ঢাকা ০২:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

শাহজাদপুরে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৪৯:১৬ অপরাহ্ন, বুধবার, ৯ নভেম্বর ২০২২
  • / ৪৪৯ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি :

সিরাজগঞ্জের শাহজাদপুরে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৮ নভেম্বর ) বিকেল ৪টায় সাকওয়াত মন্ডলের সভাপতিত্বে উপজেলার নরিনা ইউনিয়নের নরিনা গ্রামের মাঠে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়। এ প্রতিযোগিতায় বিভিন্ন এলাকার ২৫ টি ঘোড়া অংশ নেয়। দূর-দূরান্ত থেকে পায়ে হেঁটে ও স্থানীয় যানবাহনে চড়ে শত শত নারী-পুরুষ ও শিশু ঘোড়দৌড় দেখতে আসে।

ঘোড়দৌড় দেখতে আসা দর্শক শ্রীঃ প্রকাশ কুমার ও জহুরুল ইসলাম বলেন, ধন্যবাদ জানাই আয়োজক কমিটিকে, এত সুন্দর অনুষ্ঠান আয়োজন করার জন্য। প্রতি বছর এখানে ঘোড়দৌড়ের আয়োজন করা হলে প্রতিযোগিতাটি উপভোগ করার জন্য প্রতি বছর আমরা আসবো। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় খেলা দেখতে ভালো লাগে।

উপজেলার বনগ্রাম থেকে ঘোড়দৌড় দেখতে আসা মোহাম্মদ আলি ও নাববিলা গ্রামের আনোয়ার হোসেন বকুল বলেন, ঘোড়ার দৌড় প্রতিযোগিতা দেখে খুবই ভালো লাগছে। এমন আয়োজনে হাজারো দর্শকের উপস্থিতি দেখে আবেগ আপ্লুত হয়েছি। এ আয়োজন যেন মহামিলন মেলায় পরিণত হয়েছে।

নরিনা গ্রামের শিক্ষার্থী সুমাইয়া আকতার বলেন, নিজ গ্রামে ঘোড়া দৌড় খেলা দেখতে পেরে আনন্দিত। এ প্রতিযোগিতাটি বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্যকে উপস্থাপন করছে। তবে এমন আয়োজন প্রতিবছরেই হলে ভালো হয়।

আব্দুল শুকুর নামে এক গোড়া মালিক তিনি বলেন, আমার বাপ-দাদারাও সওয়ারী ছিল। তাদের কাছ থেকে আমি শিখেছি। আমি দেশের বিভিন্ন স্থানে গিয়ে ঘোড়া দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহন করি।

প্রতিযোগিতায় অংশ নেওয়া ২৫ ঘোড়ার মধ্যে আলাদা আলাদা দৌড় শুরু হয়। এরপর চুড়ান্ত দৌড় প্রতিযোগিতা প্রথম ও দ্বিতীয় বিজয়ী নাম ঘোষনা করা হয়। প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে শাহজাদপুর উপজেলার বনগ্রামের ঘোড়ার সওয়ারী ১০ বছর বয়সী সিহাব আলী। তাকে একটি এন্ড্রয়েড মোবাইল ফোন এবং দ্বিতীয় স্থান অধিকার করে উল্লাপাড়ার পূর্বধুলিয়া গ্রামের সওয়ারী হিটলার প্রাং। তাকে সিলিং ফ্যান পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিরা। অন্য সওয়ারীদের জন্য সান্ত্বনা পুরস্কার দেয়া হয়।

আয়োজক কমিটির সভাপতি নরিনা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ ফজলুল হক (বিএ) বলেন, গ্রামীণ ঐতিহ্য টিকিয়ে রাখতে ও নতুন প্রজন্মের কাছে ঘোড়া দৌড় প্রতিযোগিতা পরিচিত করতে আমাদের গ্রামে এই প্রথম ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়। আগামীতে আরও বড় পরিসরে এ প্রতিযোগিতার আয়োজন করা হবে।

