ঢাকা ১০:৪৯ অপরাহ্ন, সোমবার, ১৭ জুন ২০২৪, ৩ আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

রাউজানে আগুনে পুড়েছে ৩ বসতঘর, নিভাতে গিয়ে যুবক বিদ্যুৎস্পৃষ্ট!

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি
  • আপডেট সময় : ০৭:৪৫:৫৫ অপরাহ্ন, সোমবার, ২৭ মে ২০২৪
  • / ৪৫১ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাউজানে অগ্নিকাণ্ডে তিনটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার ভোর সকালে রাউজান পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের জামতল স্লুইসগেট এলাকায় এ ঘটনা ঘটে৷

আগুনে ক্ষতিগ্রস্তরা হলেন, রমজান আলী ওরফে ইলিয়াস, জমির উদ্দিন ও আমেনা বেগম। এ সময় চোখের সামনে আগুনে পুড়ে যাওয়া নিজের কষ্টার্জিত জিনিসপত্র রক্ষা করতে গিয়ে আগুনে গলে যাওয়া বৈদ্যুতিক তারে সংযুক্ত টিনের স্পর্শে রমজান আলী ওরফে ইলিয়াস গুরুতর আহত হন। তাকে চমেকে ভর্তি করা হয়েছে।

আগুনে ক্ষতিগ্রস্ত ও আহত ইলিয়াসের শ্যালক মো. নাজিম উদ্দিন বলেন, আগুনে তিন পরিবারের বসতঘর, ৫ ভরি স্বর্ণালংকার, আসবাবপত্র, নগদ টাকা ও নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র পুড়ে প্রায় ১২-১৫ লাখ টাকা ক্ষতি হয়েছে৷

রাউজান পৌরসভার প্যানেল মেয়র বশির উদ্দিন খান ঘটনাস্থল পরিদর্শন পরবর্তী রাউজানের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীর পক্ষ থেকে প্রত্যেক পরিবারকে দুই বান্ডিল করে ৬ বান্ডিল ঢেউ টিন, ৬ হাজার টাকা করে ১৮ হাজার টাকার অর্থসহায়তা এবং পৌর প্যানেল মেয়র আলহাজ্ব বশির উদ্দিন খানের ব্যক্তিগত পক্ষ থেকে অর্থ সহায়তা দিয়েছেন।

এদিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে জানিয়েছেন রাউজান ফায়ার সার্ভিসে অ্যান্ড ডিফেন্সের স্টেশন কর্মকর্তা শামসুল আলম। তিনি বলেন, অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করি। ততক্ষণে তিনটি বসতঘর পুড়ে যায়।

বাখ//আর

নিউজটি শেয়ার করুন

রাউজানে আগুনে পুড়েছে ৩ বসতঘর, নিভাতে গিয়ে যুবক বিদ্যুৎস্পৃষ্ট!

আপডেট সময় : ০৭:৪৫:৫৫ অপরাহ্ন, সোমবার, ২৭ মে ২০২৪

রাউজানে অগ্নিকাণ্ডে তিনটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার ভোর সকালে রাউজান পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের জামতল স্লুইসগেট এলাকায় এ ঘটনা ঘটে৷

আগুনে ক্ষতিগ্রস্তরা হলেন, রমজান আলী ওরফে ইলিয়াস, জমির উদ্দিন ও আমেনা বেগম। এ সময় চোখের সামনে আগুনে পুড়ে যাওয়া নিজের কষ্টার্জিত জিনিসপত্র রক্ষা করতে গিয়ে আগুনে গলে যাওয়া বৈদ্যুতিক তারে সংযুক্ত টিনের স্পর্শে রমজান আলী ওরফে ইলিয়াস গুরুতর আহত হন। তাকে চমেকে ভর্তি করা হয়েছে।

আগুনে ক্ষতিগ্রস্ত ও আহত ইলিয়াসের শ্যালক মো. নাজিম উদ্দিন বলেন, আগুনে তিন পরিবারের বসতঘর, ৫ ভরি স্বর্ণালংকার, আসবাবপত্র, নগদ টাকা ও নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র পুড়ে প্রায় ১২-১৫ লাখ টাকা ক্ষতি হয়েছে৷

রাউজান পৌরসভার প্যানেল মেয়র বশির উদ্দিন খান ঘটনাস্থল পরিদর্শন পরবর্তী রাউজানের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীর পক্ষ থেকে প্রত্যেক পরিবারকে দুই বান্ডিল করে ৬ বান্ডিল ঢেউ টিন, ৬ হাজার টাকা করে ১৮ হাজার টাকার অর্থসহায়তা এবং পৌর প্যানেল মেয়র আলহাজ্ব বশির উদ্দিন খানের ব্যক্তিগত পক্ষ থেকে অর্থ সহায়তা দিয়েছেন।

এদিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে জানিয়েছেন রাউজান ফায়ার সার্ভিসে অ্যান্ড ডিফেন্সের স্টেশন কর্মকর্তা শামসুল আলম। তিনি বলেন, অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করি। ততক্ষণে তিনটি বসতঘর পুড়ে যায়।

বাখ//আর