ঢাকা ০৫:৩২ অপরাহ্ন, সোমবার, ১৭ জুন ২০২৪, ৩ আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

ক্রিকেটে যে রেকর্ড শুধুই সাকিবের

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ০৫:১২:৪১ অপরাহ্ন, রবিবার, ২৬ মে ২০২৪
  • / ৪৩৩ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যুক্তরাষ্ট্রের কাছে প্রথম দুই ম্যাচ হারলেও সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ দল। ম্যাচটিতে ১০ উইকেটের বড় জয় পায় টাইগাররা। এদিন অনন্য এক কীর্তি গড়েন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান।

শনিবার (২৫ মে) ম্যাচটিদের যুক্তরাষ্ট্রের ওপেনার আন্দ্রেস গাউসকে আউট করেন সাকিব। যেটি ছিল আন্তর্জাতিক ক্রিকেটে তার ৭০০তম উইকেট। বল হাতে ৭০০ উইকেট নেয়া সাকিবের ব্যাট হাতে তিন সংস্করণ মিলিয়ে রান আছে ১৪ হাজারের বেশি।

আন্তর্জাতিক ক্রিকেটে সব সংস্করণ মিলিয়ে ১৪ হাজার রান ও ৭০০ উইকেটের ডাবল ছোঁয়া একমাত্র ক্রিকেটার সাকিব। তার আশেপাশে নেই কেউ। এছাড়া বাংলাদেশের প্রথম বোলার হিসেবে তিন সংস্করণ মিলিয়ে ৭০০ উইকেট নিয়েছেন সাকিব।

বাংলাদেশের অন্য কোনো বোলারের ৪০০ উইকেটও নেই। বাংলাদেশের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। তার উইকেট সংখ্যা ৩৯০টি। তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন মুস্তাফিজুর রহমান। এই কাটার মাস্টার এখন পর্যন্ত শিকার করেছেন ৩০৯টি।

বিশ্বের ১৭তম বোলার হিসেবে ৭০০ উইকেটের ক্লাবে সাকিব। স্পিনারদের মধ্যে তার অবস্থান সপ্তম, তবে বাঁহাতি স্পিনার হিসেবে সাকিব দ্বিতীয়। বাঁহাতি স্পিনার হিসেবে তার আগে এই কীর্তি করেছেন শুধু নিউজিল্যান্ডের ড্যানিয়েল ভেট্টরি। তার উইকেট ৭০৫টি। অর্থাৎ বাঁহাতি স্পিনারদের মধ্যে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার কীর্তি গড়া সাকিবের জন্য এখন সময়ের ব্যাপার।

৭০০ উইকেটের মধ্যে সাকিব ওয়ানডেতেই সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন। এই সংস্করণের ২৪১ ইনিংসে তার শিকার ৩১৭ উইকেট। ব্যাট হাতে ওয়ানডেতেই বেশি রান সাকিবের-৭৫৭০। ৬৭ টেস্টে ১২৩ ইনিংসে সাকিবের উইকেট ২৩৭টি এবং রান করেছেন ৪৫০৫। এছাড়া টি-টোয়েন্টিতে সাকিবের উইকেট ১৪৬টি। এই সংস্করণে তার চেয়ে বেশি উইকেট আছে শুধু টিম সাউদির-১২৩ ম্যাচে ১৫৭টি। ব্যাট হাতে টি-টোয়েন্টি ক্রিকেটে সাকিব রান করেছেন ২৪৪০।

নিউজটি শেয়ার করুন

ক্রিকেটে যে রেকর্ড শুধুই সাকিবের

আপডেট সময় : ০৫:১২:৪১ অপরাহ্ন, রবিবার, ২৬ মে ২০২৪

যুক্তরাষ্ট্রের কাছে প্রথম দুই ম্যাচ হারলেও সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ দল। ম্যাচটিতে ১০ উইকেটের বড় জয় পায় টাইগাররা। এদিন অনন্য এক কীর্তি গড়েন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান।

শনিবার (২৫ মে) ম্যাচটিদের যুক্তরাষ্ট্রের ওপেনার আন্দ্রেস গাউসকে আউট করেন সাকিব। যেটি ছিল আন্তর্জাতিক ক্রিকেটে তার ৭০০তম উইকেট। বল হাতে ৭০০ উইকেট নেয়া সাকিবের ব্যাট হাতে তিন সংস্করণ মিলিয়ে রান আছে ১৪ হাজারের বেশি।

আন্তর্জাতিক ক্রিকেটে সব সংস্করণ মিলিয়ে ১৪ হাজার রান ও ৭০০ উইকেটের ডাবল ছোঁয়া একমাত্র ক্রিকেটার সাকিব। তার আশেপাশে নেই কেউ। এছাড়া বাংলাদেশের প্রথম বোলার হিসেবে তিন সংস্করণ মিলিয়ে ৭০০ উইকেট নিয়েছেন সাকিব।

বাংলাদেশের অন্য কোনো বোলারের ৪০০ উইকেটও নেই। বাংলাদেশের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। তার উইকেট সংখ্যা ৩৯০টি। তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন মুস্তাফিজুর রহমান। এই কাটার মাস্টার এখন পর্যন্ত শিকার করেছেন ৩০৯টি।

বিশ্বের ১৭তম বোলার হিসেবে ৭০০ উইকেটের ক্লাবে সাকিব। স্পিনারদের মধ্যে তার অবস্থান সপ্তম, তবে বাঁহাতি স্পিনার হিসেবে সাকিব দ্বিতীয়। বাঁহাতি স্পিনার হিসেবে তার আগে এই কীর্তি করেছেন শুধু নিউজিল্যান্ডের ড্যানিয়েল ভেট্টরি। তার উইকেট ৭০৫টি। অর্থাৎ বাঁহাতি স্পিনারদের মধ্যে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার কীর্তি গড়া সাকিবের জন্য এখন সময়ের ব্যাপার।

৭০০ উইকেটের মধ্যে সাকিব ওয়ানডেতেই সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন। এই সংস্করণের ২৪১ ইনিংসে তার শিকার ৩১৭ উইকেট। ব্যাট হাতে ওয়ানডেতেই বেশি রান সাকিবের-৭৫৭০। ৬৭ টেস্টে ১২৩ ইনিংসে সাকিবের উইকেট ২৩৭টি এবং রান করেছেন ৪৫০৫। এছাড়া টি-টোয়েন্টিতে সাকিবের উইকেট ১৪৬টি। এই সংস্করণে তার চেয়ে বেশি উইকেট আছে শুধু টিম সাউদির-১২৩ ম্যাচে ১৫৭টি। ব্যাট হাতে টি-টোয়েন্টি ক্রিকেটে সাকিব রান করেছেন ২৪৪০।