বা/খ:জই

নিউজটি শেয়ার করুন

শাহজাদপুরে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৬:৪৯:১৬ অপরাহ্ন, বুধবার, ৯ নভেম্বর ২০২২

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি :

সিরাজগঞ্জের শাহজাদপুরে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৮ নভেম্বর ) বিকেল ৪টায় সাকওয়াত মন্ডলের সভাপতিত্বে উপজেলার নরিনা ইউনিয়নের নরিনা গ্রামের মাঠে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়। এ প্রতিযোগিতায় বিভিন্ন এলাকার ২৫ টি ঘোড়া অংশ নেয়। দূর-দূরান্ত থেকে পায়ে হেঁটে ও স্থানীয় যানবাহনে চড়ে শত শত নারী-পুরুষ ও শিশু ঘোড়দৌড় দেখতে আসে।

ঘোড়দৌড় দেখতে আসা দর্শক শ্রীঃ প্রকাশ কুমার ও জহুরুল ইসলাম বলেন, ধন্যবাদ জানাই আয়োজক কমিটিকে, এত সুন্দর অনুষ্ঠান আয়োজন করার জন্য। প্রতি বছর এখানে ঘোড়দৌড়ের আয়োজন করা হলে প্রতিযোগিতাটি উপভোগ করার জন্য প্রতি বছর আমরা আসবো। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় খেলা দেখতে ভালো লাগে।

উপজেলার বনগ্রাম থেকে ঘোড়দৌড় দেখতে আসা মোহাম্মদ আলি ও নাববিলা গ্রামের আনোয়ার হোসেন বকুল বলেন, ঘোড়ার দৌড় প্রতিযোগিতা দেখে খুবই ভালো লাগছে। এমন আয়োজনে হাজারো দর্শকের উপস্থিতি দেখে আবেগ আপ্লুত হয়েছি। এ আয়োজন যেন মহামিলন মেলায় পরিণত হয়েছে।

নরিনা গ্রামের শিক্ষার্থী সুমাইয়া আকতার বলেন, নিজ গ্রামে ঘোড়া দৌড় খেলা দেখতে পেরে আনন্দিত। এ প্রতিযোগিতাটি বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্যকে উপস্থাপন করছে। তবে এমন আয়োজন প্রতিবছরেই হলে ভালো হয়।

আব্দুল শুকুর নামে এক গোড়া মালিক তিনি বলেন, আমার বাপ-দাদারাও সওয়ারী ছিল। তাদের কাছ থেকে আমি শিখেছি। আমি দেশের বিভিন্ন স্থানে গিয়ে ঘোড়া দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহন করি।

প্রতিযোগিতায় অংশ নেওয়া ২৫ ঘোড়ার মধ্যে আলাদা আলাদা দৌড় শুরু হয়। এরপর চুড়ান্ত দৌড় প্রতিযোগিতা প্রথম ও দ্বিতীয় বিজয়ী নাম ঘোষনা করা হয়। প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে শাহজাদপুর উপজেলার বনগ্রামের ঘোড়ার সওয়ারী ১০ বছর বয়সী সিহাব আলী। তাকে একটি এন্ড্রয়েড মোবাইল ফোন এবং দ্বিতীয় স্থান অধিকার করে উল্লাপাড়ার পূর্বধুলিয়া গ্রামের সওয়ারী হিটলার প্রাং। তাকে সিলিং ফ্যান পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিরা। অন্য সওয়ারীদের জন্য সান্ত্বনা পুরস্কার দেয়া হয়।

আয়োজক কমিটির সভাপতি নরিনা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ ফজলুল হক (বিএ) বলেন, গ্রামীণ ঐতিহ্য টিকিয়ে রাখতে ও নতুন প্রজন্মের কাছে ঘোড়া দৌড় প্রতিযোগিতা পরিচিত করতে আমাদের গ্রামে এই প্রথম ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়। আগামীতে আরও বড় পরিসরে এ প্রতিযোগিতার আয়োজন করা হবে।

বা/খ:জই