন সর্বোচ্চ উইকেটশিকারি ছিলেন সাকিব। বুধবার সাকিবকে টপকে গেছেন নিউজিল্যান্ডের পেসার টিম সাউদি।

ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে বুধবার মুখোমুখি হয়েছিল নিউজিল্যান্ড। ম্যাচ শুরুর আগে ১৪০ উইকেট নিয়ে যৌথভাবে শীর্ষে ছিলেন সাকিব ও সাউদি। ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে এক উইকেট পান সাউদি। জনি বেয়ারস্টোর উইকেট নিয়ে টপকে যান সাকিবকে। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এখন উইকেটশিকারিদের তালিকায় এককভাবে শীর্ষে এই কিউই পেসার।

১১১ ম্যাচে সাউদির উইকেট সংখ্যা এখন ১৪১। সাউদির চেয়ে ছয় ম্যাচ বেশি খেলেছেন সাকিব। ১১৭ ম্যাচে তিনি নিয়েছেন ১৪০ উইকেট। তবে, গড় কিংবা ইকোনমি দুটোতেই সাকিব এগিয়ে আছেন সাউদির চেয়ে। বোলার সাকিব উইকেটপ্রতি খরচ করেছেন ২০.৪৯ রান। যেখানে সাউদি দিয়েছেন ২৩.২৮ রান। সাকিবের ইকোনমি রেট ৬.৭৯, সাউদির ৮.১৩।

যদিও, সাউদির অর্জনের দিনে ইংল্যান্ডের কাছে পাত্তা পায়নি কিউইরা। ম্যাচ হেরেছে সাত উইকেটে। কিউইদের করা ৯ উইকেটে ১৩৯ রান ১৪ ওভারেই টপকে যায় ইংলিশরা।